কলকাতা, 20 সেপ্টেম্বর : হলুদ ট্যাক্সির ভাড়া বৃদ্ধি, ট্যাক্সি চালকদের জন্য স্বাস্থ্য বিমা ও কোরোনা কিটের দাবিতে আগামীকাল রাজ্যজুড়ে 24 ঘণ্টার ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপারেটরস কো-অর্ডিনেশন কমিটি ।
বারবার কেন্দ্র ও রাজ্য সরকারকে চিঠি দেওয়া সত্ত্বেও মেলেনি সদুত্তর । তাই এবার ধর্মঘটের পথে AITUC অনুমোদিত ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপারেটরস কো-অর্ডিনেশন কমিটি । রাজ্যজুড়ে 24 ঘণ্টার ধর্মঘটের পাশাপাশি সংগঠনের তরফে আগামীকাল বেলা 12টা থেকে 3 টে পর্যন্ত পরিবহন দপ্তরের সামনে ধরনায় বসবে সংগঠনটি । পরিবহন সচিবের কাছে দাবিদাওয়াগুলি নিয়ে একটি স্মারকলিপিও জমা দেওয়া হবে । আগামীকাল রাজ্যজুড়ে প্রায় 20 থেকে 21 হাজার ট্যাক্সি পথে নামবে না বলে জানিয়ে দিয়েছে সংগঠন ।
সংগঠনের সাধারণ সম্পাদক ও কনভেইনার নাবাল কিশোর শ্রীবাস্তব বলেন, "আমরা বহুবার কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে ভাড়া বাড়াবার আবেদন জানিয়ে চিঠি দিয়েছি । কিন্তু লাভ হয়নি । একদিকে বেড়েছে জ্বালানি খরচ, অন্যদিকে কোরোনা আবহে যাত্রী প্রায় হচ্ছে না বললেই চলে । জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে চলেছে তাতে পুরোনো ভাড়ায় আর ট্যাক্সি চালানো সম্ভব হচ্ছে না ।"
নাবাল কিশোর শ্রীবাস্তব আরও বলেন, "কেন্দ্রে BJP সরকার আসার পর থেকেই পরিবহন শিল্প শেষ হতে বসেছে । লাগাম ছাড়া তেলের দাম বৃদ্ধির কারণে মালিক ও চালকরা আর্থিক অনটনের মধ্যে দিয়ে চলেছেন । শুধু তেলের দামই নয় বেড়েছে যন্ত্রাংশের দামও । এইসঙ্গে কোরোনার ভয় উপেক্ষা করে চালকরা পরিষেবা দিচ্ছেন ৷ অতএব, তাঁদের স্বাস্থ্য বিমার আওতায় আনতে হবে । পাশাপাশি তাঁদের সুরক্ষার জন্য কোরোনা কিট দিতে হবে ।"