ETV Bharat / city

খড়গপুরে জমি ব্যবসায়ীকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেধড়ক মার ; গ্রেফতার দুষ্কৃতী - shootout at kharagpur

জমি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি খড়গপুরে

খড়গপুরে জমি ব্যবসায়ীকে গুলি
খড়গপুরে জমি ব্যবসায়ীকে গুলি
author img

By

Published : May 8, 2021, 7:27 PM IST

খড়গপুর 8 মে : ভরদুপুরে রেল শহর খড়্গপুরের চলল গুলি । প্রাণে বেঁচে গেলে ওই ব্যবসায়ীকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা । অবশেষে পুলিশি তৎপরতায় পরে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় ৷ রক্তাক্ত আহত ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন । বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ ।

ঘটনাটি ঘটেছে খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত বলরামপুর এলাকায় । ধৃত খড়গপুর এলাকার কুখ্যাত দুষ্কৃতী 'জন' বলে জানা গিয়েছে । স্থানীয় সূত্রে খবর, প্রতীক চৌধুরী নামে এক জমি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় ওই মাফিয়া বা দুষ্কৃতী । কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় । তারপর রাস্তায় ফেলে ওই ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয় । শনিবার ভরদুপুরে এই ঘটনায় প্রতীক চৌধুরী নামে ওই জমি ব্যবসায়ীর মারাত্মক জখম হন ৷

জমি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি খড়গপুরে

তিনি বলেন, "আমার কাছে অনেক টাকা তোলা চায় ওই মাফিয়া । সেটা না দিতে পারায় আমাকে লক্ষ্য করে গুলি চালায় । গুলি লক্ষ্যভ্রষ্ট হলে বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর করে । আমার গলায় থাকা সোনার চেন, আংটি এবং টাকা লুঠ করে নিয়ে যায় ওই দুষ্কৃতী ।" পরে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় ওই ব্য়বসায়ীকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা । সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : খয়রাশোলে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন

আক্রান্ত ব্যবসায়ী জানান, "বেনেপুকুর এলাকায় কিছু জমির কাজকারবার করছিলাম ৷ এই নিয়ে গত কয়েক দিন ধরে আমার কাছে ফোন আসে এবং আমাকে ভয় দেখায় । আজকে যখন আমি দোকানে মাল কিনছিলাম তখন 4 জন দুষ্কৃতী আমাকে ঘিরে ধরে আমাকে টাকা এবং সোনাদানা চায় । আমি দিতে অস্বীকার করায় জোরজবরদস্তি আমার আংটি আমার গলার চেন এবং টাকাপয়সা কেড়ে নেয় । এরপর গুলি চালায় । কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তারা বন্দুকের বাট দিয়ে আমার মাথায় এবং মুখে গায়ে আঘাত করতে থাকে । আমি পড়ে গেলে তারা পালিয়ে যায় ।"

খড়গপুর 8 মে : ভরদুপুরে রেল শহর খড়্গপুরের চলল গুলি । প্রাণে বেঁচে গেলে ওই ব্যবসায়ীকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা । অবশেষে পুলিশি তৎপরতায় পরে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় ৷ রক্তাক্ত আহত ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন । বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ ।

ঘটনাটি ঘটেছে খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত বলরামপুর এলাকায় । ধৃত খড়গপুর এলাকার কুখ্যাত দুষ্কৃতী 'জন' বলে জানা গিয়েছে । স্থানীয় সূত্রে খবর, প্রতীক চৌধুরী নামে এক জমি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় ওই মাফিয়া বা দুষ্কৃতী । কিন্তু গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় । তারপর রাস্তায় ফেলে ওই ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয় । শনিবার ভরদুপুরে এই ঘটনায় প্রতীক চৌধুরী নামে ওই জমি ব্যবসায়ীর মারাত্মক জখম হন ৷

জমি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি খড়গপুরে

তিনি বলেন, "আমার কাছে অনেক টাকা তোলা চায় ওই মাফিয়া । সেটা না দিতে পারায় আমাকে লক্ষ্য করে গুলি চালায় । গুলি লক্ষ্যভ্রষ্ট হলে বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর করে । আমার গলায় থাকা সোনার চেন, আংটি এবং টাকা লুঠ করে নিয়ে যায় ওই দুষ্কৃতী ।" পরে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় ওই ব্য়বসায়ীকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা । সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন : খয়রাশোলে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন

আক্রান্ত ব্যবসায়ী জানান, "বেনেপুকুর এলাকায় কিছু জমির কাজকারবার করছিলাম ৷ এই নিয়ে গত কয়েক দিন ধরে আমার কাছে ফোন আসে এবং আমাকে ভয় দেখায় । আজকে যখন আমি দোকানে মাল কিনছিলাম তখন 4 জন দুষ্কৃতী আমাকে ঘিরে ধরে আমাকে টাকা এবং সোনাদানা চায় । আমি দিতে অস্বীকার করায় জোরজবরদস্তি আমার আংটি আমার গলার চেন এবং টাকাপয়সা কেড়ে নেয় । এরপর গুলি চালায় । কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তারা বন্দুকের বাট দিয়ে আমার মাথায় এবং মুখে গায়ে আঘাত করতে থাকে । আমি পড়ে গেলে তারা পালিয়ে যায় ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.