ETV Bharat / city

TMC 21 July Rally: ধর্মতলার সমাবেশে যাওয়ার পথেই মদ কিনতে লাইন তৃণমূল কর্মীদের !

ধর্মতলায় আয়োজিত 21 জুলাইয়ের সমাবেশের (TMC 21 July Rally) আগে মদের দোকানে ভিড় তৃণমূল কর্মীদের ৷ ব্যাগ ভর্তি করে মদ কিনলেন তাঁরা ৷ দেখা মিলল কয়েকজন মদ্যপের ৷ সংবাদমাধ্যমের ক্য়ামেরার সামনেই তাঁরা নিজেদের তৃণমূল কর্মী বলে দাবি করেন ! হাওড়ার (Howrah) সাঁতরাগাছি স্টেশন লাগোয়া এলাকার ঘটনা ৷

long queue outside liquor shops in Howrah before TMC 21 July Rally
TMC 21 July Rally: ধর্মতলার সমাবেশে যাওয়ার পথেই মদ কিনতে লাইন তৃণমূলকর্মীদের !
author img

By

Published : Jul 21, 2022, 1:22 PM IST

হাওড়া, 21 জুলাই: দু'বছর পর ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের 'মেগা শো' ! 21 জুলাই (TMC 21 July Rally) উপলক্ষে আয়োজিত সমাবেশে উপচে পড়ল ভিড় ৷ বৃহস্পতিবার সকাল থেকেই গোটা রাজ্যের অভিমুখ ছিল কলকাতা ৷ বাসে, ট্রেনে, মালবাহী গাড়িতে দলে দলে তৃণমূলের নেতা ও কর্মীরা পৌঁছলেন শহরে ৷ সর্বত্রই ছিল উৎসবের মেজাজ ৷ এই আবহেই ভিন্ন ছবি ধরা পড়ল হাওড়ার (Howrah) সাঁতরাগাছি স্টেশন লাগোয়া এলাকায় ৷ এখানেও বিভিন্ন যানবাহনে এসে পৌঁছন শাসকদলের সদস্যরা ৷ তেমনই কয়েকজনকে দেখতে পাওয়া গেল স্থানীয় মদের দোকানগুলির বাইরে ৷ বস্তুত, এদিন এই দোকানগুলির বাইরে ছিল ক্রেতাদের লম্বা লাইন ৷ যাঁদের একটা বড় অংশই হলেন বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মী ! মদের বোতল কিনে ব্যাগ ভর্তি করতে দেখা গেল তাঁদের ৷ দেখা মিলল কয়েকজন মদ্যপেরও ৷ যাঁরা ক্যামেরার সামনেই নিজেদের তৃণমূল কর্মী বলে দাবি করলেন !

মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা সঞ্জু চন্দ্র ৷ তিনিও মদের দোকানের লাইনে দাঁড়ালেন ৷ তারপর মদ কিনে ব্যাগে ভরে ফেরার সময়েই ইটিভি ভারতের প্রতিনিধি তাঁর মুখোমুখি হন ৷ জানতে চান, কী কারণে মদ কিনলেন তিনি ৷ জবাবে ওই যুবক জানান, মুর্শিদাবাদ থেকে তৃণমূলের নেতা ও কর্মীরা এসেছেন ৷ এমনকী, সংশ্লিষ্ট এলাকায় পঞ্চায়েত প্রধানও সেই বাসেই আছেন ৷ তাঁদের নির্দেশেই নাকি মদ কিনছেন তিনি ৷ ক্য়ামেরার আড়ালে সঞ্জু নিজের পরিচয় তৃণমূল কর্মী হিসাবে দিলেও ক্য়ামেরার সামনে নিজেকে বাসের কর্মী হিসাবে দাবি করেন তিনি ৷

ব্যাগ ভর্তি করে মদ কিনলেন তৃণমূল কর্মীরা ৷

আরও পড়ুন: TMC 21 July Rally Live: ধর্মতলায় জনস্রোত, মঞ্চে মমতা; এক ক্লিকে সব আপডেট

মুর্শিদাবাদেরই কোতলপুর থেকে এসেছেন অশোক পাল ৷ তাঁকেও মদের বোতল কিনে ব্যাগে ভরতে দেখা গেল ৷ দেখা মিলল আর এক বৃদ্ধের ৷ তিনি বাঁকুড়ার ইন্দাসের বাসিন্দা ৷ ক্য়ামেরার সামনেই তিনি স্বীকার করলেন, কলকাতায় যাচ্ছেন 21 জুলাইয়ের কর্মসূচিতে যোগ দিতে ৷ একইসঙ্গে জানালেন, তিনি মদ্যপান করেছেন ৷ এবং এর জন্য যে টাকা খরচ করতে হয়েছে, তা আদতে তৃণমূল নেতৃত্বের কাছ থেকেই তাঁরা পেয়েছেন !

এমন ঘটনায় বেশ কিছু প্রশ্ন উঠছে ৷ 21 জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ আদতে 13 জন শহিদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যম ৷ এমন দাবি তৃণমূলের সব নেতারাই করেন ৷ অথচ সেই কর্মসূচিতে যাঁরা যোগ দিতে যাচ্ছেন, তাঁরা মদ্যপান করে প্রায় বেহুঁশ ! শাসকদলের যেকোনও দায়িত্বশীল সদস্যের কাছ থেকে এমন আচরণ কি আদৌ অভিপ্রেত ? মদের দোকানের ক্রেতাদের কাছ থেকে অন্তত এই প্রশ্নের উত্তর মেলেনি ৷

হাওড়া, 21 জুলাই: দু'বছর পর ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের 'মেগা শো' ! 21 জুলাই (TMC 21 July Rally) উপলক্ষে আয়োজিত সমাবেশে উপচে পড়ল ভিড় ৷ বৃহস্পতিবার সকাল থেকেই গোটা রাজ্যের অভিমুখ ছিল কলকাতা ৷ বাসে, ট্রেনে, মালবাহী গাড়িতে দলে দলে তৃণমূলের নেতা ও কর্মীরা পৌঁছলেন শহরে ৷ সর্বত্রই ছিল উৎসবের মেজাজ ৷ এই আবহেই ভিন্ন ছবি ধরা পড়ল হাওড়ার (Howrah) সাঁতরাগাছি স্টেশন লাগোয়া এলাকায় ৷ এখানেও বিভিন্ন যানবাহনে এসে পৌঁছন শাসকদলের সদস্যরা ৷ তেমনই কয়েকজনকে দেখতে পাওয়া গেল স্থানীয় মদের দোকানগুলির বাইরে ৷ বস্তুত, এদিন এই দোকানগুলির বাইরে ছিল ক্রেতাদের লম্বা লাইন ৷ যাঁদের একটা বড় অংশই হলেন বিভিন্ন জেলা থেকে আসা তৃণমূল কর্মী ! মদের বোতল কিনে ব্যাগ ভর্তি করতে দেখা গেল তাঁদের ৷ দেখা মিলল কয়েকজন মদ্যপেরও ৷ যাঁরা ক্যামেরার সামনেই নিজেদের তৃণমূল কর্মী বলে দাবি করলেন !

মুর্শিদাবাদের নবগ্রামের বাসিন্দা সঞ্জু চন্দ্র ৷ তিনিও মদের দোকানের লাইনে দাঁড়ালেন ৷ তারপর মদ কিনে ব্যাগে ভরে ফেরার সময়েই ইটিভি ভারতের প্রতিনিধি তাঁর মুখোমুখি হন ৷ জানতে চান, কী কারণে মদ কিনলেন তিনি ৷ জবাবে ওই যুবক জানান, মুর্শিদাবাদ থেকে তৃণমূলের নেতা ও কর্মীরা এসেছেন ৷ এমনকী, সংশ্লিষ্ট এলাকায় পঞ্চায়েত প্রধানও সেই বাসেই আছেন ৷ তাঁদের নির্দেশেই নাকি মদ কিনছেন তিনি ৷ ক্য়ামেরার আড়ালে সঞ্জু নিজের পরিচয় তৃণমূল কর্মী হিসাবে দিলেও ক্য়ামেরার সামনে নিজেকে বাসের কর্মী হিসাবে দাবি করেন তিনি ৷

ব্যাগ ভর্তি করে মদ কিনলেন তৃণমূল কর্মীরা ৷

আরও পড়ুন: TMC 21 July Rally Live: ধর্মতলায় জনস্রোত, মঞ্চে মমতা; এক ক্লিকে সব আপডেট

মুর্শিদাবাদেরই কোতলপুর থেকে এসেছেন অশোক পাল ৷ তাঁকেও মদের বোতল কিনে ব্যাগে ভরতে দেখা গেল ৷ দেখা মিলল আর এক বৃদ্ধের ৷ তিনি বাঁকুড়ার ইন্দাসের বাসিন্দা ৷ ক্য়ামেরার সামনেই তিনি স্বীকার করলেন, কলকাতায় যাচ্ছেন 21 জুলাইয়ের কর্মসূচিতে যোগ দিতে ৷ একইসঙ্গে জানালেন, তিনি মদ্যপান করেছেন ৷ এবং এর জন্য যে টাকা খরচ করতে হয়েছে, তা আদতে তৃণমূল নেতৃত্বের কাছ থেকেই তাঁরা পেয়েছেন !

এমন ঘটনায় বেশ কিছু প্রশ্ন উঠছে ৷ 21 জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ আদতে 13 জন শহিদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপনের মাধ্যম ৷ এমন দাবি তৃণমূলের সব নেতারাই করেন ৷ অথচ সেই কর্মসূচিতে যাঁরা যোগ দিতে যাচ্ছেন, তাঁরা মদ্যপান করে প্রায় বেহুঁশ ! শাসকদলের যেকোনও দায়িত্বশীল সদস্যের কাছ থেকে এমন আচরণ কি আদৌ অভিপ্রেত ? মদের দোকানের ক্রেতাদের কাছ থেকে অন্তত এই প্রশ্নের উত্তর মেলেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.