কলকাতা, ৮ মার্চ : টালিগঞ্জে ফ্যামিলি পার্লারের আড়ালে চলছিল মধুচক্র। গতকাল সেখানে অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেন লালবাজারের গোয়েন্দারা। গ্রেপ্তার করা হয় পার্লারের ম্যানেজারকেও।
টালিগঞ্জের মহারাজা নন্দকুমার রোডে অবস্থিত ওই পার্লারটি এলাকায় অভিজাত পার্লার হিসেবেই পরিচিত। তবে, তার আড়ালে যে দেহব্যবসা চলছে, প্রথমে তা বুঝতে পারেননি এলাকার বাসিন্দারা। সম্প্রতি নানা বয়সের পুরুষের আনাগোনায় সন্দেহ হয় তাঁদের। গোপন সূত্রে খবর পায় লালবাজারও। এরপরই গতকাল অভিযান চালানো হয়। গ্রেপ্তার হন ম্যানেজার অরুণ গোরে। গ্রেপ্তার করা হয় সাতজন দেহ ব্যবসায়ী এবং ন'জন কাস্টমারকে।
ওই পার্লারের মালিকের নাম মুনমুন জানা। এখনও তাকে গ্রেপ্তার করা হয়নি। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ।