কলকাতা, 15 জানুয়ারি : করোনার কারণে রাজ্যের চার পৌরনিগমের ভোট (Municipal Election 2022) পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষিত হতেই মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ ভোট পিছনোর জন্য টুইটারে কলকাতা হাইকোর্ট এবং রাজ্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানালেন তিনি (Abhishek Banerjee thanks Calcutta High Court and State Election Commission for postponing first phase of municipal election 2022) ৷ যা নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে চর্চা ৷ কারণ, ক’দিন আগেই অভিষেক বলেছিলেন, ‘‘করোনাকে বাগে আনতে আগামী দু’মাস সবকিছু বন্ধ রাখা দরকার ৷’’ যদিও এটি তাঁর ব্যক্তিগত মত বলে জানিয়েছিলেন তিনি ৷ বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয় ৷ এমনকি তৃণমূলের অন্দরেও শোরগোল পড়ে যায় ৷
আরও পড়ুন : Bengal Civic Poll 2022 : পৌরভোট পিছনোর সিদ্ধান্ত নিতে হবে কমিশনকেই, মন্তব্য দিলীপের
এদিনের টুইটে অভিষেক লিখেছেন, ‘‘আগামী তিন সপ্তাহের মধ্যেই আমাদের সংক্রমণের হার 3 শতাংশের নীচে নামিয়ে আনতে হবে ৷ এর জন্য আমাদের সঙ্গবদ্ধভাবে কাজ করতে হবে ৷ এই মুহূর্তে কোভিডের বিরুদ্ধে লড়াই করাটাই সবথেকে জরুরি !’’ এখন প্রশ্ন হল, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে হু হু করে বাড়ছে কোভিডের সংক্রমণ (Covid surge in West Bengal) ৷ দৈনিক সংক্রমণের হার 30 শতাংশেরও বেশি ৷ তাহলে কোন যাদুতে সেই হার 3 শতাংশের নীচে নামানো হবে ? তবে কি আবারও একটি লকডাউনের মুখে পড়তে চলেছে রাজ্য ?
প্রসঙ্গত, ওমিক্রনের (Omicron Variant) আগমনের পর থেকেই সংক্রমণ নিয়ে গোটা দেশের মানুষকে সতর্ক করে চলেছেন বিশেষজ্ঞরা ৷ তাঁদের হিসাবে বলছে, কোভিড ভাইরাসের এই ভ্যারিয়্য়ান্টের প্রকোপে সংক্রমণের হার ও সংখ্যা আগের সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে ৷ কিন্তু, তারপরও আমরা সচেতন হইনি ৷ সবথেকে বড় বিষয় হল, এই পরিস্থিতিতেও গঙ্গাসাগর মেলা এবং পৌরভোট করানোর বিষয়ে কার্যত একগুঁয়েমি দেখিয়েছে রাজ্য ৷ সরকারের সুরে সুর মিলিয়েছে রাজ্য নির্বাচন কমিশনও ৷ দু’টি ক্ষেত্রেই হাইকোর্টে জনস্বার্থ মামলা রুজু হলেও আদালতের তরফেও কোনও কঠোর সিদ্ধান্ত নিতে দেখা যায়নি ৷ যা নিয়ে হতাশা শোনা গিয়েছে চিকিৎসক মহল থেকে শুরু করে রাজনীতিকদের একটা বড় অংশের গলায় ৷
আরও পড়ুন : Abhishek Banerjee on Covid : কমিশনের উল্টোপথে হেঁটে ভোট পিছনোর পক্ষে সওয়াল অভিষেকের
-
I wholeheartedly thank Hon'ble High Court & SEC for postponing polls by 3 weeks in the state.
— Abhishek Banerjee (@abhishekaitc) January 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Let us work UNITEDLY to ensure that the positivity rate in Bengal is BROUGHT DOWN to LESS THAN 3% IN THE NEXT 3 WEEKS. The need of the hour is to strengthen the fight against #COVID !
">I wholeheartedly thank Hon'ble High Court & SEC for postponing polls by 3 weeks in the state.
— Abhishek Banerjee (@abhishekaitc) January 15, 2022
Let us work UNITEDLY to ensure that the positivity rate in Bengal is BROUGHT DOWN to LESS THAN 3% IN THE NEXT 3 WEEKS. The need of the hour is to strengthen the fight against #COVID !I wholeheartedly thank Hon'ble High Court & SEC for postponing polls by 3 weeks in the state.
— Abhishek Banerjee (@abhishekaitc) January 15, 2022
Let us work UNITEDLY to ensure that the positivity rate in Bengal is BROUGHT DOWN to LESS THAN 3% IN THE NEXT 3 WEEKS. The need of the hour is to strengthen the fight against #COVID !
এই আবহে হঠাৎই করোনার সংক্রমণ ঠেকানোর বিষয়ে নিজের ‘ব্যক্তিগত মতামত’ সামনে আনেন অভিষেক ! যা নিয়ে তৃণমূলের অন্দরেই কাজিয়া শুরু হয়ে যায় ! এদিকে সূত্রের দাবি, খুব শীঘ্রই রাজ্যের শাসকদলে পদন্নোতি ঘটতে চলেছে অভিষেকের ৷ এমন একটা প্রেক্ষাপটে রাজ্যকে ভোট পিছনোর বিষয় নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করতে বলে হাইকোর্ট ৷ তাতে সাড়া দিয়েই তিন সপ্তাহের জন্য প্রথম দফার পৌরভোট পিছনোর পক্ষে মত দেয় সরকার ৷ সঙ্গে সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়, আগামী 22 জানুয়ারি চার পৌরনিগমে যে ভোট হওয়ার কথা ছিল, তা হবে আগামী 12 ফেব্রুয়ারি ৷
এখানে লক্ষ্যণীয় বিষয় হল, প্রবল সমালোচনার মধ্যেও তৃণমূলের নেতা, মন্ত্রীরা যখন দলের অবস্থানের সঙ্গে সুর মিলিয়ে ভোট করানোর পক্ষে একের পর এক যুক্তি খাড়া করছিলেন, ঠিক তখনই অভিষেকের একেবারে ভিন্ন ধরনের ‘ব্যক্তিগত মত’ প্রকাশ করেন এবং তারপরই ঘটনাক্রম আমূল বদলে যায় ৷ এখন দেখার অভিষেকের ‘ব্যক্তিগত’ চিন্তাভাবনার মতো রাজ্যের সরকারও দু’মাসের জন্য ‘সবকিছু বন্ধ’ রাখার কথা ভাবছে কি না !