ETV Bharat / city

TMC 21 July Rally: বৃষ্টিভেজা একুশে জুলাইয়ে ধর্মতলায় জনস্রোত, কর্মীদের বার্তা মমতার - 21 জুলাই

একুশের সমাবেশ
একুশের সমাবেশ
author img

By

Published : Jul 21, 2022, 12:04 PM IST

Updated : Jul 21, 2022, 3:28 PM IST

13:42 July 21

ধর্মতলায় জনস্রোত ৷ দু'বছর পর ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের সমাবেশ ৷ সকাল থেকেই ভিড় উপচে পড়েছে ধর্মতলায় ৷ দলের গতিমুখ কী হতে চলেছে, সেই নিয়ে কর্মীদের উদ্দেশে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দিনভর সমাবেশ সংক্রান্ত খুঁটিনাটি খবর জানতে চোখ রাখুন ইটিভি ভারতের লাইভ আপডেটে ৷ধ

  • একুশের মঞ্চ থেকে গ্যাস সিলিন্ডারের জাম বৃদ্ধি নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সিলিন্ডারের রেপ্লিকা ধরার জন্য সাংসদ দেবকে মঞ্চে ডেকে নেন তিনি ৷

13:19 July 21

  • মুড়িতেও জিএসটি বসিয়েছে ! মানুষ খাবে কী ? মরতে কত জিএসটি ধরা আছে ? একুশের মঞ্চে মুড়ি হাতে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷
  • দেউচা পাঁচামি, তাজপুর বন্দর, নতুন সিলিকন ভ্যালি - বাংলায় প্রচুর কর্মসংস্থান তৈরি হচ্ছে । আগামী 50 বছর রাজ্যের কয়লা নিয়ে কোনও চিন্তা করতে হবে না । একুশের মঞ্চে বললেন মমতা ৷
  • ভোটে কেউ জেতে কেউ হারে তবে এ ভাবে বাংলার মানুষের মুখের ভাত আপনি কাড়তে পারেন না : মমতা
  • আজ গরিব মানুষের কিছু নেই, বিবেকবান হওয়া দরকার না বিত্তবান ৷ বাংলার সরকার ভাঙতে চাইছে বিজেপি ৷ তবে এখানে রয়াল বেঙ্গল টাইগার আছে ৷ বললেন মমতা ৷

13:03 July 21

  • মানুষের বৃষ্টি বিজেপি 24-এ বিজেপিকে ভারত থেকে ভাসিয়ে নিয়ে যাবে ৷ আমাদের মেরুদণ্ড সোজা, ওদের মেরুদণ্ড বাঁকা ৷ আমরা মাথা উঁচু করে চলি ৷ ওদের সঙ্গে ইডি, সিবিআই আছে ৷ একুশের মঞ্চে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

12:54 July 21

  • ধর্মতলায় পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
  • একুশের মঞ্চে গান গাইলেন সঙ্গীত শিল্পী নচিকেতা ৷

12:37 July 21

  • 21 জুলাই শুধু একটা আবেগ বা অনুভূতি নয় ৷ 21 মানে নতুন আশা ৷ 21 মানে মানুষের প্রত্যাশা : অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • বৃষ্টি 21 জুলাইয়ের জন্য শুভ ৷ 21 জুলাই যতবার বৃষ্টি হয়েছে, ততবার বিরোধীরা ধরাশায়ী হয়েছে : অভিষেক বন্দ্যোপাধ্যায়

12:26 July 21

  • ভাগ মোদি ভাগ, ভাগ বিজেপি ভাগ ৷ একুশের মঞ্চ থেকে আওয়াজ তুললেন ফিরহাদ হাকিম ৷

12:16 July 21

  • আলিপুর চিড়িয়খানায় ছুটির দিনে বা কোনও উৎসবের দিনে সারা দিনে ভিড় হয় 6000 থেকে 7000 মানুষের । তবে আজ উপচে পড়া ভিড় দেখা গেল আলিপুর চিড়িয়াখানার সামনে ।
  • মমতাই দেশের সবচেয়ে গ্রহণযোগ্য ও লোকপ্রিয় নেতা: শত্রুঘ্ন সিনহা

12:08 July 21

  • তৈরি হোন । বিরোধী আন্দলনের মুখ কে হবে তা ঠিক করে দেবে এই জমায়েত: সুদীপ
  • অনেকে ভুল স্বপ্ন দেখিয়েছিল ৷ যতদিন রাজনীতিতে থাকব, ততদিন দিদির সঙ্গে থেকে কাজ করব: অনিত থাপা

09:57 July 21

  • ধর্মতলার মঞ্চে বক্তব্য রাখা শুরু হল ৷ আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্র, মালা রায়, অর্জুন সিং, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুস্মিতা দেব-সহ অন্যান্য নেতারা ৷
  • প্রতিবারের মতো এ বারেও একুশে জুলাই-এর জন্য থাকছে না কোনও বাড়তি মেট্রো পরিষেবা ৷ তবে সকাল থেকেই প্রতিদিনের মতোই যাত্রী ভিড় মেট্রোতে
  • ধর্মতলায় পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

13:42 July 21

ধর্মতলায় জনস্রোত ৷ দু'বছর পর ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের সমাবেশ ৷ সকাল থেকেই ভিড় উপচে পড়েছে ধর্মতলায় ৷ দলের গতিমুখ কী হতে চলেছে, সেই নিয়ে কর্মীদের উদ্দেশে বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দিনভর সমাবেশ সংক্রান্ত খুঁটিনাটি খবর জানতে চোখ রাখুন ইটিভি ভারতের লাইভ আপডেটে ৷ধ

  • একুশের মঞ্চ থেকে গ্যাস সিলিন্ডারের জাম বৃদ্ধি নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সিলিন্ডারের রেপ্লিকা ধরার জন্য সাংসদ দেবকে মঞ্চে ডেকে নেন তিনি ৷

13:19 July 21

  • মুড়িতেও জিএসটি বসিয়েছে ! মানুষ খাবে কী ? মরতে কত জিএসটি ধরা আছে ? একুশের মঞ্চে মুড়ি হাতে প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷
  • দেউচা পাঁচামি, তাজপুর বন্দর, নতুন সিলিকন ভ্যালি - বাংলায় প্রচুর কর্মসংস্থান তৈরি হচ্ছে । আগামী 50 বছর রাজ্যের কয়লা নিয়ে কোনও চিন্তা করতে হবে না । একুশের মঞ্চে বললেন মমতা ৷
  • ভোটে কেউ জেতে কেউ হারে তবে এ ভাবে বাংলার মানুষের মুখের ভাত আপনি কাড়তে পারেন না : মমতা
  • আজ গরিব মানুষের কিছু নেই, বিবেকবান হওয়া দরকার না বিত্তবান ৷ বাংলার সরকার ভাঙতে চাইছে বিজেপি ৷ তবে এখানে রয়াল বেঙ্গল টাইগার আছে ৷ বললেন মমতা ৷

13:03 July 21

  • মানুষের বৃষ্টি বিজেপি 24-এ বিজেপিকে ভারত থেকে ভাসিয়ে নিয়ে যাবে ৷ আমাদের মেরুদণ্ড সোজা, ওদের মেরুদণ্ড বাঁকা ৷ আমরা মাথা উঁচু করে চলি ৷ ওদের সঙ্গে ইডি, সিবিআই আছে ৷ একুশের মঞ্চে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

12:54 July 21

  • ধর্মতলায় পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
  • একুশের মঞ্চে গান গাইলেন সঙ্গীত শিল্পী নচিকেতা ৷

12:37 July 21

  • 21 জুলাই শুধু একটা আবেগ বা অনুভূতি নয় ৷ 21 মানে নতুন আশা ৷ 21 মানে মানুষের প্রত্যাশা : অভিষেক বন্দ্যোপাধ্যায়
  • বৃষ্টি 21 জুলাইয়ের জন্য শুভ ৷ 21 জুলাই যতবার বৃষ্টি হয়েছে, ততবার বিরোধীরা ধরাশায়ী হয়েছে : অভিষেক বন্দ্যোপাধ্যায়

12:26 July 21

  • ভাগ মোদি ভাগ, ভাগ বিজেপি ভাগ ৷ একুশের মঞ্চ থেকে আওয়াজ তুললেন ফিরহাদ হাকিম ৷

12:16 July 21

  • আলিপুর চিড়িয়খানায় ছুটির দিনে বা কোনও উৎসবের দিনে সারা দিনে ভিড় হয় 6000 থেকে 7000 মানুষের । তবে আজ উপচে পড়া ভিড় দেখা গেল আলিপুর চিড়িয়াখানার সামনে ।
  • মমতাই দেশের সবচেয়ে গ্রহণযোগ্য ও লোকপ্রিয় নেতা: শত্রুঘ্ন সিনহা

12:08 July 21

  • তৈরি হোন । বিরোধী আন্দলনের মুখ কে হবে তা ঠিক করে দেবে এই জমায়েত: সুদীপ
  • অনেকে ভুল স্বপ্ন দেখিয়েছিল ৷ যতদিন রাজনীতিতে থাকব, ততদিন দিদির সঙ্গে থেকে কাজ করব: অনিত থাপা

09:57 July 21

  • ধর্মতলার মঞ্চে বক্তব্য রাখা শুরু হল ৷ আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মহুয়া মৈত্র, মালা রায়, অর্জুন সিং, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুস্মিতা দেব-সহ অন্যান্য নেতারা ৷
  • প্রতিবারের মতো এ বারেও একুশে জুলাই-এর জন্য থাকছে না কোনও বাড়তি মেট্রো পরিষেবা ৷ তবে সকাল থেকেই প্রতিদিনের মতোই যাত্রী ভিড় মেট্রোতে
  • ধর্মতলায় পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
Last Updated : Jul 21, 2022, 3:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.