ETV Bharat / city

সেকালে বধ, একালে বদল; সালকিয়ার পুজোর থিমে অভিনবত্ব

বর্তমানে অপরাধকে হত্যা করা হয় না। অপরাধীকে দেওয়া হয় সংশোধনের সুযোগ। সুযোগ দেওয়া হয় নিজেকে বদল করার বা বদলানোর। সেই সংশোধনাগারে হত্যা করা হয় কেবলমাত্র অপরাধকেই। আরে সেকাল-একাল এর পরিবর্তনই উঠে এসেছে সালকিয়া ব্যায়াম সমিতির এবছরের থিমে

বর্তমানে অপরাধকে হত্যা করা হয় না। অপরাধীকে দেওয়া হয় সংশোধনের সুযোগ। সুযোগ দেওয়া হয় নিজেকে বদল করার বা বদলানোর। সেই সংশোধনাগারে হত্যা করা হয় কেবলমাত্র অপরাধকেই। আরে সেকাল-একাল এর পরিবর্তনই উঠে এসেছে সালকিয়া ব্যাঙ্ক সমিতির এবছরের থিমে
author img

By

Published : Oct 2, 2019, 11:34 PM IST

Updated : Oct 3, 2019, 9:49 AM IST

সালকিয়া, 2 অক্টোবর : চতুর্থীতে দর্শনার্থীর ঢল নামল হাওড়ার মণ্ডপে ৷ সালকিয়ার পুজো দেখতে ভিড় জমালেন সাধারণ মানুষ ৷ সালকিয়া ব্যায়াম সমিতির এ বছরের থিমের নাম সেকালে বধ একালে বদল।

উদ্যোক্তা বললেন, ''পুরাণ মতে যুগটা মার্তণ্ড। দেবতাদের কাছে বর পেয়ে অজেয় হয়ে ওঠে মহিষাসুর। এরপরই সমস্ত দেবতাদের শক্তিতে জন্ম নেন দেবী দুর্গা। প্রবল শক্তিধর দশভুজা দীর্ঘ 9 দিন যুদ্ধ করেন মহিষাসুরের সঙ্গে। দশমীতে বধ করেন অশুভ শক্তি মহিষাসুরকে। হত্যা করেন অপরাধকে। কিন্তু বর্তমানে অপরাধকে হত্যা করা হয় না। অপরাধীকে দেওয়া হয় সংশোধনের সুযোগ। সুযোগ দেওয়া হয় নিজেকে বদল করার বা বদলানোর। সেই সংশোধনাগারে হত্যা করা হয় কেবলমাত্র অপরাধকেই। আরে সেকাল-একাল এর পরিবর্তনই উঠে এসেছে সালকিয়া ব্যায়াম সমিতির এবছরের থিমে। ''

দেখুন ভিডিয়ো

মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে সেকাল এবং একালের অশুভ শক্তির শাস্তি বিধান। মণ্ডপের মূল গর্ভগৃহে দেবী দুর্গা বধ করছেন মহিষাসুরকে। বধ করছেন অশুভ শক্তিকে। ঠিক তার আগে রয়েছে একাল। যেখানে লাইন দিয়ে সাজানো রয়েছে সংশোধনাগারের ছোটো ছোটো কুঠুরি। ভেতরে মহিষের মাথা ও কয়েদির পোশাক রাখা হয়েছে প্রতীক হিসাবে। এই গোটা বিষয়টিকেই আচ্ছাদিত করে রেখেছে একটি বিরাট বটবৃক্ষ।

পুজো কমিটির তরফে বলা হয়েছে, ''শুভ শক্তি এই বটবৃক্ষ ৷ শুধু তাই নয় এ পাশাপাশি রাখা হয়েছে ভবিষ্যৎ চিন্তাভাবনাকে। হয়তো আগামী দিনে আর সংশোধনাগারের প্রয়োজনটাও পড়বে না। মাইক্রোবায়োলজির মাধ্যমে অনায়াসেই জন্মের সময় শুভশক্তির ৷ নিরপরাধ মনোভাবের সমস্ত রসদ কৃত্রিম উপায়ে ভরে দেওয়া যাবে মানুষের রন্ধ্রে রন্ধ্রে, মস্তিষ্কে। সেই ভাবনা থেকেই চলতি বছরের অভিনব থিম ৷''

সালকিয়া, 2 অক্টোবর : চতুর্থীতে দর্শনার্থীর ঢল নামল হাওড়ার মণ্ডপে ৷ সালকিয়ার পুজো দেখতে ভিড় জমালেন সাধারণ মানুষ ৷ সালকিয়া ব্যায়াম সমিতির এ বছরের থিমের নাম সেকালে বধ একালে বদল।

উদ্যোক্তা বললেন, ''পুরাণ মতে যুগটা মার্তণ্ড। দেবতাদের কাছে বর পেয়ে অজেয় হয়ে ওঠে মহিষাসুর। এরপরই সমস্ত দেবতাদের শক্তিতে জন্ম নেন দেবী দুর্গা। প্রবল শক্তিধর দশভুজা দীর্ঘ 9 দিন যুদ্ধ করেন মহিষাসুরের সঙ্গে। দশমীতে বধ করেন অশুভ শক্তি মহিষাসুরকে। হত্যা করেন অপরাধকে। কিন্তু বর্তমানে অপরাধকে হত্যা করা হয় না। অপরাধীকে দেওয়া হয় সংশোধনের সুযোগ। সুযোগ দেওয়া হয় নিজেকে বদল করার বা বদলানোর। সেই সংশোধনাগারে হত্যা করা হয় কেবলমাত্র অপরাধকেই। আরে সেকাল-একাল এর পরিবর্তনই উঠে এসেছে সালকিয়া ব্যায়াম সমিতির এবছরের থিমে। ''

দেখুন ভিডিয়ো

মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে সেকাল এবং একালের অশুভ শক্তির শাস্তি বিধান। মণ্ডপের মূল গর্ভগৃহে দেবী দুর্গা বধ করছেন মহিষাসুরকে। বধ করছেন অশুভ শক্তিকে। ঠিক তার আগে রয়েছে একাল। যেখানে লাইন দিয়ে সাজানো রয়েছে সংশোধনাগারের ছোটো ছোটো কুঠুরি। ভেতরে মহিষের মাথা ও কয়েদির পোশাক রাখা হয়েছে প্রতীক হিসাবে। এই গোটা বিষয়টিকেই আচ্ছাদিত করে রেখেছে একটি বিরাট বটবৃক্ষ।

পুজো কমিটির তরফে বলা হয়েছে, ''শুভ শক্তি এই বটবৃক্ষ ৷ শুধু তাই নয় এ পাশাপাশি রাখা হয়েছে ভবিষ্যৎ চিন্তাভাবনাকে। হয়তো আগামী দিনে আর সংশোধনাগারের প্রয়োজনটাও পড়বে না। মাইক্রোবায়োলজির মাধ্যমে অনায়াসেই জন্মের সময় শুভশক্তির ৷ নিরপরাধ মনোভাবের সমস্ত রসদ কৃত্রিম উপায়ে ভরে দেওয়া যাবে মানুষের রন্ধ্রে রন্ধ্রে, মস্তিষ্কে। সেই ভাবনা থেকেই চলতি বছরের অভিনব থিম ৷''

Intro:পুরান মতে যুগটা মার্তণ্ড। দেবতাদের কাছে বর পেয়ে অজেয় হয়ে ওঠে মহিষাসুর। একে একে হারাতে থাকে সমস্ত দেব দেবতাদের। গদিচ্যুত হন স্বয়ং দেবরাজ ইন্দ্র। এমতাবস্থায় দেবতারা প্রমাদ গোনে ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর এর কাছে। ব্রহ্মা দেবাদিদেব মহাদেব কে জানান, মহিষাসুর বধ সম্ভব একমাত্র নারীর হাত দিয়েই। কোন পুরুষ তা করতে পারবে না। এরপরই সমস্ত দেবতাদের শক্তিতে জন্ম নেয় দেবী দুর্গা। প্রবল শক্তিধর দশভূজা দীর্ঘ 9 দিন যুদ্ধ করেন মহিষাসুরের সঙ্গে। শেষে দশমীতে বোধ করেন অশুভ শক্তি মহিষাসুরকে। হত্যা করেন অপরাধকে। কিন্তু বর্তমানে অপরাধ কে হত্যা করা হয় না। অপরাধীকে দেওয়া হয় সংশোধনের সুযোগ। অর্থাৎ অপরাধকারী কয়েদিদের সুযোগ দেয়া হয় নিজেকে বদল করার বা বদলানোর। সেই সংশোধনাগারে হত্যা করা হয় কেবলমাত্র অপরাধকেই। আরে সেকাল-একাল এর পরিবর্তনই উঠে এসেছে সালকিয়া ব্যাংক সমিতির এবছরের থিমে। থিমের নাম সেকালে বধ একালে বদল।


Body:মন্ডপ শয্যায় ফুটিয়ে তোলা হয়েছে সেকাল এবং একালের অশুভ শক্তির শাস্তি বিধান। মন্ডপের মূল গর্ভগৃহে দেবী দুর্গা বধ করছেন মহিষাসুরকে। বোধ করছেন সমস্ত অসত্য অপরাধ অশুভ শক্তিকে। ঠিক তার আগে রয়েছে একাল। যেখানে লাইন দিয়ে সাজানো রয়েছে সংশোধনাগারের ছোট ছোট কুঠুরি। ভেতরে মহিষের মাথা ও কয়েদির পোশাক রাখা হয়েছে সংশোধিত কারারুদ্ধ অপরাধীদের সিম্বলিক হিসাবে। আর এই গোটা বিষয়টিকেই আচ্ছাদিত করে রেখেছে একটি বিরাট বটবৃক্ষ। অর্থাৎ পুজো কমিটির দাবি অনুযায়ী শুভ শক্তি সেই বটবৃক্ষের মাধ্যমে ছড়িয়ে পড়ছে বিভিন্ন প্রান্তে। তবে শুধু তাই নয় এ পাশাপাশি রাখা হয়েছে ভবিষ্যৎ চিন্তাভাবনা কে। হয়তো আগামী দিনে আর সংশোধনাগারের প্রয়োজনটাও পড়বে না। মাইক্রোবায়োলজির মাধ্যমে অনায়াসেই জন্মের সময় শুভশক্তির বা নিরপরাধ মনোভাব তৈরি সমস্ত রসদ কৃত্রিম উপায়ে ভোরে দেওয়া যাবে মানুষের রন্ধ্রে রন্ধ্রে। আর এই সব মিলিয়ে অত্যন্ত নিপুণতা সঙ্গে ফুটে উঠেছে সালকিয়া দাম সমিতির সেকালে বধ একালে বদল।


Conclusion:
Last Updated : Oct 3, 2019, 9:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.