ETV Bharat / city

বিজেপির ভার্চুয়াল বৈঠকে মমতা ব্যানার্জি ! লিঙ্ক ফাঁস নিয়ে তদন্তের নির্দেশ দিলীপের - BJP news today

বুধবার শুরু হয় বিজেপির একটি ভার্চুয়াল প্রশিক্ষণ শিবির ৷ সেখানেই দু’টি আইডিতে ‘মমতা ব্যানার্জি’ ও ‘জয় বাংলা’ লেখা ছিল ৷ যা থেকে মিটিং লিঙ্ক ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ৷

after-fake-mamata-banerjee-id-use-in-vertual-meeting-bjp-started-investigation
বিজেপির ভার্চুয়াল বৈঠকে মমতা ব্যানার্জি ! লিঙ্ক ফাঁস নিয়ে তদন্তের নির্দেশ দিলীপের
author img

By

Published : Jun 24, 2021, 6:02 PM IST

কলকাতা, 24 জুন : গেরুয়া শিবিরের গোপন বৈঠক ৷ তাও ভার্চুয়াল মাধ্যমে ৷ আর সেই বৈঠক নিয়ে হইচই পড়ে গেল রাজ্য রাজনীতিতে ৷ তার কারণ, বৈঠকে এমন কেউ উপস্থিত ছিলেন, যাঁর আইডিতে লেখা মমতা ব্যানার্জি ৷ ফলে ভার্চুয়াল ওই মিটিংয়ে যোগদানের লিঙ্ক ফাঁস হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে ৷

মমতা ব্যানার্জির নামে আইডি
মমতা ব্যানার্জির নামে আইডি

আর এই নিয়েই বিজেপির অন্দরে শুরু হয়েছে চাপানউতোর ৷ প্রশ্ন উঠছে যে এটা কী ভাবে সম্ভব ? এর দায় কার ? বিজেপির আইটি সেলের ? এই ঘটনার পর এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলীয়স্তরে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : নন্দীগ্রাম মামলা অন্য বেঞ্চে সরানোর আবেদনের রায়দান স্থগিত হাইকোর্টের

ঠিক কী হয়েছে ? বিজেপি সূত্রে খবর , বুধবার থেকে রাজ্য বিজেপির পদাধিকারীদের নিয়ে শুরু হয়েছে ভার্চুয়াল প্রশিক্ষণ শিবির । করোনা পরিস্থিতির জন্য এই শিবির ভার্চুয়ালি হচ্ছে । হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলছিল সেই শিবির । আচমকাই দেখা যায়, আলোচনায় এমন কেউ রয়েছেন, যাঁর আইডিতে লেখা মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একটি আইডিতে আবার জয় বাংলা লেখা ছিল বলে জানা গিয়েছে ৷

জয় বাংলা নামে আইডি
জয় বাংলা নামে আইডি

গেরুয়া শিবিরের ওই সূত্র জানাচ্ছে যে যাঁদের নিয়ে বৈঠক হচ্ছিল, তাঁদের মধ্যে কারও নাম মমতা বন্দ্যোপাধ্য়ায় নয় ৷ আর বিজেপির স্লোগান জয় বাংলা নয়, তাই কোনও কার্যকর্তা নিজের আইডিতে জয় বাংলা লিখে রাখবেন না ৷ সেখান থেকেই সন্দেহ দানা বাঁধে যে ভুয়ো আইডি ব্যবহার করে দলের বাইরের কেউ ওই বৈঠকে যোগ দিয়েছেন ৷ দলের পরিকল্পনা জেনে নেওয়াই উদ্দেশ্য ৷ তাই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় বিজেপির এই ভার্চুয়াল প্রশিক্ষণ শিবির ।

আরও পড়ুন : শরীরে ‘বিজেপি ভাইরাস’, স্যানিটাইজ করিয়ে তৃণমূলে ফেরানো হল 150 জনকে

কিন্তু এই ঘটনায় প্রবল অস্বস্তিতে বিজেপি । প্রশ্ন উঠছে যে অন্তর্ঘাত রয়েছে কি এর পিছনে ? নাকি প্রযুক্তিগত ত্রুটি ? জানতে শুরু হয়েছে দলীয় তদন্ত ।

কলকাতা, 24 জুন : গেরুয়া শিবিরের গোপন বৈঠক ৷ তাও ভার্চুয়াল মাধ্যমে ৷ আর সেই বৈঠক নিয়ে হইচই পড়ে গেল রাজ্য রাজনীতিতে ৷ তার কারণ, বৈঠকে এমন কেউ উপস্থিত ছিলেন, যাঁর আইডিতে লেখা মমতা ব্যানার্জি ৷ ফলে ভার্চুয়াল ওই মিটিংয়ে যোগদানের লিঙ্ক ফাঁস হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে ৷

মমতা ব্যানার্জির নামে আইডি
মমতা ব্যানার্জির নামে আইডি

আর এই নিয়েই বিজেপির অন্দরে শুরু হয়েছে চাপানউতোর ৷ প্রশ্ন উঠছে যে এটা কী ভাবে সম্ভব ? এর দায় কার ? বিজেপির আইটি সেলের ? এই ঘটনার পর এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলীয়স্তরে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : নন্দীগ্রাম মামলা অন্য বেঞ্চে সরানোর আবেদনের রায়দান স্থগিত হাইকোর্টের

ঠিক কী হয়েছে ? বিজেপি সূত্রে খবর , বুধবার থেকে রাজ্য বিজেপির পদাধিকারীদের নিয়ে শুরু হয়েছে ভার্চুয়াল প্রশিক্ষণ শিবির । করোনা পরিস্থিতির জন্য এই শিবির ভার্চুয়ালি হচ্ছে । হোয়াটসঅ্যাপের মাধ্যমে চলছিল সেই শিবির । আচমকাই দেখা যায়, আলোচনায় এমন কেউ রয়েছেন, যাঁর আইডিতে লেখা মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একটি আইডিতে আবার জয় বাংলা লেখা ছিল বলে জানা গিয়েছে ৷

জয় বাংলা নামে আইডি
জয় বাংলা নামে আইডি

গেরুয়া শিবিরের ওই সূত্র জানাচ্ছে যে যাঁদের নিয়ে বৈঠক হচ্ছিল, তাঁদের মধ্যে কারও নাম মমতা বন্দ্যোপাধ্য়ায় নয় ৷ আর বিজেপির স্লোগান জয় বাংলা নয়, তাই কোনও কার্যকর্তা নিজের আইডিতে জয় বাংলা লিখে রাখবেন না ৷ সেখান থেকেই সন্দেহ দানা বাঁধে যে ভুয়ো আইডি ব্যবহার করে দলের বাইরের কেউ ওই বৈঠকে যোগ দিয়েছেন ৷ দলের পরিকল্পনা জেনে নেওয়াই উদ্দেশ্য ৷ তাই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় বিজেপির এই ভার্চুয়াল প্রশিক্ষণ শিবির ।

আরও পড়ুন : শরীরে ‘বিজেপি ভাইরাস’, স্যানিটাইজ করিয়ে তৃণমূলে ফেরানো হল 150 জনকে

কিন্তু এই ঘটনায় প্রবল অস্বস্তিতে বিজেপি । প্রশ্ন উঠছে যে অন্তর্ঘাত রয়েছে কি এর পিছনে ? নাকি প্রযুক্তিগত ত্রুটি ? জানতে শুরু হয়েছে দলীয় তদন্ত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.