ETV Bharat / city

Abhishek calls meeting over Meghalaya: তৃণমূলের সংগঠন বিস্তারের স্বপ্নে কাঁটা মেঘালয় ? জরুরি বৈঠকের ডাক অভিষেকের - অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের সংগঠন বিস্তারের স্বপ্নে কি ধাক্কা দেবে মেঘালয় (Meghalaya TMC)? পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek calls meeting over Meghalaya)৷

Abhishek Banerjee calls urgent meeting to save Meghalaya TMC
তৃণমূলের সংগঠন বিস্তারের স্বপ্নে কাঁটা মেঘালয় ? জরুরি বৈঠকের ডাক অভিষেকের
author img

By

Published : May 13, 2022, 4:28 PM IST

কলকাতা, 13 মে: 10 রাজ্যে দলকে বিস্তারের স্বপ্ন দেখছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek calls meeting over Meghalaya)। বিশেষ করে তাঁর লক্ষ্য, ত্রিপুরা ও মেঘালয়কে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তে দলের শাখা-প্রশাখা বিস্তার । কিন্তু সেখানেই এখন আশঙ্কার কালো মেঘ (Meghalaya TMC)।

সূত্রের খবর, মেঘালয় তৃণমূল সভাপতি চার্লস পিংরোপ ও বিধানসভার বিরোধী দলনেতা মুকুল সাংমাকে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় এসে দেখা করতে বলা হয়েছে । কারণ প্রসঙ্গে জানা গিয়েছে, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানকারী বিধায়কদের মধ্যে পাঁচজন মেঘালয়ের দল ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে যোগাযোগে রয়েছেন । ফলে যে মেঘালয়কে সামনে রেখে অন্য রাজ্যে সংগঠন সম্প্রসারণের স্বপ্ন দেখছে তৃণমূল, তা যাতে ব্যাহত না হয় সেই বিষয় নিয়ে শুরু হয়েছে তৎপরতা ।

গত 30 নভেম্বর সাংবাদিক সম্মেলন করে চার্লস পিংরোপ ও মুকুল সাংমাদের মেঘালয় সংগঠন বিস্তারের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল । সে ক্ষেত্রে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল মানসরঞ্জন ভুঁইয়াকে । কিন্তু এ ক্ষেত্রে ভাঙন ঠেকাতে তিনিও ব্যর্থ । আর সে কারণেই অভিষেক নিজে গোটা বিষয়টি দেখছেন ।

আরও পড়ুন: Abhishek Banerjee in Guwahati : সিএএ প্রশ্নে অমিত শাহের দ্বিচারিতা নিয়ে সরব অভিষেক

প্রসঙ্গত এই মুহূর্তে 11 জন বিধায়ক নিয়ে মেঘালয়ে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস । আর তাই যে কোনও ভাঙন প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূলকে বড় ধাক্কা দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল । সবচেয়ে বড় কথা, একের পর এক রাজ্যে সংগঠন শুরু করেও পরবর্তীতে দেখা গিয়েছে দলের নেতারা তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন । তাঁদের দলে ধরে রাখা যায়নি । শুধু অন্য দল থেকে তৃণমূলে যোগদান করা নয়, তাঁদের ধরে রাখাও একটা গুরুত্বপূর্ণ বিষয় ৷ সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সফল বলা যাবে যখন এই বিধায়ক ও প্রাক্তন মুখ্যমন্ত্রীদের তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে । এখন দেখার শেষ পর্যন্ত কলকাতায় নেতাদের নিয়ে এসে মেঘালয় তৃণমূলের ভাঙন আদৌ রোখা যায় কি না (Abhishek Banerjee calls urgent meeting to save Meghalaya TMC )।

কলকাতা, 13 মে: 10 রাজ্যে দলকে বিস্তারের স্বপ্ন দেখছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek calls meeting over Meghalaya)। বিশেষ করে তাঁর লক্ষ্য, ত্রিপুরা ও মেঘালয়কে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তে দলের শাখা-প্রশাখা বিস্তার । কিন্তু সেখানেই এখন আশঙ্কার কালো মেঘ (Meghalaya TMC)।

সূত্রের খবর, মেঘালয় তৃণমূল সভাপতি চার্লস পিংরোপ ও বিধানসভার বিরোধী দলনেতা মুকুল সাংমাকে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় এসে দেখা করতে বলা হয়েছে । কারণ প্রসঙ্গে জানা গিয়েছে, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদানকারী বিধায়কদের মধ্যে পাঁচজন মেঘালয়ের দল ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে যোগাযোগে রয়েছেন । ফলে যে মেঘালয়কে সামনে রেখে অন্য রাজ্যে সংগঠন সম্প্রসারণের স্বপ্ন দেখছে তৃণমূল, তা যাতে ব্যাহত না হয় সেই বিষয় নিয়ে শুরু হয়েছে তৎপরতা ।

গত 30 নভেম্বর সাংবাদিক সম্মেলন করে চার্লস পিংরোপ ও মুকুল সাংমাদের মেঘালয় সংগঠন বিস্তারের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল । সে ক্ষেত্রে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল মানসরঞ্জন ভুঁইয়াকে । কিন্তু এ ক্ষেত্রে ভাঙন ঠেকাতে তিনিও ব্যর্থ । আর সে কারণেই অভিষেক নিজে গোটা বিষয়টি দেখছেন ।

আরও পড়ুন: Abhishek Banerjee in Guwahati : সিএএ প্রশ্নে অমিত শাহের দ্বিচারিতা নিয়ে সরব অভিষেক

প্রসঙ্গত এই মুহূর্তে 11 জন বিধায়ক নিয়ে মেঘালয়ে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস । আর তাই যে কোনও ভাঙন প্রধান বিরোধী দল হিসেবে তৃণমূলকে বড় ধাক্কা দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল । সবচেয়ে বড় কথা, একের পর এক রাজ্যে সংগঠন শুরু করেও পরবর্তীতে দেখা গিয়েছে দলের নেতারা তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন । তাঁদের দলে ধরে রাখা যায়নি । শুধু অন্য দল থেকে তৃণমূলে যোগদান করা নয়, তাঁদের ধরে রাখাও একটা গুরুত্বপূর্ণ বিষয় ৷ সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সফল বলা যাবে যখন এই বিধায়ক ও প্রাক্তন মুখ্যমন্ত্রীদের তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে । এখন দেখার শেষ পর্যন্ত কলকাতায় নেতাদের নিয়ে এসে মেঘালয় তৃণমূলের ভাঙন আদৌ রোখা যায় কি না (Abhishek Banerjee calls urgent meeting to save Meghalaya TMC )।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.