ETV Bharat / city

কলকাতায় কনটেনমেন্ট জ়োনে লকডাউন ভেঙে গ্রেপ্তার 708

author img

By

Published : Jul 31, 2020, 6:46 AM IST

বৃহস্পতিবার মাস্ক না পরার জন্য গ্রেপ্তার করা হয়েছে 340 জনকে । এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে 31টি গাড়ি ।

708 arrested for breaking lockdown
গ্রেপ্তার 708

কলকাতা, 31 জুলাই: কড়াকড়ির পরও কলকাতার কনটেনমেন্ট জ়োনগুলিতে লকডাউন ভাঙার ছবি ধরা পড়ল । 708 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

গোষ্ঠী সংক্রমণ রুখতে সপ্তাহে দু'দিন সম্পূর্ণ লকডাউনের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার । সেইমতো বুধবার রাজ্যজুড়ে লকডাউন ছিল ৷ তবে বৃহস্পতিবার লকডাউন ছিল শুধু কনটেনমেন্ট জ়োনগুলিতেই । সেখানেও লকডাউন ভাঙার ছবি ধরা পড়ল । যদিও সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষে রয়েছে কলকাতা ।

এই পরিস্থিতিতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ । তবে শুধু জোর করে লকডাউন মানানো নয়, পুলিশ চাইছে শহরবাসীও সহযোগিতা করুক । সেই কথা মাথায় রেখেই শহরের বিভিন্ন প্রান্তে জোরদার প্রচার চালানো হচ্ছে ।

বৃহস্পতিবার রাজ্যে 2 হাজার 434 জন কোরোনা আক্রান্তের খোঁজ মেলে । তার মধ্যে বেশিরভাগই শহর কলকাতার বাসিন্দা । কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছে 750 জন । তারপরও হুঁশ ফেরেনি শহরবাসীর । বৃহস্পতিবারও মাস্ক না পরে বেরিয়েছেন অনেকেই । এর জন্য গ্রেপ্তার করা হয়েছে 340 জনকে । প্রকাশ্যে থুতু ফেলার জন্য গ্রেপ্তার করা হয়েছে 24 জনকে । বাজেয়াপ্ত করা হয়েছে 31টি গাড়ি ।

কলকাতা, 31 জুলাই: কড়াকড়ির পরও কলকাতার কনটেনমেন্ট জ়োনগুলিতে লকডাউন ভাঙার ছবি ধরা পড়ল । 708 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

গোষ্ঠী সংক্রমণ রুখতে সপ্তাহে দু'দিন সম্পূর্ণ লকডাউনের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার । সেইমতো বুধবার রাজ্যজুড়ে লকডাউন ছিল ৷ তবে বৃহস্পতিবার লকডাউন ছিল শুধু কনটেনমেন্ট জ়োনগুলিতেই । সেখানেও লকডাউন ভাঙার ছবি ধরা পড়ল । যদিও সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষে রয়েছে কলকাতা ।

এই পরিস্থিতিতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ । তবে শুধু জোর করে লকডাউন মানানো নয়, পুলিশ চাইছে শহরবাসীও সহযোগিতা করুক । সেই কথা মাথায় রেখেই শহরের বিভিন্ন প্রান্তে জোরদার প্রচার চালানো হচ্ছে ।

বৃহস্পতিবার রাজ্যে 2 হাজার 434 জন কোরোনা আক্রান্তের খোঁজ মেলে । তার মধ্যে বেশিরভাগই শহর কলকাতার বাসিন্দা । কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছে 750 জন । তারপরও হুঁশ ফেরেনি শহরবাসীর । বৃহস্পতিবারও মাস্ক না পরে বেরিয়েছেন অনেকেই । এর জন্য গ্রেপ্তার করা হয়েছে 340 জনকে । প্রকাশ্যে থুতু ফেলার জন্য গ্রেপ্তার করা হয়েছে 24 জনকে । বাজেয়াপ্ত করা হয়েছে 31টি গাড়ি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.