ETV Bharat / city

মমতাকে নিয়ে মন্তব্যের পরই দল থেকে বহিষ্কৃত শুভেন্দু-ঘনিষ্ঠ কণিষ্ক

author img

By

Published : Dec 13, 2020, 2:22 PM IST

Updated : Dec 13, 2020, 2:49 PM IST

24 ঘণ্টা আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাবেন বলেছিলেন ৷ এরপরই আজ তাঁকে বহিষ্কার করল তৃণমূল ৷

ছবি
ছবি

কলকাতা ও কাঁথি, 13 ডিসেম্বর : দল বিরোধী মন্তব্যের জন্য বহিষ্কৃত হলেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস নেতা কণিষ্ক পণ্ডা । তাঁকে বহিষ্কারের কথা জানালেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।

আরও পড়ুন : "মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাব মমতাকে", বিস্ফোরক শুভেন্দু-ঘনিষ্ঠ তৃণমূল নেতা

শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত কণিষ্ক পণ্ডা। তাই তিনিও যে দলবদল করতে পারেন এমনই জল্পনা চলছে রাজনৈতিক মহলে ৷ কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীর প্রাণ সংশয় হতে পারে বলে মুখ খুলেছিলেন তিনি। সেই বিষয় নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের দ্বারস্থ হতে চেয়েছিলেন বলে জানা গিয়েছে ৷ এরপর গতকাল দলনেত্রীর উদ্দেশে মন্তব্য করেন "ত্যাগ শিখতে হলে আরএসএস-এর কাছে শিখুন ৷" পাশাপাশি, মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতাকে সরাবেন বলেও মন্তব্য করেন শুভেন্দু-ঘনিষ্ঠ এই নেতা ৷

একাধিকবার দলের বিরুদ্ধে মুখ খুলে তৃণমূল নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছেন কণিষ্ক । এরপর শুভেন্দু-ঘনিষ্ঠ এই নেতার দল বিরোধী কার্যক্রমকে নিয়ে ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব । তাই এবার কড়া পদক্ষেপ নিল দল। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি জানান, কণিষ্ক পণ্ডাকে বহিষ্কার করা হয়েছে । যদিও,কণিষ্কের এই বহিষ্কারকে শুভেন্দু কীভাবে দেখবেন সেটা নিয়েও শুরু হয়ে গিয়েছে চর্চা। রাজনৈতিক মহল মনে করছে, এই নেতাকে বহিষ্কার করে কার্যত শুভেন্দুকেই-বার্তা দিল তৃণমূল ৷

কলকাতা ও কাঁথি, 13 ডিসেম্বর : দল বিরোধী মন্তব্যের জন্য বহিষ্কৃত হলেন পূর্ব মেদিনীপুরের তৃণমূল কংগ্রেস নেতা কণিষ্ক পণ্ডা । তাঁকে বহিষ্কারের কথা জানালেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি।

আরও পড়ুন : "মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাব মমতাকে", বিস্ফোরক শুভেন্দু-ঘনিষ্ঠ তৃণমূল নেতা

শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলেই পরিচিত কণিষ্ক পণ্ডা। তাই তিনিও যে দলবদল করতে পারেন এমনই জল্পনা চলছে রাজনৈতিক মহলে ৷ কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীর প্রাণ সংশয় হতে পারে বলে মুখ খুলেছিলেন তিনি। সেই বিষয় নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের দ্বারস্থ হতে চেয়েছিলেন বলে জানা গিয়েছে ৷ এরপর গতকাল দলনেত্রীর উদ্দেশে মন্তব্য করেন "ত্যাগ শিখতে হলে আরএসএস-এর কাছে শিখুন ৷" পাশাপাশি, মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতাকে সরাবেন বলেও মন্তব্য করেন শুভেন্দু-ঘনিষ্ঠ এই নেতা ৷

একাধিকবার দলের বিরুদ্ধে মুখ খুলে তৃণমূল নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছেন কণিষ্ক । এরপর শুভেন্দু-ঘনিষ্ঠ এই নেতার দল বিরোধী কার্যক্রমকে নিয়ে ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব । তাই এবার কড়া পদক্ষেপ নিল দল। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি জানান, কণিষ্ক পণ্ডাকে বহিষ্কার করা হয়েছে । যদিও,কণিষ্কের এই বহিষ্কারকে শুভেন্দু কীভাবে দেখবেন সেটা নিয়েও শুরু হয়ে গিয়েছে চর্চা। রাজনৈতিক মহল মনে করছে, এই নেতাকে বহিষ্কার করে কার্যত শুভেন্দুকেই-বার্তা দিল তৃণমূল ৷

Last Updated : Dec 13, 2020, 2:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.