ETV Bharat / city

Mallik Bazar Hospital Patient Falls Down: ব্যর্থ দমকল, মল্লিক বাজারে হাসপাতালের আটতলা থেকে নিচে পড়ে গেলেন রোগী - Mallikbazar Neuro Hospital Patient Fell Down

মল্লিক বাজারে একটি বেসরকারি হাসপাতালের 8 তলার কার্নিশ থেকে পড়ে গেলেন রোগী ৷ জানা গিয়েছে, তিনি মানসিক ভারসাম্যহীন (Patient of Mallik Bazar Neuro Hospital Fell Down)। শনিবার সকাল 11টা নাগাদ ওই রোগীকে বিপজ্জনক অবস্থায় দেখা যায় (A Patient Goes Down in Cornice) । কীভাবে ওই রোগী কার্নিশে নামলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে ।

a-patient-goes-down-in-cornice-of-institute-of-neuroscience-hospital-in-mallikbazar
মল্লিক বাজারে হাসপাতালের কার্নিশে রোগী
author img

By

Published : Jun 25, 2022, 12:25 PM IST

Updated : Jun 25, 2022, 5:27 PM IST

কলকাতা, 25 জুন: ব্যর্থ প্রচেষ্টা ৷ প্রায় দু’ঘণ্টা চেষ্টার পরেও কার্নিশ থেকে নামানো গেল না রোগীকে । মল্লিক বাজারে একটি বেসরকারি হাসপাতালের আটতলার কার্নিশ থেকে নিচে পড়ে গেলেন মানসিক ভারসাম্যহীন রোগী (Patient of Mallikbazar Neuro Hospital Fell Down) ৷ তাঁকে নামাতে গেলে ঝাঁপ দেওয়ার ভয় দেখায় তিনি ৷ এর কিছুক্ষণ পরে কার্নিশ ধরে ঝুলে পড়েন সুজিত অধিকারী ৷ এরপর শরীরের ভার রাখতে না পেরে নিচে পড়ে যান তিনি ৷ সেই সময় বেশ কয়েকবার কংক্রিটের দেওয়ালে আঘাত লাগে তাঁর শরীরে ৷ এর জেরে তাঁর মাথায় চোট লেগেছে বলে জানা গিয়েছে ৷ এই মুহূর্তে অতিসঙ্কটজনক অবস্থায় ওই হাসপাতালেই ভর্তি রয়েছেন সুজিত অধিকারী ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তাঁর জ্ঞান ফেরেনি ৷

গত বৃহস্পতিবার মানসিক সমস্যা নিয়ে সুজিত অধিকারী মল্লিক বাজারের ওই হাসপাতালে ভর্তি হন ৷ গত দু’দিন ধরে সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন ৷ আজ সকাল এগারোটা নাগাদ হঠাৎ তাঁকে হাসপাতালের 8 তলার কার্নিশে দেখা যায় (A Patient Goes Down in Cornice) ৷ তাঁকে উদ্ধার করতে বেসরকারি হাসপাতালটির পক্ষ থেকে পুলিশ ও দমকলকে খবর দেওয়া হয় ৷ দমকলবাহিনী হাইড্রোলিক ল্যাডার নিয়ে তাঁর কাছে পৌঁছনোর চেষ্টা করে ৷ কিন্তু ওই রোগী দমকল কর্মীদের পাল্টা হুমকি দিতে থাকেন ৷ ফলে বাধ্য হয়ে দমকলবাহিনীকে পিছিয়ে যেতে হয় ৷ তাঁকে বাঁচাতে নিচে গদিও পাতা হয়েছিল ৷ প্রায় দু’ঘণ্টা ধরে সুজিত ওই কার্নিশেই বসে থাকেন ৷

আরও পড়ুন: সঙ্কটজনক তরুণ মজুমদার

কিন্তু, দমকল ও হাসপাতালের নিরাপত্তারক্ষীদের সব চেষ্টা ব্যর্থ হয় ৷ হঠাৎই কার্নিশ ধরে ঝুলে পড়েন সুজিত ৷ কিছুক্ষণের মধ্যেই দেহের ভার রাখতে না পেরে নিচে পড়ে যান তিনি (Mallikbazar Neuro Hospital Patient Fell Down) ৷ নিচে পড়ার সময় একাধিকবার কংক্রিটের দেওয়ালে ধাক্কা লাগে ৷ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় ৷ অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জ্ঞান হারিয়েছেন ওই রোগী ৷ তাঁর অস্ত্রোপচার করা হতে পারে, বেসরকারি ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ৷

মল্লিক বাজারে হাসপাতালের আটতলা থেকে নিচে পড়ে গেলেন রোগী

অন্যদিকে সুজিত অধিকারীর পরিবারও হাসপাতালে পৌঁছয় ৷ রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালের মেন গেটের সামনে বিক্ষোভ দেখান ৷ অভিযোগ এর আগেও রোগীদের নিরাপত্তার ক্ষেত্রে একাধিক গাফিলতি হয়েছে ৷ কিন্তু, এ বার সুজিত অধিকারীর সঙ্গে যা হয়েছে, তা সবকিছুর উর্ধ্বে বলে অভিযোগ করেছেন তাঁরা ৷

কলকাতা, 25 জুন: ব্যর্থ প্রচেষ্টা ৷ প্রায় দু’ঘণ্টা চেষ্টার পরেও কার্নিশ থেকে নামানো গেল না রোগীকে । মল্লিক বাজারে একটি বেসরকারি হাসপাতালের আটতলার কার্নিশ থেকে নিচে পড়ে গেলেন মানসিক ভারসাম্যহীন রোগী (Patient of Mallikbazar Neuro Hospital Fell Down) ৷ তাঁকে নামাতে গেলে ঝাঁপ দেওয়ার ভয় দেখায় তিনি ৷ এর কিছুক্ষণ পরে কার্নিশ ধরে ঝুলে পড়েন সুজিত অধিকারী ৷ এরপর শরীরের ভার রাখতে না পেরে নিচে পড়ে যান তিনি ৷ সেই সময় বেশ কয়েকবার কংক্রিটের দেওয়ালে আঘাত লাগে তাঁর শরীরে ৷ এর জেরে তাঁর মাথায় চোট লেগেছে বলে জানা গিয়েছে ৷ এই মুহূর্তে অতিসঙ্কটজনক অবস্থায় ওই হাসপাতালেই ভর্তি রয়েছেন সুজিত অধিকারী ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তাঁর জ্ঞান ফেরেনি ৷

গত বৃহস্পতিবার মানসিক সমস্যা নিয়ে সুজিত অধিকারী মল্লিক বাজারের ওই হাসপাতালে ভর্তি হন ৷ গত দু’দিন ধরে সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন ৷ আজ সকাল এগারোটা নাগাদ হঠাৎ তাঁকে হাসপাতালের 8 তলার কার্নিশে দেখা যায় (A Patient Goes Down in Cornice) ৷ তাঁকে উদ্ধার করতে বেসরকারি হাসপাতালটির পক্ষ থেকে পুলিশ ও দমকলকে খবর দেওয়া হয় ৷ দমকলবাহিনী হাইড্রোলিক ল্যাডার নিয়ে তাঁর কাছে পৌঁছনোর চেষ্টা করে ৷ কিন্তু ওই রোগী দমকল কর্মীদের পাল্টা হুমকি দিতে থাকেন ৷ ফলে বাধ্য হয়ে দমকলবাহিনীকে পিছিয়ে যেতে হয় ৷ তাঁকে বাঁচাতে নিচে গদিও পাতা হয়েছিল ৷ প্রায় দু’ঘণ্টা ধরে সুজিত ওই কার্নিশেই বসে থাকেন ৷

আরও পড়ুন: সঙ্কটজনক তরুণ মজুমদার

কিন্তু, দমকল ও হাসপাতালের নিরাপত্তারক্ষীদের সব চেষ্টা ব্যর্থ হয় ৷ হঠাৎই কার্নিশ ধরে ঝুলে পড়েন সুজিত ৷ কিছুক্ষণের মধ্যেই দেহের ভার রাখতে না পেরে নিচে পড়ে যান তিনি (Mallikbazar Neuro Hospital Patient Fell Down) ৷ নিচে পড়ার সময় একাধিকবার কংক্রিটের দেওয়ালে ধাক্কা লাগে ৷ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয় ৷ অতিরিক্ত রক্তক্ষরণের কারণে জ্ঞান হারিয়েছেন ওই রোগী ৷ তাঁর অস্ত্রোপচার করা হতে পারে, বেসরকারি ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ৷

মল্লিক বাজারে হাসপাতালের আটতলা থেকে নিচে পড়ে গেলেন রোগী

অন্যদিকে সুজিত অধিকারীর পরিবারও হাসপাতালে পৌঁছয় ৷ রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালের মেন গেটের সামনে বিক্ষোভ দেখান ৷ অভিযোগ এর আগেও রোগীদের নিরাপত্তার ক্ষেত্রে একাধিক গাফিলতি হয়েছে ৷ কিন্তু, এ বার সুজিত অধিকারীর সঙ্গে যা হয়েছে, তা সবকিছুর উর্ধ্বে বলে অভিযোগ করেছেন তাঁরা ৷

Last Updated : Jun 25, 2022, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.