ETV Bharat / city

কোরোনায় আক্রান্ত বেলেঘাটা ID-র 25 কর্মী

এর আগেও বেলেঘাটা ID-তে কোরোনা আক্রান্ত হয়েছেন কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা ৷

beliaghata id
বেলেঘাটা ID-তে
author img

By

Published : Jul 30, 2020, 8:01 AM IST

কলকাতা, 30 জুলাই : রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমে ঊর্ধ্বমুখী ৷ এই পরিস্থিতিতে ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালের 25 জন কর্মী কোরোনায় আক্রান্ত হলেন ৷ আবার ওই আক্রান্তদের পরিবারের 13 জন সংক্রমিত হয়েছেন ৷ এর জেরে পরিষেবায় কতটা প্রভাব পড়বে তা নিয়ে চিন্তায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

বেলেঘাটা ID হাসপাতাল সূত্রে খবর, সেখানকার বিভিন্ন বিভাগ মিলিয়ে গতকাল 25 জন কর্মীর শরীরে COVID-19 এর সংক্রমণ ধরা পড়েছে । আক্রান্তদের মধ্যে নার্স, নার্সিংয়ের পড়ুয়া, ফার্মাসিস্ট, গ্রুপ-ডি স্টাফ এবং সাফাইকর্মীরা রয়েছেন । একসঙ্গে 25 জনের শরীরে COVID-19 এর সংক্রমণ ধরা পড়ার জেরে চিন্তায় রয়েছে কর্তৃপক্ষ । কারণ, ওই 25 জন নন, তাঁদের সংস্পর্শে হাসপাতালের অন্য আর কত জন কর্মী এসেছেন, সেই বিষয়টিও ভাবাচ্ছে কর্তৃপক্ষকে ।

পাশাপাশি একসঙ্গে 25 জন COVID-19’এ আক্রান্ত হওয়ায় হাসপাতালের পরিষেবার উপর প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে । এদিকে, 38 জনের মধ্যে বাকি যে 13 জন COVID-19-এ আক্রান্ত হয়েছেন, তাঁরা এই হাসপাতালের কর্মীদের পরিবারের সদস্য । এর আগেও বেলেঘাটা ID-র কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা COVID-19-এ আক্রান্ত হয়েছেন । হাসপাতাল চত্বরের মধ্যে গ্রুপ-ডি কর্মীদের কোয়ার্টার রয়েছে । এর আগে হাসপাতালের যে কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা COVID-19’এ আক্রান্ত হয়েছিলেন, তাঁদের মধ্যে কোয়ার্টারের আবাসিকরাও ছিলেন । ওই অংশকে এর আগে কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছিল ।

কলকাতা, 30 জুলাই : রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমে ঊর্ধ্বমুখী ৷ এই পরিস্থিতিতে ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালের 25 জন কর্মী কোরোনায় আক্রান্ত হলেন ৷ আবার ওই আক্রান্তদের পরিবারের 13 জন সংক্রমিত হয়েছেন ৷ এর জেরে পরিষেবায় কতটা প্রভাব পড়বে তা নিয়ে চিন্তায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

বেলেঘাটা ID হাসপাতাল সূত্রে খবর, সেখানকার বিভিন্ন বিভাগ মিলিয়ে গতকাল 25 জন কর্মীর শরীরে COVID-19 এর সংক্রমণ ধরা পড়েছে । আক্রান্তদের মধ্যে নার্স, নার্সিংয়ের পড়ুয়া, ফার্মাসিস্ট, গ্রুপ-ডি স্টাফ এবং সাফাইকর্মীরা রয়েছেন । একসঙ্গে 25 জনের শরীরে COVID-19 এর সংক্রমণ ধরা পড়ার জেরে চিন্তায় রয়েছে কর্তৃপক্ষ । কারণ, ওই 25 জন নন, তাঁদের সংস্পর্শে হাসপাতালের অন্য আর কত জন কর্মী এসেছেন, সেই বিষয়টিও ভাবাচ্ছে কর্তৃপক্ষকে ।

পাশাপাশি একসঙ্গে 25 জন COVID-19’এ আক্রান্ত হওয়ায় হাসপাতালের পরিষেবার উপর প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে । এদিকে, 38 জনের মধ্যে বাকি যে 13 জন COVID-19-এ আক্রান্ত হয়েছেন, তাঁরা এই হাসপাতালের কর্মীদের পরিবারের সদস্য । এর আগেও বেলেঘাটা ID-র কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা COVID-19-এ আক্রান্ত হয়েছেন । হাসপাতাল চত্বরের মধ্যে গ্রুপ-ডি কর্মীদের কোয়ার্টার রয়েছে । এর আগে হাসপাতালের যে কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা COVID-19’এ আক্রান্ত হয়েছিলেন, তাঁদের মধ্যে কোয়ার্টারের আবাসিকরাও ছিলেন । ওই অংশকে এর আগে কনটেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.