কলকাতা, 26 অগস্ট: আবারও মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ও তাঁর সরকারের বিরুদ্ধে সরব হলেন বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya) ৷ শুক্রবার সকালে একটি টুইট (Amit Malviya Tweet) করেন তিনি ৷ সেই টুইটে সরাসরি নিশানা করেন মমতাকে ৷ বারোয়ারি দুর্গাপুজোর জন্য এবার ক্লাবপিছু 60 হাজার টাকার অনুদান ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ যা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে বিতর্ক শুরু হয়েছে ৷ সেই ইস্যু তুলেই মমতাকে বিঁধেছেন অমিত ৷ টেনে এনেছেন ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) প্রসঙ্গ ৷
এদিন অমিত তাঁর টুইটার অ্যাকাউন্টে সংশ্লিষ্ট যে পোস্টটি করেছেন, তাতে বাংলায় লেখা হয়েছে, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চোরের সরকার ৷ তাঁর হাতে ভোট পরবর্তী হিংসার রক্ত লেগে আছে ৷ বহু মহিলার সম্ভ্রমহানির অভিশাপ রয়েছে ৷ মমতাদেবীর দূষিত হাতের দান (প্রতি ক্লাবে 60 হাজার) মা দুর্গা গ্রহণ করবেন কি ? আসুরিক শক্তি বিনাশকারী মা দুর্গা মুখ্যমন্ত্রীর অর্ঘ্য ফিরিয়ে দেবেন নিশ্চিত ৷"
আরও পড়ুন: পার্থ-কাণ্ডে মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলল বিজেপি, বাংলাদেশ যোগ পাচ্ছেন দিলীপ
উল্লেখ্য, এর আগেও দুর্গাপুজোয় ক্লাবগুলিকে অনুদান দিয়েছে রাজ্য সরকার ৷ গত বছর সেই অনুদানের পরিমাণ ছিল ক্লাব প্রতি 50 হাজার টাকা ৷ এবছর তা আরও 10 হাজার টাকা বাড়ানো হয়েছে ৷ সেইসঙ্গে, পুজোর মণ্ডপে ব্যবহৃত বিদ্যুতের বিলেও বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে ৷ এদিকে, বকেয়া ডিএ নিয়ে আবারও কাঠগড়ায় তোলা হচ্ছে রাজ্যকে ৷ উপরন্তু, মমতা বন্দ্যোপাধ্য়ায় নিজে বহুবার দাবি করেছেন, টাকার অভাবে উন্নয়নের কাজ ঠিক মতো করা যাচ্ছে না ৷ কেন্দ্রের বিরুদ্ধেও বকেয়া টাকা না মেটানোর অভিযোগ তোলা হয়েছে ৷ যার জেরে 100 দিনের কাজের মতো একাধিক জনকল্যাণমুখী প্রকল্প চালাতে সমস্যা হচ্ছে বলে রাজ্য়ের তরফে দাবি করা হয়েছে ৷
-
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চোরের সরকার। তাঁর হাতে ভোট পরবর্তী হিংসার রক্ত লেগে আছে। বহু মহিলার সম্ভ্রমহানির অভিশাপ রয়েছে। মমতাদেবীর দূষিত হাতের দান( প্রতি ক্লাবে ৬০ হাজার) মা দুর্গা গ্রহণ করবেন কি? আসুরিক শক্তি বিনাশকারী মা দুর্গা মুখ্যমন্ত্রীর অর্ঘ্য ফিরিয়ে দেবেন নিশ্চিত।
— Amit Malviya (@amitmalviya) August 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চোরের সরকার। তাঁর হাতে ভোট পরবর্তী হিংসার রক্ত লেগে আছে। বহু মহিলার সম্ভ্রমহানির অভিশাপ রয়েছে। মমতাদেবীর দূষিত হাতের দান( প্রতি ক্লাবে ৬০ হাজার) মা দুর্গা গ্রহণ করবেন কি? আসুরিক শক্তি বিনাশকারী মা দুর্গা মুখ্যমন্ত্রীর অর্ঘ্য ফিরিয়ে দেবেন নিশ্চিত।
— Amit Malviya (@amitmalviya) August 26, 2022মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চোরের সরকার। তাঁর হাতে ভোট পরবর্তী হিংসার রক্ত লেগে আছে। বহু মহিলার সম্ভ্রমহানির অভিশাপ রয়েছে। মমতাদেবীর দূষিত হাতের দান( প্রতি ক্লাবে ৬০ হাজার) মা দুর্গা গ্রহণ করবেন কি? আসুরিক শক্তি বিনাশকারী মা দুর্গা মুখ্যমন্ত্রীর অর্ঘ্য ফিরিয়ে দেবেন নিশ্চিত।
— Amit Malviya (@amitmalviya) August 26, 2022
এই প্রেক্ষাপটে ক্লাবগুলিকে 60 হাজার অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সরকারকে সমালোচনার মুখে পড়তে হয়েছে ৷ এমনকী, এ নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলাও (PIL) রুজু করা হয়েছে ৷ প্রসঙ্গত, এবছর 3 হাজারের কিছু বেশি ক্লাবকে 60 হাজার টাকা করে অনুদান দেওয়া হবে ৷ অর্থাৎ, অনুদানবাবদ রাজ্যের খরচ হবে অন্তত 18 কোটি টাকা ৷
প্রসঙ্গত, এর আগেও বহুবার অমিত নানা ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করেছেন ৷ রাজ্য়ের শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) এবং গরুপাচার কাণ্ড (West Bengal Cattle Smuggling Case) নিয়েও সম্প্রতি টুইটারে সরব হয়েছেন অমিত ৷