কলকাতা , 7 এপিল : কোরোনার প্রকোপে জেরবার বিশ্ব ৷ কোরোনার আঁচড় থেকে বাদ পড়েনি বাঘও ৷ নিউয়র্কের চিড়িয়াখানায় একটি বাঘ কোরোনা পজিটিভ ৷ ঘটনার পর থেকেই আরও বেশি সচেতন হয়েছে রাজ্যের বনদপ্তর থেকে বিভিন্ন চিড়িয়াখানাগুলির কর্তৃপক্ষরা৷ ইতিমধ্যেই বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় আলিপুর চিড়িয়াখানায় সারপ্রাইজ ভিজিট করে যান ৷ গতকাল তিনি পুনরায় পরিদর্শন করলেন আলিপুর চিড়িয়াখানা । এই দিন তিনি চিড়িয়াখানার ডিরেক্টর আশিস কুমার সামন্তের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন বিষয়ে বৈঠক করেন ৷ পাশাপশি নির্দেশ দেন চিড়িয়াখানা কর্তৃপক্ষকে আরও বেশি সাবধানতা অবলম্বন করতে । পশুপাখিদের স্বাস্থ্যের উপর বিশেষ নজর রাখার নির্দেশও দেন তিনি ৷
আলিপুর চিড়িয়াখানা পরিদর্শন করতে এসে বনমন্ত্রী রাজীব বন্দোপাধ্যায় জানান ," নিউইর্য়কের ঘটনাটা দুর্ভাগ্যজনক ৷ এতও তাড়াতাড়ি কোরোনা সংক্রমিত হচ্ছে জেনেও অ্যামেরিকার মতো দেশ কেন ব্যবস্থা নিল না সেটা প্রশ্ন ৷ " রাজীব বাবু রাজ্যের বনদপ্তর এবং চিড়িয়াখানাগুলির তৎপরতা সম্বন্ধে জানান যে ", 6 ফেব্রুয়ারি থেকে আলিপুর চিড়িয়াখানা নোবেল কোরোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে । চিড়িয়াখানাকে বিপদমুক্ত করতে 17 ই মার্চ থেকে জনসাধারণের জন্য চিড়িয়াখানা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে । " আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ কর্তৃক নেওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক ব্যবস্থা নিয়ে তিনি বলেন , " কোনও ভাইরাসের সংক্রমণ হচ্ছে এই খবর পাওয়ার পর থেকেই পশুপাখিদের পাশাপাশি চিড়িয়াখানায় কর্মরত কর্মীদের পরিষ্কার পরিচ্ছন্নতার উপরেও নজর রাখা হয় ৷ " বর্তমানে কোরোনা মোকাবিলের জন্য 6 ফেব্রুয়ারি থেকে কর্মীদেরকে কিছু নির্দেশ দোওয়া হয়েছে ৷ এই বিষয়ে তিনি বলেন, চিড়িয়াখানায় আসার পর আমরা কর্মীদের সাবান দিয়ে হাত ধোয়াই ৷ কাজের পর স্যানিটাইজার ব্যবহার করতে বলি ৷ মুখে মাক্স ও হাতে গ্লাভস পরা এবং সম্পূর্ণ পোশাক বদলে ফেলে তবেই পশুদের কাছে যেতে হবে সেটাও জানিয়ে দিয়েছি । পশুদের কে খাওয়ানো বা অন্য কোন কাজে যেতে হলেও কর্মীদের নিরাপদ দূরত্ব বজায় রাখে চলার নির্দেশও দেওয়া আছে । শুধু তাই নয় পোশাক বদল গ্লাভস মাক্স ও স্যানিটেশন বাধ্যতামূলক করা হয়েছে ৷ কর্মীরা পশুদের খাঁচার ভেতরে প্রবেশ করার আগে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে পা পরিষ্কার করে তারপর প্রবেশ করতে বলা হচ্ছে । সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে জীবাণুনাশক তৈরি করে পশুদের খাঁচাগুলিও নিয়মিত পরিষ্কার করা হয় । খাঁচার বাইরে যে অংশগুলি রয়েছে সেগুলিকে নিয়মিত পরিষ্কার করে ব্লিচিং পাউডার দেওয়া হয়" ।