কলকাতা, 25 ডিসেম্বর : বড়দিনে বাড়তি মেট্রো পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো ৷ 12 টি অতিরিক্ত মেট্রো চলবে আজ শহরে ৷ সকাল 8টা থেকে মেট্রো পরিষেবা শুরু হয়েছে । দমদম ও কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে শেষ মেট্রো রাত 9টা 55 মিনিটের বদলে ছাড়বে রাত 11টা 10 মিনিটে ।
আজ ছুটির দিন ৷ বড়দিনের উৎসবে মেতে উঠেছে শহর তিলোত্তমা ৷ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আজ 118টি আপ ও 118টি ডাউন (ট্রিপ) পরিষেবা চালানো হচ্ছে । অন্যান্য দিনের তুলনায় বাড়তি 12 টি ট্রিপ চলবে বলে জানানো হয়েছে মেট্রো রেলের তরফে ।
আজ বিকেল 4টে থেকে রাত 9টার মধ্যে যাত্রীদের বেশি ভিড় আশা করছে মেট্রো কর্তৃপক্ষ ৷ ওই সময়কে বলা হচ্ছে পিক টাইম ।সেই সময়ে 6 মিনিট অন্তর আপ ও ডাউন লাইনে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল । এর মধ্যে নোয়াপাড়া থেকে দমদম সেকশনে 50টি আপ ও 49টি ডাউন পরিষেবা দেওয়া হবে ।