ETV Bharat / city

100 মিলিগ্রামের দাম 25000 টাকা ! কলকাতায় রেমডিসিভির কালোবাজারির অভিযোগে গ্রেফতার 3

করোনাকালে ওষুধের কালোবাজারি ৷ অভিযোগ পেয়ে অভিযানে নামে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা ৷ গ্রেফতার করা হয় তিনজনকে ৷ হেস্টিংস এবং একবালপুর থানা এলাকার দু’টি ওষুধের দোকানে অভিযান চালিয়ে মেলে সাফল্য ৷

wb-kol-black-market-kp-lalbazar-7209715
ওষুধের কালোবাজারির অভিযোগে কলকাতায় গ্রেফতার তিন
author img

By

Published : May 13, 2021, 2:21 PM IST

Updated : May 14, 2021, 9:40 AM IST

কলকাতা, 13 মে : করোনা আবহে লাখ লাখ মানুষ যখন চিকিৎসাধীন, ঠিক সেই সময় করোনার ওষুধ কালোবাজারি করছে একদল অসাধু ব্যবসায়ী ৷ এই অভিযোগ বিগত বেশ কিছু দিন ধরেই আসছিল কলকাতা পুলিশের কাছে ৷ কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রের নির্দেশে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগকে এই বিষয়ে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে ৷ এরপরই মেলে সাফল্য ৷ হেস্টিংস এবং একবালপুর এলাকায় অভিযান চালিয়ে মোট তিনজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা ৷

এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা বলেন, যে ওষুধের বাজারদর 2 হাজার 700 টাকা, সেই ওষুধের কালোবাজারি করে নেওয়া হচ্ছিল 25 হাজার টাকা।

অভিযোগ, গড়িয়াহাটের এক বাসিন্দাকে এই ওষুধ বিক্রি করা হয় ৷ তিনি কালোবাজারির প্রতিবাদ করলে তাঁকে হুমকিও দেওয়া হয় ৷ এরপরই তিনি সরাসরি থানায় গিয়ে অভিযোগ করেন ৷ এরপরই কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার আধিকারিকরা অভিযান চালায় হেস্টিংস এবং একবালপুর থানা এলাকার দু’টি ওষুধের দোকানে ৷

আরও পড়ুন : অভিযান হতেই বেআইনি মজুত ২০০টি অক্সিজেন সিলিন্ডার স্বাস্থ্য দফতরকে তুলে দিল কারখানা কর্তৃপক্ষ

এই ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ প্রথমে ধরা হয় রাজকুমার রায়চৌধুরী, ইন্দ্রজিৎ হাজরাকে ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে দেবব্রত সাহা নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাকে হেস্টিংস থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ৷ তার দোকান থেকে মোট 120 টি ওষুধ বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ ৷

কলকাতা, 13 মে : করোনা আবহে লাখ লাখ মানুষ যখন চিকিৎসাধীন, ঠিক সেই সময় করোনার ওষুধ কালোবাজারি করছে একদল অসাধু ব্যবসায়ী ৷ এই অভিযোগ বিগত বেশ কিছু দিন ধরেই আসছিল কলকাতা পুলিশের কাছে ৷ কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রের নির্দেশে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগকে এই বিষয়ে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে ৷ এরপরই মেলে সাফল্য ৷ হেস্টিংস এবং একবালপুর এলাকায় অভিযান চালিয়ে মোট তিনজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা ৷

এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা বলেন, যে ওষুধের বাজারদর 2 হাজার 700 টাকা, সেই ওষুধের কালোবাজারি করে নেওয়া হচ্ছিল 25 হাজার টাকা।

অভিযোগ, গড়িয়াহাটের এক বাসিন্দাকে এই ওষুধ বিক্রি করা হয় ৷ তিনি কালোবাজারির প্রতিবাদ করলে তাঁকে হুমকিও দেওয়া হয় ৷ এরপরই তিনি সরাসরি থানায় গিয়ে অভিযোগ করেন ৷ এরপরই কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার আধিকারিকরা অভিযান চালায় হেস্টিংস এবং একবালপুর থানা এলাকার দু’টি ওষুধের দোকানে ৷

আরও পড়ুন : অভিযান হতেই বেআইনি মজুত ২০০টি অক্সিজেন সিলিন্ডার স্বাস্থ্য দফতরকে তুলে দিল কারখানা কর্তৃপক্ষ

এই ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ প্রথমে ধরা হয় রাজকুমার রায়চৌধুরী, ইন্দ্রজিৎ হাজরাকে ৷ তাদের জিজ্ঞাসাবাদ করে দেবব্রত সাহা নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাকে হেস্টিংস থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ৷ তার দোকান থেকে মোট 120 টি ওষুধ বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ ৷

Last Updated : May 14, 2021, 9:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.