ETV Bharat / city

মাউন্ট মাকালু জয় করে ফেরার পথে নিখোঁজ বাঙালি পর্বতারোহী

পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু । গতকাল সামিট করে নেমে আসার পর থেকে দীপঙ্করের আর কোনও হদিশ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তাঁর এজেন্সি সেভেন সামিট ট্রেকস । দীপঙ্করের নিখোঁজ হওয়ায় ফের দুশ্চিন্তায় বাংলার পর্বতারোহী মহল ।

author img

By

Published : May 17, 2019, 5:40 PM IST

দীপঙ্কর ঘোষ

বালি, 17 মে : মাউন্ট মাকালু অভিযানে গিয়ে নিখোঁজ বাঙালি পর্বতারোহী দীপঙ্কর ঘোষ । তিনি হাওড়ার বালি দুর্গাপুরের বাসিন্দা । গতকাল পিক সামিট করে ফেরার পথে নিখোঁজ হয়ে যান তিনি । গতকাল থেকে তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করা যাচ্ছে না।

আজ সকাল 11টা নাগাদ দীপঙ্করের নিখোঁজের খবর বাড়িতে আসলে পরিবারের সদস্যরা ভেঙে পড়েন । নিখোঁজ পর্বতারোহীর বন্ধুরা জানিয়েছেন, গতকাল দুপুর 11-11.30 নাগাদ মাউন্ট মাকালু শৃঙ্গ জয় করে ফেরার পথে তাঁদের পাঁচজনের দল ও শেরপারা তুষার ঝড়ের মুখে পড়েন। প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয় তাঁরা। সেই সময় অন্য চারজন 4 নম্বর সামিট ক্যাম্পে ফিরে এলেও দীপঙ্কর ফেরেননি। এখনও পর্যন্ত তাঁর কোনও খবর পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তাঁর সঙ্গীরা ।

পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু । বৃহস্পতিবার সামিট করে নেমে আসার পর থেকে দীপঙ্করের আর কোনও হদিশ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তাঁর এজেন্সি সেভেন সামিট ট্রেকস । দীপঙ্করের নিখোঁজ হওয়ায় ফের দুশ্চিন্তায় বাংলার পর্বতারোহী মহল ।

২০১১ সালে এভারেস্ট আরোহণ করেন দীপঙ্কর ঘোষ । একে একে কাঞ্চনজঙ্ঘা, লোৎসে, মানাসলু ও ধৌলগিরিও জয় করেন তিনি । এর আগে ধৌলগিরি অভিযানে গিয়েও তাঁর জীবনসংকট তৈরি হয়েছিল । এজেন্সি সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে একটি উদ্ধারকারী দল গিয়ে তাঁর খোঁজ চালায় । আজ সকালেও খোঁজ চালান তাঁরা। পাশাপাশি আবহাওয়া খারাপ থাকার জন্য ব্যহত হচ্ছে উদ্ধারকাজ । সময় যত গড়াচ্ছে উৎকন্ঠা ততই বাড়ছে ।

এরই মধ্যে গতকাল মৃত্যু হয়েছে কাঞ্চনজঙ্ঘা জয়ী বিপ্লব বৈদ্য ও কুন্তল কাঁড়ারের । অসুস্থ রয়েছেন আরও দুই পর্বতারোহী রুদ্রপ্রসাদ হালদার ও রমেশ রায় ।

এর আগে 2014 সালের 20 মে কাঞ্চনজঙ্ঘা অভিযান সেরে ফেরার পথে নিখোঁজ হয়ে যান বাংলার পর্বতারোহী ছন্দা গায়েন । কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়ে তুষারধসের মুখে পড়েছিলেন তিনি ।

বালি, 17 মে : মাউন্ট মাকালু অভিযানে গিয়ে নিখোঁজ বাঙালি পর্বতারোহী দীপঙ্কর ঘোষ । তিনি হাওড়ার বালি দুর্গাপুরের বাসিন্দা । গতকাল পিক সামিট করে ফেরার পথে নিখোঁজ হয়ে যান তিনি । গতকাল থেকে তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ করা যাচ্ছে না।

আজ সকাল 11টা নাগাদ দীপঙ্করের নিখোঁজের খবর বাড়িতে আসলে পরিবারের সদস্যরা ভেঙে পড়েন । নিখোঁজ পর্বতারোহীর বন্ধুরা জানিয়েছেন, গতকাল দুপুর 11-11.30 নাগাদ মাউন্ট মাকালু শৃঙ্গ জয় করে ফেরার পথে তাঁদের পাঁচজনের দল ও শেরপারা তুষার ঝড়ের মুখে পড়েন। প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয় তাঁরা। সেই সময় অন্য চারজন 4 নম্বর সামিট ক্যাম্পে ফিরে এলেও দীপঙ্কর ফেরেননি। এখনও পর্যন্ত তাঁর কোনও খবর পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তাঁর সঙ্গীরা ।

পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু । বৃহস্পতিবার সামিট করে নেমে আসার পর থেকে দীপঙ্করের আর কোনও হদিশ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তাঁর এজেন্সি সেভেন সামিট ট্রেকস । দীপঙ্করের নিখোঁজ হওয়ায় ফের দুশ্চিন্তায় বাংলার পর্বতারোহী মহল ।

২০১১ সালে এভারেস্ট আরোহণ করেন দীপঙ্কর ঘোষ । একে একে কাঞ্চনজঙ্ঘা, লোৎসে, মানাসলু ও ধৌলগিরিও জয় করেন তিনি । এর আগে ধৌলগিরি অভিযানে গিয়েও তাঁর জীবনসংকট তৈরি হয়েছিল । এজেন্সি সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে একটি উদ্ধারকারী দল গিয়ে তাঁর খোঁজ চালায় । আজ সকালেও খোঁজ চালান তাঁরা। পাশাপাশি আবহাওয়া খারাপ থাকার জন্য ব্যহত হচ্ছে উদ্ধারকাজ । সময় যত গড়াচ্ছে উৎকন্ঠা ততই বাড়ছে ।

এরই মধ্যে গতকাল মৃত্যু হয়েছে কাঞ্চনজঙ্ঘা জয়ী বিপ্লব বৈদ্য ও কুন্তল কাঁড়ারের । অসুস্থ রয়েছেন আরও দুই পর্বতারোহী রুদ্রপ্রসাদ হালদার ও রমেশ রায় ।

এর আগে 2014 সালের 20 মে কাঞ্চনজঙ্ঘা অভিযান সেরে ফেরার পথে নিখোঁজ হয়ে যান বাংলার পর্বতারোহী ছন্দা গায়েন । কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়ে তুষারধসের মুখে পড়েছিলেন তিনি ।

Intro:মাউন্ট মাকালু অভিযানে গিয়ে নিখোঁজ হাওড়ার বালি দুর্গাপুরের পর্বতারোহী দীপঙ্কর ঘোষ।গতকাল পিক সামিট করে ফেরার পথে নিখোঁজ হয়।গতকাল থেকে তার সাথে আর কোনো যোগাযোগ করা যাচ্ছে না।Body:য়Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.