হাওড়া, 26 ডিসেম্বর : দেউচা পাচামি নিয়ে ক্রমশ সুর চড়াচ্ছে রাজ্য বিজেপি ৷ রবিবার এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘স্থানীয় আদিবাসীদের সম্মতি ছাড়া দেউচা পাচামিতে এক ছটাকও জমি নিতে পারবে না সরকার (Sukanta Majumdar on Deocha Pachami Coal Project) ৷’’ উল্লেখ্য, এদিনই দেউচা পাচামিতে মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার উদ্ধার করা হয় (Mao Poster in Deocha Pachami) ৷ এই বিষয়ে বিজেপির অবস্থান কী ? সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুকান্ত জানান, তিনি মাওবাদীদের নিয়ে কোনও মন্তব্য করবেন না ৷ কারণ, তারা দেশের গণতান্ত্রিক পরিকাঠামোকেই অস্বীকার করে ৷
আরও পড়ুন : Mao Poster in Deocha Pachami : দেউচা পাচামিতে উদ্ধার ‘মাওবাদী’ পোস্টার, তদন্তে পুলিশ
প্রসঙ্গত, কিছুদিন আগেই দেউচা পাচামিতে গিয়েছিলেন বিজেপির প্রতিনিধিরা ৷ সেই দলে ছিলেন রাজু বন্দ্যোপাধ্য়ায়-সহ অন্যরা ৷ পথে তাঁদের কালো পতাকা দেখান তৃণমূলের কর্মীরা ৷ যদিও বিক্ষোভকারীদের দাবি ছিল, তাঁরা কোনও দলের হয়ে আসেননি ৷ এলাকার সাধারণ মানুষ হিসাবে বিজেপি নেতার পথ আটকেছেন ৷ তাঁদের বক্তব্য ছিল, দেউচা পাচামিতে কয়লা খনি হলে বহু মানুষের কর্মসংস্থান হবে ৷ গোটা এলাকার উন্নতি হবে ৷ কিন্তু, বিজেপি চক্রান্ত করে তাতে বাধা দিচ্ছে ৷
অন্যদিকে বিজেপির অভিযোগ, দেউচা পাচামিতে কয়লা খনি তৈরি করতে গিয়ে স্থানীয় আদিবাসীদের বঞ্চিত করছে রাজ্যের সরকার ৷ বস্তুত, দেউচা পাচামির আদিবাসীরাও কয়লা খনির জন্য ভিটেমাটি ছাড়তে রাজি নন ৷ এই নিয়ে পুলিশ, প্রশাসন এবং তৃণমূলের বাইক বাহিনীর সঙ্গেও বিবাদে জড়িয়েছেন তাঁরা ৷ আর এই অবস্থাতেই রবিবার দেউচা পাচামিতে ‘মাওবাদী পোস্টার’ উদ্ধার হয় ৷ ওই পোস্টারে গ্রামবাসীর পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : Deucha Pachami : দেওচা পাচামি যাওয়ার মুখে বিজেপি নেতাকে কালো পতাকা
সুকান্ত জানিয়েছেন, তাঁরাও দেউচা পাচামির বাসিন্দাদের পাশে আছেন ৷ ওই আদিবাসীরা অনুমতি না দিলে খনির জন্য সামান্যতম জমিও সরকারকে অধিগ্রহণ করতে দেওয়া হবে না ৷ বিজেপির স্থানীয় নেতারা প্রস্তাবিত প্রকল্প এলাকার আদিবাসী বাসিন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন ৷ আগামী দিনে সুকান্ত নিজে তাঁদের নিয়ে দেউচা পাচামি যাবেন বলেও জানিয়েছেন ৷ এর পাশাপাশি, এদিন ফের একবার রাজ্যে ভোট পরবর্তী হিংসা এবং আসন্ন পৌর নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি ৷