দমদম, 22 জানুয়ারি : শুক্রবার দমদম সংলগ্ন এলাকায় চলন্ত ট্রেনে যুবতীর শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করল দমদম জিআরপি ৷ যুবতীর করা ফেসবুক লাইভ এবং প্ল্যাটফর্মের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে (Accused in running train molestation incident arrested by Dum Dum GRP) ৷ দমদম জিআরপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ডাউন শান্তিপুর-শিয়ালদ লোকালে ট্যাটু শিল্পীর সঙ্গে অভব্যতা করা ব্যক্তির নাম সঞ্জয় সাউ ৷ খড়দার বাসিন্দা সঞ্জয় কাশীপুরে খালাসির কাজ করেন ৷
যুবতীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দমদম জিআরপি সঙ্গে কথাবার্তা শুরু করেছিল শিয়ালদহ জিআরপি। দমদম প্ল্যাটফর্ম এবং দমদম থেকে শিয়ালদা স্টেশনের যাবতীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিতকরণের চেষ্টা চালাচ্ছিলেন তদন্তকারী আধিকারিকরা। অবশেষে সফল তারা ৷
যুবতী ফেসবুক লাইভের ভিডিও এক্ষেত্রে অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে ৷ শুক্রবার রাতের দিকে ডাউন শান্তিপুর-শিয়ালদা লোকালে ফিরছিলেন ওই যুবতী। ট্রেনটি দমদম স্টেশনে থামলে তিনি খানিকক্ষণের জন্য ট্রেন থেকে নেমে আবার উঠে পড়েন। অভিযোগ, সেই সময়ে আচমকাই এক ব্যক্তি তাঁর দিকে তেড়ে আসে। তাঁর গায়ে হাত দেয় এবং মোবাইলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
আরও পড়ুন : Molestation in running train : দমদমে চলন্ত ট্রেনে অভব্যতার শিকার, দমে না গিয়ে ফেসবুক লাইভ যুবতীর
অবস্থা বেগতিক দেখে অভিযোগকারিণী ফেসবুক লাইভ শুরু করেন। সে সময় অভিযুক্ত তাঁকে অশালীন কথাবার্তা বলা শুরু করেন বলে জানিয়েছেন যুবতী ৷ ঘটনার সময় ট্রেনের কামরা ফাঁকা ছিল বলে জানিয়েছেন তিনি।