ETV Bharat / city

দূষণ কমাতে রাজ্যে আরও 150 টি ই-বাস

আরও 150 টি ই-বাস রাজ্যের পথে নামবে ৷ 2020 সালের গোড়া থেকে রাজ্যে ই-বাস পরিষেবা চালু হতে চলেছে ৷

new-e-buses
রাজ্যে চালু 150 টি ই-বাস
author img

By

Published : Dec 1, 2019, 9:57 AM IST

কলকাতা, 1 ডিসেম্বর : দূষণমাত্রা হ্রাসের জন্য পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর নয়া উদ্যোগ গ্রহণ করতে চলেছে ৷ আগামী বছরের গোড়ার দিক থেকে পথে নামতে চলেছে শতাধিক ই-বাস ৷ 2020 সালের গোড়া থেকে রাজ্যে ই-বাস পরিষেবা চালু হতে চলেছে ৷ পরিবহন দপ্তর সূত্রের খবর আরও 150 টি ই-বাস রাজ্যের পথে নামবে ৷

রাজ্যের দূষণমাত্রা অত্যধিক পরিমাণে বেড়ে গিয়েছে ৷ দেখা দিচ্ছে শ্বাসকষ্ট জনিত নানা ব্যাধি ৷ প্রতিনিয়ত শিশু থেকে বৃদ্ধ দূষণের শিকার হচ্ছে ৷ তাই পরিবেশকে দূষণমুক্ত রাখতে ও জনসচেতনতা গড়ে তুলতে রাজ্য সরকার ইলেক্ট্রিক এবং CNG চালিত বাস যাত্রী পরিবহনের ব্যবহারে উদ্যোগী হয়েছে ৷

গত বছরেই একাধিক ই-বাস ও CNG চালিত বাসের উদ্বোধন করেছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ এই বাসগুলি অন্যান্য বাসের তুলনায় আকারে অনেক বড় ৷ এবং বাসগুলিতে আসনের সংখ্যাও অনেক বেশি ৷

এই ই-বাস পরিষেবা কেবলমাত্র কলকাতা ও নিউটাউনে নয়, আসানসোল, শিলিগুড়ি, হলদিয়া সহ রাজ্যের আরও বিভিন্ন জায়গায় পরিষেবা দিতে শুরু করেছে ৷ রাজ্যের পরিবহন দপ্তরের এক আধিকারিক এ প্রসঙ্গে বলেন, "রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী বছরে আরও 150টি ই-বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই ই-বাস পরিষেবা শুরু হয়েছে ৷ রাজ্যের দূষণরোধে ই-বাস এবং CNG চালিত বাস অত্যন্ত উপযোগী ।"

কলকাতা, 1 ডিসেম্বর : দূষণমাত্রা হ্রাসের জন্য পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর নয়া উদ্যোগ গ্রহণ করতে চলেছে ৷ আগামী বছরের গোড়ার দিক থেকে পথে নামতে চলেছে শতাধিক ই-বাস ৷ 2020 সালের গোড়া থেকে রাজ্যে ই-বাস পরিষেবা চালু হতে চলেছে ৷ পরিবহন দপ্তর সূত্রের খবর আরও 150 টি ই-বাস রাজ্যের পথে নামবে ৷

রাজ্যের দূষণমাত্রা অত্যধিক পরিমাণে বেড়ে গিয়েছে ৷ দেখা দিচ্ছে শ্বাসকষ্ট জনিত নানা ব্যাধি ৷ প্রতিনিয়ত শিশু থেকে বৃদ্ধ দূষণের শিকার হচ্ছে ৷ তাই পরিবেশকে দূষণমুক্ত রাখতে ও জনসচেতনতা গড়ে তুলতে রাজ্য সরকার ইলেক্ট্রিক এবং CNG চালিত বাস যাত্রী পরিবহনের ব্যবহারে উদ্যোগী হয়েছে ৷

গত বছরেই একাধিক ই-বাস ও CNG চালিত বাসের উদ্বোধন করেছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ৷ এই বাসগুলি অন্যান্য বাসের তুলনায় আকারে অনেক বড় ৷ এবং বাসগুলিতে আসনের সংখ্যাও অনেক বেশি ৷

এই ই-বাস পরিষেবা কেবলমাত্র কলকাতা ও নিউটাউনে নয়, আসানসোল, শিলিগুড়ি, হলদিয়া সহ রাজ্যের আরও বিভিন্ন জায়গায় পরিষেবা দিতে শুরু করেছে ৷ রাজ্যের পরিবহন দপ্তরের এক আধিকারিক এ প্রসঙ্গে বলেন, "রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী বছরে আরও 150টি ই-বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই ই-বাস পরিষেবা শুরু হয়েছে ৷ রাজ্যের দূষণরোধে ই-বাস এবং CNG চালিত বাস অত্যন্ত উপযোগী ।"

Intro:আগামী বছর গড়ার দিকেই পথে নামতে চলেছে একাধিক ইলেক্ট্রিক বাস। পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর সূত্রে খবর এবার আরও 150টি বিদ্যুৎ চালিত বা ইলেক্ট্রিক বাস আসতে চলেছে।


Body:পরিবেশকে দূষণমুক্ত রাখতে ও জনসচেতনতা গড়ে তুলতে রাজ্য সরকার ইলেকট্রিক ও সি এন জি সি চালিত পরিবহনের ব্যবহারে উদ্যোগী হয়েছে। তাই গতবছরেই একাধিক ইলেক্ট্রিক বাস ও সি এন জি চালিত বাসের উদ্বোধন করেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এই নতুন বিদ্যুৎ চালিতগুলি অনেক বড় ও এই বাসগুলিতে আসনের সংখ্যাও অনেক বেশি। পরিবহন দপ্তরের এক আধিকারিক বলেন যে, "আগামী বছর আরও 150টি বিদ্যুৎ চালিত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবিপত্রর কাজ ও প্রায় শেষ। যাত্রীদের সুবিধার কথা যেমন মাথায় রাখা হয়েছে যেমনই রাজ্যে দূষণের পরিমান যেভাবে বাড়ছে সেই দিক দিয়ে দেখতে গেলে ই-বাস অত্যন্ত সময় উপযোগী হবে।"


Conclusion:শুধু কলকাতা ও নিউ টাউন এলাকাতেই নয় আসানসোল, শিলিগুড়ি ও হলদিয়া সহ রাজ্যের আরও বিভিন্ন জায়গায় এই বাসগুলি পরিষেবা দেয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.