ধূলাগড় (হাওড়া), 4 নভেম্বর : কোরোনা সংক্রমণের কারণে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি মেলেনি ৷ কিন্তু সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে চলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান । হাওড়ার ধূলাগড়ে ধরা পড়ল এই ছবি । খবর পেয়ে ঘটনাস্থানে যায় পুলিশ ৷ আটক করা হয় ওই প্রতিষ্ঠানের কর্ণধার সহ পাঁচজনকে । বন্ধ করে দেওয়া হয় ওই প্রতিষ্ঠান ।
সাঁকরাইল থানার ধূলাউড়ি নিউ রোডে অবস্থিত বেসরকারি ওই শিক্ষা প্রতিষ্ঠানটি ৷ প্রায় শতাধিক পড়ুয়া পড়েন সেখানে ৷ সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে কোরোনা পরিস্থিতির মাঝেই এলাকার একটি আবাসনে পুরোদমে ক্লাস চালাচ্ছিল ওই শিক্ষা প্রতিষ্ঠান । এমনকী সেখানে মেনে চলা হয়নি কোনও সামাজিক দূরত্ব ৷ একই শ্রেণিকক্ষে কোনওরকম গা ঘেষাঘেষি করে বসে রয়েছেন সকলেই । অধিকাংশ পড়ুয়ারই মুখে মাস্ক ছিল না । অভিযোগ, গত এক মাস ধরে এভাবেই ক্লাস চলে আসছে ওই শিক্ষা প্রতিষ্ঠানে ।
যেখানে দেশ তথা রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান কোরোনা সংক্রমণের জন্য বন্ধ রাখা হয়েছে, সেখানে কীভাবে এই প্রতিষ্ঠান চলছিল তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা । এই ঘটনার সম্পর্কে তাঁরা কিছুই জানতেন না বলে জানিয়েছেন ৷
ওই প্রতিষ্ঠানের কর্ণধার রাজিবুলের সাফাই, "কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে অভিভাবকদের সম্মতি নিয়ে ক্লাস করানো যেতে পারে ৷ আমরা সেই সম্মতি নিয়েই ক্লাস চালাচ্ছি ৷ মাত্র একমাস ধরেই এই ক্লাস চলেছে ৷"