ETV Bharat / city

নারী সুরক্ষায় বন্ধু অ্যাপ, প্রচারে শর্ট ফিল্ম

বন্ধুর প্রচারে এবার স্বল্প দৈর্ঘ্যের ছবি, দেখানো হবে শহরের সিনেমা হলে ৷

short-film-about-app-bandhu
"বন্ধু"র প্রচারে
author img

By

Published : Jan 28, 2020, 3:01 PM IST

কলকাতা, 28 জানুয়ারি: নারী সুরক্ষায় কলকাতা পুলিশ এনেছে বন্ধু অ্য়াপ ৷ এই অ্যাপের প্রচারে তৈরি স্বল্প দৈর্ঘ্যের ছবি, দেখানো হবে শহরের মাল্টিপ্লেক্সগুলিতে ৷ আসলে বিপদে যে বন্ধু আছে তা জানতেন না অনেকেই ৷ শহরের পুলিশ কমিশনার নির্দেশে বন্ধুর ব্যাপক প্রচার উদ্যোগ নেওয়া হয় । জরুরি পরিষেবা অ্যাপটির সম্পর্কে যাতে শহরবাসী জানতে পারে তার জন্য অ্যাপটি কার্যকারিতা বিস্তারিত জানিয়ে এবার একটি শর্ট ফিল্ম তৈরি করা হল । যা দেখানো হবে শহরের সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলিতে।

"বন্ধু"র প্রচারে কলকাতা পুলিশের স্বল্পদৈর্ঘ্যের ছবি
বন্ধু অ্যাপ বিপদে মহিলাদের প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারে ৷ এতে রয়েছে 'প্যানিক অ্যালার্ম বাটন' । দ্রুত খবর পৌঁছবে পুলিশ কন্ট্রোল রুমে ৷ গুগল ম্যাপের মাধ্যমে মহিলার অবস্থান জানা যাবে, সেইমতো হাজির হবেন উদ্ধারকারীরা ৷ পাশাপাশি স্বয়ংক্রিয় পদ্ধতিতে সাহায্য চাওয়া মহিলার দুই পরিচিতের কাছেও পৌঁছবে তথ্য ৷
নারী সুরক্ষার কথা মাথায় রেখা দিন কয়েক আগে "তেজস্বিনী" ট্রেনিং দেয় কলকাতা পুলিশ । অন্যদিকে বন্ধু অ্যাপটিকে এমনভাবে বানানো হয়, যাতে বিপদগ্রস্তের আঙুলের ছোঁয়ায় খবর পৌঁছে যায় পুলিশের কাছে। যদিও পড়ুয়া থেকে চাকুরে, শহরের মহিলাদের এমন জরুরি পরিষেবা সম্পর্কে ধারণা ছিল না । পরবর্তীতে বন্ধু অ্যাপের ব্যাপক প্রচারের নির্দেশ দেন কলকাতার নগরপাল অনুজ শর্মা। সেই সূত্রে প্রচারে এবার শর্টফিল্ম ৷

কলকাতা, 28 জানুয়ারি: নারী সুরক্ষায় কলকাতা পুলিশ এনেছে বন্ধু অ্য়াপ ৷ এই অ্যাপের প্রচারে তৈরি স্বল্প দৈর্ঘ্যের ছবি, দেখানো হবে শহরের মাল্টিপ্লেক্সগুলিতে ৷ আসলে বিপদে যে বন্ধু আছে তা জানতেন না অনেকেই ৷ শহরের পুলিশ কমিশনার নির্দেশে বন্ধুর ব্যাপক প্রচার উদ্যোগ নেওয়া হয় । জরুরি পরিষেবা অ্যাপটির সম্পর্কে যাতে শহরবাসী জানতে পারে তার জন্য অ্যাপটি কার্যকারিতা বিস্তারিত জানিয়ে এবার একটি শর্ট ফিল্ম তৈরি করা হল । যা দেখানো হবে শহরের সিনেমা হল ও মাল্টিপ্লেক্সগুলিতে।

"বন্ধু"র প্রচারে কলকাতা পুলিশের স্বল্পদৈর্ঘ্যের ছবি
বন্ধু অ্যাপ বিপদে মহিলাদের প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারে ৷ এতে রয়েছে 'প্যানিক অ্যালার্ম বাটন' । দ্রুত খবর পৌঁছবে পুলিশ কন্ট্রোল রুমে ৷ গুগল ম্যাপের মাধ্যমে মহিলার অবস্থান জানা যাবে, সেইমতো হাজির হবেন উদ্ধারকারীরা ৷ পাশাপাশি স্বয়ংক্রিয় পদ্ধতিতে সাহায্য চাওয়া মহিলার দুই পরিচিতের কাছেও পৌঁছবে তথ্য ৷
নারী সুরক্ষার কথা মাথায় রেখা দিন কয়েক আগে "তেজস্বিনী" ট্রেনিং দেয় কলকাতা পুলিশ । অন্যদিকে বন্ধু অ্যাপটিকে এমনভাবে বানানো হয়, যাতে বিপদগ্রস্তের আঙুলের ছোঁয়ায় খবর পৌঁছে যায় পুলিশের কাছে। যদিও পড়ুয়া থেকে চাকুরে, শহরের মহিলাদের এমন জরুরি পরিষেবা সম্পর্কে ধারণা ছিল না । পরবর্তীতে বন্ধু অ্যাপের ব্যাপক প্রচারের নির্দেশ দেন কলকাতার নগরপাল অনুজ শর্মা। সেই সূত্রে প্রচারে এবার শর্টফিল্ম ৷
Intro:কলকাতা, 28 জানুয়ারি: ইটিভি ভারতের খবরের পর নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ কমিশনার নির্দেশ দেন বন্ধু অ্যাপের ব্যাপক প্রচারের। পরিকল্পনা নেওয়া হয় একটি শর্টফিল্ম তৈরীর। যেটি শহরের সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সগুলোতে দেখানো হবে। ঠিক হয় সেই ফিল্মে বলা হবে "বন্ধু" অ্যাপ কিভাবে মহিলাদের বন্ধু হয়ে উঠতে পারে। পাশাপাশি কিভাবে অ্যাপে থাকা প্যানিক এলার্ম কাজ করবে সেটিও বোঝানো হবে। ইটিভি ভারতে আগেই প্রকাশিত হয়েছিল সেই খবর। স্বল্প দৈর্ঘ্যের সেই ছবি তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে প্রচার। এবার সিনেমা হল গুলিতেও বিরতির সময় ওই ছবি পাঠানোর প্রস্তুতি চলছে বলে লালবাজার সূত্রের খবর।



Body:এ "বন্ধু"বড় কাছের। এ “বন্ধু" বিপদের। এই “বন্ধু" কলকাতা পুলিশের নতুন অ্যাপ। নতুন রূপে তার উদ্বোধন করেন কলকাতার নগরপাল অনুজ শর্মা। কলকাতা শহরের নারী সুরক্ষায় এই অ্যাপ ভীষণভাবে কার্যকরী হবে বলে বিশ্বাস পুলিশের।

রাস্তাঘাটে আক্রমণ কিংবা ইভটিজিংয়ের শিকার হতে হয় মহিলাদের। অনেক সময় অসহায়ের মত সহ্য করতে হয় সেসব। আবার অনেক সময় শিকার হতে হয় হেনস্থার। পথে-ঘাটে চামে বাসে অবাঞ্ছিত স্পর্শ বা অশালীন উৎপাতের লক্ষ্য কখনো কখনো হতে হয় মহিলাদের। শারীরিকভাবে হেনস্থা বা উত্ত্যক্ত করার সুযোগ কখনো কখনো খোঁজে বিকৃতরুচির কেউ কেউ। আর সেদিকে নজর রেখেই দিন কয়েক আগে তেজস্বিনীর ট্রেনিং দেয় পুলিশ। লক্ষ্যটা পরিষ্কার। অসহায়ের মত সহ্য করা নয়। নারীশক্তি শিখুক আত্মরক্ষার কৌশল। তেমন পরিস্থিতিতে পাল্টা দিক উত্ত্যক্তকারীদের। পাশাপাশি নারী সুরক্ষায় কলকাতা পুলিশ চাইছিল আরও জোরদার পদক্ষেপ। যেকোনো মুহূর্তে মহিলাদের বিপদে পাশে দাঁড়াতে চাইছে কলকাতা পুলিশ। আর তাই বন্ধু অ্যাপকে এমনভাবে বানানো হয়েছে, যাতে বিপদগ্রস্ত নারী আঙ্গুলের একটাচেই খবর পৌঁছে যায় কলকাতা পুলিশের কন্ট্রোল রুমে।



Conclusion:কিন্তু বাস্তব অভিজ্ঞতা বলছে, পড়ুয়া থেকে চাকুরে, শহরের যুবতীদের মধ্যে এই অ্যাপ নিয়ে খুব একটা ধারণা নেই। ইটিভি ভারতকে কেউ কেউ বলেছেন, “ শুনেছি এমন একটা তৈরি হয়েছে। কিন্তু সেটি মোবাইলে ডাউনলোড করা হয়নি।" আর বেশিরভাগ যুবতীর কথায়, “ এমন কিছু হয়েছে বলে জানা নেই।" এই যেমন টালিগঞ্জের পামেলা সরকার। বছর 35 এর যুবতী বললেন, “ আমাদের সুরক্ষা নিজের কাছে। নারীদের সুরক্ষা নিয়ে চিন্তার অবকাশ থাকলেও তার জন্য অফিস থেকে বাড়িতে তো বসে থাকতে পারবো না। রাত তিনটা পর্যন্ত অফিস থাকলেও তা করতে হবে। কলকাতা পুলিশ এমন কোন অ্যাপ এনেছে বলে আমার জানা নেই।" কারণ হিসেবে উঠে এসেছিল কলকাতা পুলিশের এই অ্যাপটি নিয়ে প্রচারের অভাবের কথা। বিষয়টি তুলে ধরে ইটিভি ভারত। সেই সূত্র ধরেই এবার বন্ধু অ্যাপের ব্যাপক প্রচারের নির্দেশ দেন পুলিশ কমিশনার। ব্যাপক প্রচারের পর এই অ্যাপ কতখানি সারা ফেলে সেটাই এখন দেখার।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.