কলকাতা, 3 মার্চ: অমিত শাহের সভায় যোগ দিতে যাওয়ার পথে ‘‘গোলি মারো’’ স্লোগান কারা দিয়েছিল, তাদের চিহ্নিতকরণের কাজ চলছে ভিডিয়ো ফুটেজ দেখে ৷ সেই ফুটেজ দেখেই পুলিশ গ্রেপ্তার করল আরও এক ব্যক্তিকে ৷ ধৃতের নাম সুজিত বড়ুয়া, তিনি সোদপুরের ঘোলার সি ব্লকের বাসিন্দা ৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় যাওয়ার পথে উঠেছিল ‘‘দেশকে গদ্দারো কো, গোলি মারো...’’স্লোগান ৷ সেই নিয়ে তৈরি হয় বিতর্ক, মুখ্যমন্ত্রী থেকে রাজ্যপাল-সকলেই নিন্দা করেন এই ঘটনার ৷ পুলিশ রবিবার রাতেই ভিডিয়ো দেখে পঙ্কজ প্রসাদ, ধ্রুব বসু এবং সুরেন্দ্র তিওয়ারি নামে তিন BJP কর্মীকে গ্রেপ্তার করে ৷ তিনজনের বিরুদ্ধেই জামিনঅযোগ্য ধারায় মামলা করা হয় । তাদের মধ্যে দুজনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত । আজ আরও একজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ ৷
কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেন, ‘‘ওই স্লোগান উসকানিমূলক । সেই কারণেই ওই 3 BJP কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের খোঁজ চলছে । সব থানার OC-কে বলা হয়েছে কেউ যদি উসকানিমূলক কোন স্লোগান দেয় তবে তাকে সেই মুহূর্তে গ্রেপ্তার করতে হবে ।’’
এই স্লোগান অবশ্য নতুন নয় । দিল্লির নির্বাচনের আগে এমন স্লোগান তুলেছিলেন কেন্দ্রীয় অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর । তাঁর এই স্লোগান ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়ে যায় । দিল্লির নির্বাচনের আগে এই স্লোগান নিয়ে অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনে । কমিশন অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় । তবে দিল্লির নির্বাচনের পরও সেই স্লোগান থামেনি ।
অভিযোগ, দিল্লিতে চলা হিংসায় রীতিমত ঘৃতাহূতি দিয়েছে এই স্লোগান । এই স্লোগান দিল্লির হিংসায় উসকানি জুগিয়েছে, এই মর্মে আদালত অনুরোধ ঠাকুরের বিরুদ্ধে FIR-এর নির্দেশ দিয়েছিল । দিল্লিতে এই স্লোগান নিয়ে বেশকিছু মামলাও হয়েছে । দিল্লির রাজীব চক মেট্রো স্টেশনে উসকানিমূলক এই স্লোগান দেওয়ায় আটক করা হয় 6 জনকে । তারই পুনরাবৃত্তি ঘটে কলকাতার বুকে । অমিত শাহের সভায় যোগ দিতে আসা BJP-র একটি মিছিল থেকে এই স্লোগান দেওয়া হয় ধর্মতলায় ।
কলকাতায় দু-একটি অবরোধের ঘটনা ছাড়া আন্দোলন ছিল মোটের উপর শান্তিপূর্ণ । হিংসাত্মক বিক্ষোভ দেখাতে পারে এমন সবকটি সংগঠনের সঙ্গে কথা বলেছিল কলকাতা পুলিশ । কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা সমস্ত ডেপুটি কমিশনার এবং থানার অফিসার ইনচার্জদের নির্দেশ দেন, কঠোর হাতে রক্ষা করতে হবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ।