ETV Bharat / city

Babul Supriyo : বিধানসভায় প্রথম বক্তৃতা শেষে অধ্যক্ষ-বিধায়কদের গানের আবদার মেটালেন বাবুল - বিধানসভায় প্রথম বক্তৃতা শেষে অধ্যক্ষ বিধায়কদের গানের আবদার মেটালেন বাবুল

বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় (Ballygunge MLA Babul Supriyo) ৷ চলতি অধিবেশনে প্রথমবার বিধানসভায় আসছেন ৷ বৃহস্পতিবার প্রথম বক্তৃতা করলেন ৷ বক্তৃতা শেষ হওয়ার পর তিনি গানও শোনান (AITC MLA Babul Supriyo Sang Rabindra Sangeet during Bengal Assembly Session) ৷

aitc-mla-babul-supriyo-sang-rabindra-sangeet-during-bengal-assembly-session
Babul Supriyo : বিধানসভায় প্রথম বক্তৃতা শেষে অধ্যক্ষ-বিধায়কদের গানের আবদার মেটালেন বাবুল
author img

By

Published : Jun 16, 2022, 9:29 PM IST

কলকাতা, 16 জুন : বিধায়ক হিসেবে বাদল অধিবেশনেই বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়র (Ballygunge MLA Babul Supriyo) প্রথম বিধানসভায় আসছেন । আর প্রথম ভাষণেই রবীন্দ্র সঙ্গীতের সুরে নজর কাড়লেন এই তৃণমূল (Trinamool Congress) বিধায়ক ।

বৃহস্পতিবার কৃষি বিশ্ববিদ্যালয় বিলের বক্তার তালিকা নাম ছিল বাবুলের । অতীতে লোকসভার অধিবেশনে মন্ত্রী তথা সাংসদ হিসাবে বক্তব্য রাখার অভিজ্ঞতা থাকলেও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) তিনি আনকোরা । তবে প্রথম দিনের বক্তৃতায় তেমন কোনও আড়ষ্টতা চোখে পড়েনি ।

বরং বক্তব্য রাখতে গিয়ে কৃষিক্ষেত্রে রাজ্যের সাফল্য, কৃষিকর্মন পুরস্কার, স্কচ অ্যাওয়ার্ড জয়ের বিষয়টি উঠে আসে তাঁর বক্তব্যে । এদিন তিনি যখন বিধানসভায় বক্তব্য রাখছেন, তখন বিজেপি বিধায়কেরা 'জয় শ্রীরাম' ধ্বনি দিতে শুরু করেন ।

আর বিজেপি বিধায়কদের এই কাজকর্ম দেখে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালিগঞ্জের বিধায়ক কটাক্ষের সুরে বলেন, ‘‘আমার বলা নিয়ে বিরোধীরাও এত উত্‍সাহিত, দেখে ভালো লাগছে ।’’ এখানেই শেষ নয় প্রথম বক্তব্যেই বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বাবুল সুপ্রিয় । বলেন, ‘‘বিরোধিতা করা ভালো, কিন্তু সেই বিরোধিতা রাস্তার বাইরে চলে গেলে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয় ।’’

এদিন বাবুলের জন্য নির্ধারিত সময় ছিল ১২ মিনিট । বক্তব্যের শেষে তৃণমূলের বিধায়করা বলেন, ‘‘একটা গান হোক ।’’ বাবুল হেসে ওঠেন। প্রাথমিকভাবে প্রসঙ্গ এড়িয়ে বাবুল বলতে শুরু করেন । কিন্তু এরপরে তাঁর বক্তব্য শেষ হতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Bengal Assembly Speaker Biman Banerjee) বলেন, ‘‘আজ হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন, একটা গান শুনতে চাই আপনার কাছে । শুধু আমি নই, সবাই চাইছে ।’’

এবার গান ধরেন বাবুল । রবীন্দ্র সঙ্গীত । বিধানসভায় গাইলেন 'আমার মন বলে চাই চাই গো..' । তখন শাসক থেকে বিরোধী সবার মধ্যেই একটা মুগ্ধতার সুর । গায়ক বিধায়কের অন্তত রাজ্য বিধানসভার সফর শুরু মন্দ হল না ।

আরও পড়ুন : Mamata Banerjee : রাষ্ট্রপতি ভোটকে সামনে রেখে বিরোধীদের একজোট করতে কি সফল মমতা ?

কলকাতা, 16 জুন : বিধায়ক হিসেবে বাদল অধিবেশনেই বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়র (Ballygunge MLA Babul Supriyo) প্রথম বিধানসভায় আসছেন । আর প্রথম ভাষণেই রবীন্দ্র সঙ্গীতের সুরে নজর কাড়লেন এই তৃণমূল (Trinamool Congress) বিধায়ক ।

বৃহস্পতিবার কৃষি বিশ্ববিদ্যালয় বিলের বক্তার তালিকা নাম ছিল বাবুলের । অতীতে লোকসভার অধিবেশনে মন্ত্রী তথা সাংসদ হিসাবে বক্তব্য রাখার অভিজ্ঞতা থাকলেও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) তিনি আনকোরা । তবে প্রথম দিনের বক্তৃতায় তেমন কোনও আড়ষ্টতা চোখে পড়েনি ।

বরং বক্তব্য রাখতে গিয়ে কৃষিক্ষেত্রে রাজ্যের সাফল্য, কৃষিকর্মন পুরস্কার, স্কচ অ্যাওয়ার্ড জয়ের বিষয়টি উঠে আসে তাঁর বক্তব্যে । এদিন তিনি যখন বিধানসভায় বক্তব্য রাখছেন, তখন বিজেপি বিধায়কেরা 'জয় শ্রীরাম' ধ্বনি দিতে শুরু করেন ।

আর বিজেপি বিধায়কদের এই কাজকর্ম দেখে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালিগঞ্জের বিধায়ক কটাক্ষের সুরে বলেন, ‘‘আমার বলা নিয়ে বিরোধীরাও এত উত্‍সাহিত, দেখে ভালো লাগছে ।’’ এখানেই শেষ নয় প্রথম বক্তব্যেই বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন বাবুল সুপ্রিয় । বলেন, ‘‘বিরোধিতা করা ভালো, কিন্তু সেই বিরোধিতা রাস্তার বাইরে চলে গেলে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয় ।’’

এদিন বাবুলের জন্য নির্ধারিত সময় ছিল ১২ মিনিট । বক্তব্যের শেষে তৃণমূলের বিধায়করা বলেন, ‘‘একটা গান হোক ।’’ বাবুল হেসে ওঠেন। প্রাথমিকভাবে প্রসঙ্গ এড়িয়ে বাবুল বলতে শুরু করেন । কিন্তু এরপরে তাঁর বক্তব্য শেষ হতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Bengal Assembly Speaker Biman Banerjee) বলেন, ‘‘আজ হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন, একটা গান শুনতে চাই আপনার কাছে । শুধু আমি নই, সবাই চাইছে ।’’

এবার গান ধরেন বাবুল । রবীন্দ্র সঙ্গীত । বিধানসভায় গাইলেন 'আমার মন বলে চাই চাই গো..' । তখন শাসক থেকে বিরোধী সবার মধ্যেই একটা মুগ্ধতার সুর । গায়ক বিধায়কের অন্তত রাজ্য বিধানসভার সফর শুরু মন্দ হল না ।

আরও পড়ুন : Mamata Banerjee : রাষ্ট্রপতি ভোটকে সামনে রেখে বিরোধীদের একজোট করতে কি সফল মমতা ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.