ETV Bharat / city

TMC Delhi : মমতার সফরের আগে লক্ষ্মীবারে সুখেন্দুশেখরের দিল্লির বাড়িতে অভিষেক-মুকুল-যশবন্ত - মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী 26 জুলাই দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । প্রায় দু'বছর পর রাজধানী মুখো হচ্ছেন তিনি । মমতার দিল্লি সফরের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, যশবন্ত সিনহাদের একত্রিত হওয়া তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ।

s
s
author img

By

Published : Jul 21, 2021, 9:14 PM IST

কলকাতা, 21 জুলাই: আগেই ঠিক ছিল লক্ষ্মীবার দিল্লি যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, অভিষেকের সঙ্গী হতে পারেন মুকুল রায়। বৃহস্পতিবার দিল্লিতে তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায়ের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুকুল রায়, যশবন্ত সিনহা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় । দিল্লির এই মধ্যাহ্নভোজ এখন প্রবল আলোচনায় ।

আগামী 26 জুলাই দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । প্রায় দু'বছর পর রাজধানী মুখো হচ্ছেন তিনি । মমতার দিল্লি সফরের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, যশবন্ত সিনহাদের একত্রিত হওয়া তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল । বুধবারই একুশের মঞ্চ থেকে বিজেপি বিরোধী দলগুলিকে একজোট হওয়ার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো । রাখঢাক না করে লোকসভা ভোট নিয়ে তাঁর মনোভাব স্পষ্ট করেছেন ৷ তাঁর বক্তব্য, লোকসভা ভোট তিন বছর পরে হলেও জোট প্রক্রিয়া এখন থেকে শুরু করতে হবে ৷ যাতে মোদি বিরোধী আন্দোলন ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয় । তৃণমূল সূত্রে খবর, এমত গরম হাওয়ায় বিরোধীদের এক ছাতার তলায় আনার দায়িত্ব পড়েছে তিন শীর্ষ তৃণমূল নেতা অভিষেক-মুকল-যশবন্তের । আর সেই কারণেই লক্ষ্মীবারে সুখেন্দুশেখরের বাড়ির মধ্যাহ্নভোজ জাতীয় রাজনীতির বিশেষ নজরে ।

আরও পড়ুন: TMC Delhi : মোদির লজ্জা লাগে না, প্রশ্ন তুললেন মমতা

জানা গিয়েছে, বৃহস্পতিবারের বৈঠকে আলোচনা হবে সমসাময়িক রাজনীতিতে যুবশক্তিকে কিভাবে ব্যবহার করা হবে তা নিয়ে, কিভাবে বিভিন্ন ইস্যুগুলিকে তুলে ধরা হবে, এবং তৃণমূলকে জাতীয় স্তরে কিভাবে শক্তিশালী করা হবে, কথা হবে তা নিয়েও ৷

কলকাতা, 21 জুলাই: আগেই ঠিক ছিল লক্ষ্মীবার দিল্লি যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, অভিষেকের সঙ্গী হতে পারেন মুকুল রায়। বৃহস্পতিবার দিল্লিতে তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায়ের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুকুল রায়, যশবন্ত সিনহা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় । দিল্লির এই মধ্যাহ্নভোজ এখন প্রবল আলোচনায় ।

আগামী 26 জুলাই দিল্লি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । প্রায় দু'বছর পর রাজধানী মুখো হচ্ছেন তিনি । মমতার দিল্লি সফরের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, যশবন্ত সিনহাদের একত্রিত হওয়া তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল । বুধবারই একুশের মঞ্চ থেকে বিজেপি বিরোধী দলগুলিকে একজোট হওয়ার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো । রাখঢাক না করে লোকসভা ভোট নিয়ে তাঁর মনোভাব স্পষ্ট করেছেন ৷ তাঁর বক্তব্য, লোকসভা ভোট তিন বছর পরে হলেও জোট প্রক্রিয়া এখন থেকে শুরু করতে হবে ৷ যাতে মোদি বিরোধী আন্দোলন ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয় । তৃণমূল সূত্রে খবর, এমত গরম হাওয়ায় বিরোধীদের এক ছাতার তলায় আনার দায়িত্ব পড়েছে তিন শীর্ষ তৃণমূল নেতা অভিষেক-মুকল-যশবন্তের । আর সেই কারণেই লক্ষ্মীবারে সুখেন্দুশেখরের বাড়ির মধ্যাহ্নভোজ জাতীয় রাজনীতির বিশেষ নজরে ।

আরও পড়ুন: TMC Delhi : মোদির লজ্জা লাগে না, প্রশ্ন তুললেন মমতা

জানা গিয়েছে, বৃহস্পতিবারের বৈঠকে আলোচনা হবে সমসাময়িক রাজনীতিতে যুবশক্তিকে কিভাবে ব্যবহার করা হবে তা নিয়ে, কিভাবে বিভিন্ন ইস্যুগুলিকে তুলে ধরা হবে, এবং তৃণমূলকে জাতীয় স্তরে কিভাবে শক্তিশালী করা হবে, কথা হবে তা নিয়েও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.