ETV Bharat / city

Abhishek on By Poll Results : বিদ্বেষ-মুক্ত ভারত গড়ার পথ দেখাল আসানসোল-বালিগঞ্জ, টুইট অভিষেকের - TMC Chairperson Mamata Banerjee

শনিবার প্রকাশিত হল আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফল (Asansol-Ballygunge Bye Election Results) ৷ দু’টিতেই জিতল তৃণমূল ৷ তাই দুই এলাকার ভোটারদের ধন্যবাদ জানিয়ে টুইট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC National General Secretary Abhishek Banerjee) ৷

abhishek says by poll results is against hate mongers and oppressor
Abhishek on By Poll Results : বিদ্বেষ-মুক্ত ভারত গড়ার পথ দেখাল আসানসোল-বালিগঞ্জ, টুইট অভিষেকের
author img

By

Published : Apr 16, 2022, 4:55 PM IST

কলকাতা, 16 এপ্রিল : আসানসোল ও বালিগঞ্জ উপনির্বাচনে জিতলেন তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী (TMC wins in Asansol and Ballygunge Bye Elections) ৷ জয়ের পর ভোটারদের জন্য আরও ভাল কাজ করার আশ্বাস দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC National General Secretary Abhishek Banerjee) ৷ পাশাপাশি তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধেও (Abhishek Slams BJP After By Poll Win) ৷

টুইটারে অভিষেক লিখেছেন, ‘‘বিদ্বেষী ও দমনমূলক আচরণকারী মুক্ত ভারত তৈরির পথে আরও একধাপ এগিয়ে দেওয়ার জন্য আসানসোল ও বালিগঞ্জকে ধন্যবাদ ৷’’ পাশাপাশি তিনি জানিয়েছেন যে, ওই দুই কেন্দ্রের মানুষের থেকে যে ভালবাসা তৃণমূল পেয়েছে, তা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি ৷ মানুষকে ভাল রাখাই তৃণমূল কংগ্রেসের একমাত্র লক্ষ্য বলেই তিনি জানিয়েছেন ৷

  • Thank you ASANSOL & BALLYGUNGE for taking a step towards an INDIA that is free from the hate-mongers and the oppressors!

    With your blessings and love, we promise to deliver. Your well-being has always been our PRIORITY and it's only going to get better from here. pic.twitter.com/YAx7sZFfA8

    — Abhishek Banerjee (@abhishekaitc) April 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, গত মঙ্গলবার আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন হয় ৷ আসানসোলে তৃণমূলের প্রার্থী ছিলেন শত্রুঘ্ন সিনহা (TMCs Shatrughan Sinha) ৷ বালিগঞ্জে তৃণমূলের প্রার্থী ছিলেন বাবুল সুপ্রিয় (TMCs Babul Supriyo) ৷ শনিবার ওই দুই আসনের ফল প্রকাশিত হল ৷ দুই আসনেই জিতেছে তৃণমূল ৷

বালিগঞ্জ তৃণমূলেরই আসন ছিল ৷ 2006 সাল থেকে এই আসনে জিতছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Chairperson Mamata Banerjee) দল ৷ তবে আসানসোলে এই প্রথম জিতল তৃণমূল ৷

আরও পড়ুন : Babul Supriyo on his win : ‘পোয়েটিক জাস্টিস’, আসানসোল-বালিগঞ্জে জয়ে উচ্ছ্বসিত বাবুুল

কলকাতা, 16 এপ্রিল : আসানসোল ও বালিগঞ্জ উপনির্বাচনে জিতলেন তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী (TMC wins in Asansol and Ballygunge Bye Elections) ৷ জয়ের পর ভোটারদের জন্য আরও ভাল কাজ করার আশ্বাস দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC National General Secretary Abhishek Banerjee) ৷ পাশাপাশি তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধেও (Abhishek Slams BJP After By Poll Win) ৷

টুইটারে অভিষেক লিখেছেন, ‘‘বিদ্বেষী ও দমনমূলক আচরণকারী মুক্ত ভারত তৈরির পথে আরও একধাপ এগিয়ে দেওয়ার জন্য আসানসোল ও বালিগঞ্জকে ধন্যবাদ ৷’’ পাশাপাশি তিনি জানিয়েছেন যে, ওই দুই কেন্দ্রের মানুষের থেকে যে ভালবাসা তৃণমূল পেয়েছে, তা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি ৷ মানুষকে ভাল রাখাই তৃণমূল কংগ্রেসের একমাত্র লক্ষ্য বলেই তিনি জানিয়েছেন ৷

  • Thank you ASANSOL & BALLYGUNGE for taking a step towards an INDIA that is free from the hate-mongers and the oppressors!

    With your blessings and love, we promise to deliver. Your well-being has always been our PRIORITY and it's only going to get better from here. pic.twitter.com/YAx7sZFfA8

    — Abhishek Banerjee (@abhishekaitc) April 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রসঙ্গত, গত মঙ্গলবার আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন হয় ৷ আসানসোলে তৃণমূলের প্রার্থী ছিলেন শত্রুঘ্ন সিনহা (TMCs Shatrughan Sinha) ৷ বালিগঞ্জে তৃণমূলের প্রার্থী ছিলেন বাবুল সুপ্রিয় (TMCs Babul Supriyo) ৷ শনিবার ওই দুই আসনের ফল প্রকাশিত হল ৷ দুই আসনেই জিতেছে তৃণমূল ৷

বালিগঞ্জ তৃণমূলেরই আসন ছিল ৷ 2006 সাল থেকে এই আসনে জিতছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (TMC Chairperson Mamata Banerjee) দল ৷ তবে আসানসোলে এই প্রথম জিতল তৃণমূল ৷

আরও পড়ুন : Babul Supriyo on his win : ‘পোয়েটিক জাস্টিস’, আসানসোল-বালিগঞ্জে জয়ে উচ্ছ্বসিত বাবুুল

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.