ETV Bharat / city

ওয়ার্ডেনের মাথা ফাটানোর অভিযোগ খাগড়াগড়কাণ্ডে ধৃত মুসার বিরুদ্ধে

জেলের ওয়ার্ডেনের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল খাগড়াগড় বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত মুসার বিরুদ্ধে ৷ এর আগেও জেল আধিকারিকের গলায় ছুরি জাতীয় ধারালো জিনিস বসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সে ।

Presidency Jail
ফাইল ছবি
author img

By

Published : Jan 5, 2020, 9:28 AM IST

কলকাতা, 5 জানুয়ারি : খাগড়াগড় বিস্ফোরণে অন্যতম অভিযুক্তের হাতে আক্রান্ত জেল আধিকারিক ৷ ঘটনাটি ঘটেছে প্রেসিডেন্সি সংশোধনাগারে ৷ ওয়ার্ডেন অমল কর্মকারকে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল মসিউদ্দিন মিঞা ওরফে মুসার উপরে ৷ জখম ওয়ার্ডেনকে SSKM হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷

এই প্রথম নয় । 2017 সালেও মুসা এক জেল আধিকারিকের গলায় ছুরি জাতীয় ধারালো জিনিস বসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল । একটি চামচকে ছুরির মত বানিয়ে ফেলেছিল খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্ত মুসা । সেটা অবশ্য ঘটেছিল আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ।

খাগড়াগড় বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত লাভপুরের ওই যুবক 2017 সালে বর্ধমান স্টেশন থেকে ধরা পড়ে । তদন্তে জানা গেছিল, মুসা-এর IS যোগের কথা । খাগড়াগড় বিস্ফোরণের আগে তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল JMB সদস্য আমজাদ আলি শেখ ওরফে কাজলের ।

কলকাতা, 5 জানুয়ারি : খাগড়াগড় বিস্ফোরণে অন্যতম অভিযুক্তের হাতে আক্রান্ত জেল আধিকারিক ৷ ঘটনাটি ঘটেছে প্রেসিডেন্সি সংশোধনাগারে ৷ ওয়ার্ডেন অমল কর্মকারকে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল মসিউদ্দিন মিঞা ওরফে মুসার উপরে ৷ জখম ওয়ার্ডেনকে SSKM হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷

এই প্রথম নয় । 2017 সালেও মুসা এক জেল আধিকারিকের গলায় ছুরি জাতীয় ধারালো জিনিস বসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল । একটি চামচকে ছুরির মত বানিয়ে ফেলেছিল খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্ত মুসা । সেটা অবশ্য ঘটেছিল আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ।

খাগড়াগড় বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত লাভপুরের ওই যুবক 2017 সালে বর্ধমান স্টেশন থেকে ধরা পড়ে । তদন্তে জানা গেছিল, মুসা-এর IS যোগের কথা । খাগড়াগড় বিস্ফোরণের আগে তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল JMB সদস্য আমজাদ আলি শেখ ওরফে কাজলের ।

Intro:কলকাতা, 5 জানুয়ারি: আবারও জেল আধিকারিককে আক্রমণ জামাত জঙ্গি মসিউদ্দিন মিঞা ওরফে মুসার। ঘটনা আজ দুপুরের। ওই জঙ্গির বিরুদ্ধে জেলয় ওয়ার্ডেন অমল কর্মকারকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। তাকে এসএসকেএম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রেসিডেন্সি জেলে। মুসাকে নিয়ে চিন্তিত কারা বিভাগ।



Body:এই ঘটনা প্রথম নয়। 2017 সালে সে এক জেল আধিকারিকের গলায় ছুরি জাতীয় জিনিস বসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। একটি চামচকে ছুরির মত বানিয়ে ফেলেছিল ওই জঙ্গি। সেটা দিয়েই আক্রমণ চালায়। সেটা অবশ্য আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ঘটনা ছিল।


Conclusion:এই জঙ্গি খাগড়াগড় বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত। 2017 সালে বর্ধমান স্টেশনে ধরা পড়ে লাভপুরের ওই যুবক। মুসা মূলত আইএস ভাবধারার। যারা পড়ে নব্য জামাত হিসেবে পরিচিত হয়। কিন্তু খাগড়াগড় বিস্ফোরণের আগে তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল জেএমবি সদস্য আমজাদ আলী শেখ ওরফে কাজলের। কখনো সেভাবে নব্য জামাত তৈরি হয়নি। কাজলের মূল কাজ ছিল হালকা করে বিস্ফোরক তৈরির জন্য রাসায়নিক সরবরাহ করা। এনআইএর হাতে গ্রেপ্তার হয়েছিল সেই কাজল।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.