কলকাতা, 5 জানুয়ারি : খাগড়াগড় বিস্ফোরণে অন্যতম অভিযুক্তের হাতে আক্রান্ত জেল আধিকারিক ৷ ঘটনাটি ঘটেছে প্রেসিডেন্সি সংশোধনাগারে ৷ ওয়ার্ডেন অমল কর্মকারকে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল মসিউদ্দিন মিঞা ওরফে মুসার উপরে ৷ জখম ওয়ার্ডেনকে SSKM হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷
এই প্রথম নয় । 2017 সালেও মুসা এক জেল আধিকারিকের গলায় ছুরি জাতীয় ধারালো জিনিস বসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল । একটি চামচকে ছুরির মত বানিয়ে ফেলেছিল খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্ত মুসা । সেটা অবশ্য ঘটেছিল আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ।
খাগড়াগড় বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত লাভপুরের ওই যুবক 2017 সালে বর্ধমান স্টেশন থেকে ধরা পড়ে । তদন্তে জানা গেছিল, মুসা-এর IS যোগের কথা । খাগড়াগড় বিস্ফোরণের আগে তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল JMB সদস্য আমজাদ আলি শেখ ওরফে কাজলের ।