ETV Bharat / city

Dev Infected with COVID : কোভিড আক্রান্ত দেব-রুক্মিণী - কোভিড আক্রান্ত দেব

কোভিড আক্রান্ত অভিনেতা সাংসদ দেব (Dev Infected with Coronavirus) ৷ নিজেই জানালেন টুইট করে ৷ জানা গিয়েছে, তাঁর বান্ধবী রুক্মিণী মৈত্রও করোনায় আক্রান্ত হয়েছেন ৷

Dev Infected with COVID
করোনায় আক্রান্ত হলেন দেব রুক্মিণী
author img

By

Published : Jan 5, 2022, 9:12 PM IST

Updated : Jan 5, 2022, 9:38 PM IST

কলকাতা, 5 জানুয়ারি : কোভিড আক্রান্ত অভিনেতা সাংসদ দেব (Dev Infected with Coronavirus) ৷ অভিনেতা নিজেই জানিয়েছেন তাঁর টুইটার অ্যাকাউন্টে ৷ দেবের পাশাপাশি তাঁর বান্ধবী রুক্মিণীও কোভিডে আক্রান্ত হয়েছেন ৷ তিনিও টুইটে জানিয়েছেন তা ৷ ক'দিন আগেই ক্রিস্টমাস পার্টিতে কেক কাটিং পর্বে মেতে উঠতে দেখা যায় তাঁদের । আর বছরের শুরুতেই ভাইরাসে আক্রান্ত দু'জনে । এদিন সকালেই দেব-রুক্মিণীর করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ায় তা নস্যাৎ করেন দেব । কিন্তু শেষমেশ আক্রান্ত হলেন দু'জনেই।

টুইটে দেব লেখেন, "উদ্বেগের জন্য ধন্যবাদ... টেস্ট রিপোর্ট পেয়েছি, হ্যাঁ আমি প্রায় কোনও লক্ষ্মণ ছাড়াই কোভিড পজিটিভ ৷ এই মুহূর্তে হোম আইসোলেশনে রয়েছি ৷"

  • Thanku for the Concern ..

    Got the results
    Yes I am Positive with almost No Symptoms

    Right now in a Home Isolation 🙏🏻

    — Dev (@idevadhikari) January 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রুক্মিণী তাঁর টুইটার হ্যান্ডেলে নিজের করোনা সংক্রমণের খবর জানিয়ে লেখেন, তিনি পারিবারিক চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন ৷ হোম আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী ৷পাশাপাশি সবাইকে মাস্ক ব্যবহারের অনুরোধও জানিয়েছেন ৷

এদিন সকালেই দেবের কোভিড আক্রান্ত হওয়ার ভুয়ো খবর ছড়ায় ৷ সকালেই অভিনেতা টুইটে জানান যে, সকাল পর্যন্ত কোভিড আক্রান্ত হওয়ার কোনও খবর ছিল না ৷ তবে তিনি তাঁর আরটি-পিসিআর টেস্ট করিয়েছেন ৷ রিপোর্ট পেলে তবে জানা যাবে,তিনি কোভিড আক্রান্ত কিনা ৷ এদিকে দিন দুই আগে রুক্মিণী টুইটে জানান, তাঁর জ্বরে হয়েছে ৷ আরটি-পিসিআর রিপোর্টে কোভিড নেগেটিভ এসেছে ৷ তারপরই বুধবার রাতে জানা গেল, দেব-রুক্মিণী দু'জনেই কোভিড পজিটিভ ৷

আরও পড়ুন : Mimi Chakaraborty Tests Covid Positive : এবার করোনার কবলে মিমি, রয়েছেন নিভৃতবাসে

কলকাতা, 5 জানুয়ারি : কোভিড আক্রান্ত অভিনেতা সাংসদ দেব (Dev Infected with Coronavirus) ৷ অভিনেতা নিজেই জানিয়েছেন তাঁর টুইটার অ্যাকাউন্টে ৷ দেবের পাশাপাশি তাঁর বান্ধবী রুক্মিণীও কোভিডে আক্রান্ত হয়েছেন ৷ তিনিও টুইটে জানিয়েছেন তা ৷ ক'দিন আগেই ক্রিস্টমাস পার্টিতে কেক কাটিং পর্বে মেতে উঠতে দেখা যায় তাঁদের । আর বছরের শুরুতেই ভাইরাসে আক্রান্ত দু'জনে । এদিন সকালেই দেব-রুক্মিণীর করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ায় তা নস্যাৎ করেন দেব । কিন্তু শেষমেশ আক্রান্ত হলেন দু'জনেই।

টুইটে দেব লেখেন, "উদ্বেগের জন্য ধন্যবাদ... টেস্ট রিপোর্ট পেয়েছি, হ্যাঁ আমি প্রায় কোনও লক্ষ্মণ ছাড়াই কোভিড পজিটিভ ৷ এই মুহূর্তে হোম আইসোলেশনে রয়েছি ৷"

  • Thanku for the Concern ..

    Got the results
    Yes I am Positive with almost No Symptoms

    Right now in a Home Isolation 🙏🏻

    — Dev (@idevadhikari) January 5, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রুক্মিণী তাঁর টুইটার হ্যান্ডেলে নিজের করোনা সংক্রমণের খবর জানিয়ে লেখেন, তিনি পারিবারিক চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন ৷ হোম আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী ৷পাশাপাশি সবাইকে মাস্ক ব্যবহারের অনুরোধও জানিয়েছেন ৷

এদিন সকালেই দেবের কোভিড আক্রান্ত হওয়ার ভুয়ো খবর ছড়ায় ৷ সকালেই অভিনেতা টুইটে জানান যে, সকাল পর্যন্ত কোভিড আক্রান্ত হওয়ার কোনও খবর ছিল না ৷ তবে তিনি তাঁর আরটি-পিসিআর টেস্ট করিয়েছেন ৷ রিপোর্ট পেলে তবে জানা যাবে,তিনি কোভিড আক্রান্ত কিনা ৷ এদিকে দিন দুই আগে রুক্মিণী টুইটে জানান, তাঁর জ্বরে হয়েছে ৷ আরটি-পিসিআর রিপোর্টে কোভিড নেগেটিভ এসেছে ৷ তারপরই বুধবার রাতে জানা গেল, দেব-রুক্মিণী দু'জনেই কোভিড পজিটিভ ৷

আরও পড়ুন : Mimi Chakaraborty Tests Covid Positive : এবার করোনার কবলে মিমি, রয়েছেন নিভৃতবাসে

Last Updated : Jan 5, 2022, 9:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.