ডোমজুড়, 8 অক্টোবর: হাওড়ার নিবরা এলাকা থেকে রেল কর্মীর ধরহীন মাথা উদ্ধার হয় ৷ যে ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে ৷ পুলিশ সূত্রে খবর, বিবাহ বহির্ভূত সম্পর্ক ও সম্পত্তি হাতানোর উদ্দেশ্যে রেল কর্মী সুরেশ সাউকে খুন করা হয়েছিল ৷ জগাছার বাসিন্দা সুরেশ সাউ হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেন তদন্তকারীরা (Two Arrest in Howrah Rail Worker Murder Case) ৷ তাদেরকে জেরা করে মৃত সুরেশের ধরহীন মাথা উদ্ধার করে জগাছা থানার পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, দশমীর দিন সুরেশকে খুন করা হয় ৷ তাঁর মাথাহীন দেহ উদ্ধার হয় সলপ এলাকার নিবরার একটি পরিত্যক্ত জমি থেকে ৷ দেহ উদ্ধারের বেশ কয়েকদিন পর জানা যায় ওই ব্যক্তির নাম সুরেশ সাউ ৷ তিনি জগাছার সুন্দর পাড়ার বাসিন্দা ৷ সাঁতরাগাছি রেল ইয়ার্ডে কর্মরত ছিলেন সুরেশ ৷ জগাছাতে তিনি স্থায়ীভাবে না থাকলেও, তাঁর স্ত্রী ওই এলাকার বহুদিনের বাসিন্দা ৷ পুলিশ জানতে পারে, সেই সূত্রে সুরেশ কিছুদিন আগে সেখানে বসবাস করতে শুরু করেন ৷
আরও পড়ুন: অয়ন মণ্ডল খুনে অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
পুলিশ এই ঘটনার তদন্তে নেমে মিঠু নামে এক যুবককে আটক করে ৷ জানা গিয়েছে, মিঠু সুরেশের দু’টি বাসের দেখাশোনা করতেন ৷ এরই মাঝে সুরেশের স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান মিঠু ৷ সুরেশকে নিজেদের মাঝখান থেকে সরাতে মিঠু তাঁকে খুনের পরিকল্পনা করেন ৷ সেই কাজে মিঠু সুরেশের শ্যালিকার ছেলে শেখরকে নিজের সঙ্গে নেন ৷ পুলিশের অনুমান সুরেশের শ্যালিকা এবং তাঁর স্ত্রীও এই ঘটনায় সঙ্গে যুক্ত থাকতে পারেন ৷ তাই তাঁদের আটক করেছে জগাছা থানার পুলিশ ৷ লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁদের দু’জনকে ৷ এই ঘটনায় বিবাহ বহির্ভুত সম্পর্কের পাশাপাশি, সম্পত্তির যোগও রয়েছে বলে অনুমান করছে পুলিশ ৷ পুরো বিষয়টি তদন্ত জারি রয়েছে ৷