ETV Bharat / city

কোরোনা-আতঙ্কের মাঝে বিনামূল্যে পরিষেবা কলকাতার চিকিৎসকের

author img

By

Published : Mar 26, 2020, 11:45 PM IST

কোরোনা-আতঙ্কের মাঝে বিনামূল্যে পরিষেবা দিচ্ছেন চিকিৎসক বৈদ্যনাথ ঘোষ দস্তিদার ।

kolkata
কোরোনা আতঙ্কিত মানুষদের দিশা দেখাচ্ছেন শহরের চিকিৎসক

কলকাতা, ২৬ মার্চ : কোরোনা আতঙ্কে সাধারণ মানুষকে দিশা দেখাচ্ছেন কলকাতার চিকিৎসক বৈদ্যনাথ ঘোষ দস্তিদার । নিজের সাদার্ন অ্যাভিনিউয়ের বাড়িতে একটি হেল্পলাইন নম্বর খুলে রেখেছেন তিনি । 24 ঘণ্টাই এই নম্বরটি খোলা থাকবে ৷ এই নম্বরটি হল 9830177145 ৷ এই নম্বরে ফোন করলে একদম বিনামূল্যে মিলবে অ্যাম্বুলেন্স সহ যাবতীয় চিকিৎসা পরিষেবা । এমনকী , আতঙ্ক দূর করতে কোরোনা সম্পর্কিত গাইডলাইন দিচ্ছেন বৈদ্যনাথবাবু নিজেই ।


WHO -র নির্দেশিকা মেনে আতঙ্ক দূর করতে সোশাল মিডিয়ায় প্রচার চালাচ্ছেন চিকিৎসক বৈদ্যনাথ ঘোষ দস্তিদার । জরুরি পরিষেবার জন্য নিজের বাড়িতে রেখেছেন 10টি অ্যাম্বুলেন্স । একদম বিনামূল্যে অ্যাম্বুলেন্সেে রোগীদের বাড়ি থেকে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন । শুধুমাত্র হাসপাতালে পৌঁছে দেওয়াই নয় , ভরতি থেকে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয়ে সাহায্য করছেন তিনি । বিনামূল্যে ওষুধের ব্যবস্থাও করেছেন । বহু মানুষ প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন ডাক্তার ঘোষ দস্তিদারের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে । শিশু এবং বয়স্কদের জন্য পৃথক পৃথক ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে সেখানে । আতঙ্কিত মানুষদের পরামর্শ দেওয়ার জন্য তাঁর নিজের ফোন নম্বরেই খুলেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ । কোরোনা নিয়ে মানুষের ভীতি কাটাতে এই গ্রুপে থাকা সদস্যদের যাবতীয় পরামর্শ দিয়ে চলেছেন তিনি ।

এই প্রসঙ্গে বৈদ্যনাথবাবু ETV ভারতকে বলেন, "এখনও পর্যন্ত আমার সঙ্গে 100 জন যোগাযোগ করেছে । হোয়াটসঅ্যাপ গ্রুপে তাঁদের নিয়েছি । তাঁরা বিভিন্ন প্রশ্ন করছেন । গ্রুপের সেই উত্তরগুলি দিচ্ছি । ভিডিয়ো কল বা এমনি কল করে তাদের কাউন্সেলিং করা হচ্ছে । বেশি সমস্যা হলে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছি । কিছু কিছু ক্ষেত্রে ওষুধ বলছি । তবে অনলাইনে ওষুধ বলা ঠিক নয় । সাধারণ মানুষের সুবিধার জন্য একটি অডিয়ো বার্তা দিয়েছি । এছাড়াও একদম বিনামূল্যে অ্যাম্বুলেন্স সহ ওষুধ ও চিকিৎসার যাবতীয় ব্যবস্থা থাকছে ।"

কলকাতা, ২৬ মার্চ : কোরোনা আতঙ্কে সাধারণ মানুষকে দিশা দেখাচ্ছেন কলকাতার চিকিৎসক বৈদ্যনাথ ঘোষ দস্তিদার । নিজের সাদার্ন অ্যাভিনিউয়ের বাড়িতে একটি হেল্পলাইন নম্বর খুলে রেখেছেন তিনি । 24 ঘণ্টাই এই নম্বরটি খোলা থাকবে ৷ এই নম্বরটি হল 9830177145 ৷ এই নম্বরে ফোন করলে একদম বিনামূল্যে মিলবে অ্যাম্বুলেন্স সহ যাবতীয় চিকিৎসা পরিষেবা । এমনকী , আতঙ্ক দূর করতে কোরোনা সম্পর্কিত গাইডলাইন দিচ্ছেন বৈদ্যনাথবাবু নিজেই ।


WHO -র নির্দেশিকা মেনে আতঙ্ক দূর করতে সোশাল মিডিয়ায় প্রচার চালাচ্ছেন চিকিৎসক বৈদ্যনাথ ঘোষ দস্তিদার । জরুরি পরিষেবার জন্য নিজের বাড়িতে রেখেছেন 10টি অ্যাম্বুলেন্স । একদম বিনামূল্যে অ্যাম্বুলেন্সেে রোগীদের বাড়ি থেকে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন । শুধুমাত্র হাসপাতালে পৌঁছে দেওয়াই নয় , ভরতি থেকে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয়ে সাহায্য করছেন তিনি । বিনামূল্যে ওষুধের ব্যবস্থাও করেছেন । বহু মানুষ প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন ডাক্তার ঘোষ দস্তিদারের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে । শিশু এবং বয়স্কদের জন্য পৃথক পৃথক ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে সেখানে । আতঙ্কিত মানুষদের পরামর্শ দেওয়ার জন্য তাঁর নিজের ফোন নম্বরেই খুলেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ । কোরোনা নিয়ে মানুষের ভীতি কাটাতে এই গ্রুপে থাকা সদস্যদের যাবতীয় পরামর্শ দিয়ে চলেছেন তিনি ।

এই প্রসঙ্গে বৈদ্যনাথবাবু ETV ভারতকে বলেন, "এখনও পর্যন্ত আমার সঙ্গে 100 জন যোগাযোগ করেছে । হোয়াটসঅ্যাপ গ্রুপে তাঁদের নিয়েছি । তাঁরা বিভিন্ন প্রশ্ন করছেন । গ্রুপের সেই উত্তরগুলি দিচ্ছি । ভিডিয়ো কল বা এমনি কল করে তাদের কাউন্সেলিং করা হচ্ছে । বেশি সমস্যা হলে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছি । কিছু কিছু ক্ষেত্রে ওষুধ বলছি । তবে অনলাইনে ওষুধ বলা ঠিক নয় । সাধারণ মানুষের সুবিধার জন্য একটি অডিয়ো বার্তা দিয়েছি । এছাড়াও একদম বিনামূল্যে অ্যাম্বুলেন্স সহ ওষুধ ও চিকিৎসার যাবতীয় ব্যবস্থা থাকছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.