কলকাতা, 5 মে: রাজ্যের প্রায় সর্বত্র দেখা গিয়েছে ছবিটা। সামাজিক দূরত্ব শিকেয় তুলে প্রথমদিনেই মদ কিনতে ঝাঁপিয়ে পড়েছেন সুরা প্রেমীরা। লম্বা লাইন ডিঙিয়ে যাঁরা কিনতে পেরেছেন তাঁদের মুখে দেখা গেছে চওড়া হাসি। যদিও তৃতীয় দফার লকডাউনে মদের দোকান খোলার পর ক্রেতা পিছু দেওয়া হচ্ছে দুটি করে বোতল। আর তাতেই রাজ্যের কোষাগারে ঢুকেছে রেকর্ড অর্থ। আবগারি দপ্তর সূত্রে খবর, গতকালকের তিন ঘণ্টাতেই রাজ্যের কোষাগারে ঢুকেছে প্রায় 40 কোটি টাকা।
তথ্য অনুযায়ী, অন্য সময় সাধারণ দিনে মদ বিক্রি থেকে গড়ে রাজ্যের কোষাগারে ঢোকে প্রায় 25 কোটি টাকা। আবার দোলযাত্রা, বিশ্বকর্মা পুজো, দুর্গাপুজোর মতো উৎসবের দিনগুলোতে তা বেড়ে দাঁড়ায় 35 থেকে 40 কোটিতে।
কিন্তু, লকডাউনে মদের দোকান বন্ধ থাকার পর গতকাল তা খুলতেই তিন ঘণ্টাতেই ভেঙে গিয়েছে অতীতের সমস্ত রেকর্ড। যদিও আবগারি কর্তাদের বিশ্লেষণ, লকডাউনের মাঝে মদের দামের উপর 30 শতাংশ অতিরিক্ত সেলস ট্যাক্স বসানো হয়েছে। ফলে সব ব্র্যান্ডেরই প্রায় 30 শতাংশ করে দাম বেড়েছে। যে পুরো টাকাটাই ঢুকছে রাজ্যের কোষাগারে। আবাগারি দপ্তর বলছে, কম সময়ের মধ্যে 40 কোটি টাকার রাজস্ব আদায়ে ওই অতিরিক্ত বিক্রয় করই অনুঘটকের কাজ করেছে।
এদিকে আজও কলকাতা সহ জেলার মদের দোকানগুলিতে সকাল থেকেই দেখা গিয়েছে মানুষের লম্বা লাইন। তবে, গতকাল যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আজ তা অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় পুলিশ।