ETV Bharat / city

আমফানের কাছে হার মানল 250 বছরের অভিজ্ঞতাও

author img

By

Published : May 22, 2020, 4:01 PM IST

Updated : May 23, 2020, 12:09 AM IST

আমফানের দাপটে ভেঙে পড়ল বোটানিকাল গার্ডেনের 250 বছরের বটগাছের বেশ কিছু অংশ ৷ বোটানিকাল গার্ডেনের অন্যতম আকর্ষণও ছিল এই গাছটি ৷

The Great Banyan Tree
‘দ্য গ্রেট ব্যানিয়ন ট্রি

হাওড়া, 22 মে: বয়স হয়েছিল 250 বছর ৷ দীর্ঘ জীবনে সাক্ষী থেকেছে বহু প্রাকৃতিক দুর্যোগের ৷ তবুও মাথা নোয়ায়নি কারোর সামনেই ৷ তবে আমফানের সামনে আর রুখে দাঁড়াতে পারল না ৷

কথা হচ্ছে "দ্য গ্রেট ব্যানিয়ন ট্রি"-র ৷ গত 250 বছর ধরে শিবপুর বোটানিকাল গার্ডেনে রয়েছে এই বটগাছটি ৷ বোটানিকাল গার্ডেনের অন্যতম আকর্ষণও ছিল এই বটগাছ ৷ ঘূর্ণিঝড় আমফানের দাপটে ভেঙে পড়ল সেই গাছটিও ৷ পাশাপাশি ভেঙে পড়েছে আরও এক হাজারের বেশি গাছ ৷

আমফানের দাপটে আংশিক ভেঙে পড়ল বোটানিক্যাল গার্ডেনের বিখ্যাত বটগাছ ৷

1864 সাল বা 1867 সালের দুটি বড় সাইক্লোনও নিজের জায়গা থেকে টলাতে পারেনি এই বটগাছটিকে ৷ 1925 সালে গাছটির মূল অংশটিকে কেটে বাদ দেওয়া হলেও দিব্যি মাথা তুলে দাঁড়িয়েছিল গাছটি ৷ আয়লা বা ফণীতেও কোনও ক্ষতি হয়নি এই গাছটির ৷ তবে ছবিটা বদলে দিল আমফান ৷

সাইক্লোন আমফানে সত্যেন্দ্রনাথ বোস রোডের দিকে ভেঙে পড়ে এই প্রাচীন বটগাছটির অধিকাংশ অংশ ৷ এই বিষয়ে বোটানিকাল গার্ডেনের বিজ্ঞানী বসন্ত সিং জানান, ‘‘সুপার সাইক্লোনের দাপটে বোটানিকাল গার্ডেনের বিখ্যাত বটগাছটি ব্যাপক ক্ষতির শিকার হয়েছে । ঝুরিমূল সহ বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে ঝড়ের দাপটে । কীভাবে সেই জায়গাটি ঠিক করা যায়, সেই বিষয়ে এখন চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ । এর পাশাপাশি গার্ডেনের আরও যে ব্যাপক ক্ষতি হয়েছে, সেদিকেও নজর দেওয়া হচ্ছে ।’’

The Great Banyan Tree
উপড়ে পড়েছে আরও কয়েক হাজার গাছ ৷

আমফানের দাপটে লন্ডভন্ড হয়ে গিয়েছে একাধিক জেলা ৷ দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

হাওড়া, 22 মে: বয়স হয়েছিল 250 বছর ৷ দীর্ঘ জীবনে সাক্ষী থেকেছে বহু প্রাকৃতিক দুর্যোগের ৷ তবুও মাথা নোয়ায়নি কারোর সামনেই ৷ তবে আমফানের সামনে আর রুখে দাঁড়াতে পারল না ৷

কথা হচ্ছে "দ্য গ্রেট ব্যানিয়ন ট্রি"-র ৷ গত 250 বছর ধরে শিবপুর বোটানিকাল গার্ডেনে রয়েছে এই বটগাছটি ৷ বোটানিকাল গার্ডেনের অন্যতম আকর্ষণও ছিল এই বটগাছ ৷ ঘূর্ণিঝড় আমফানের দাপটে ভেঙে পড়ল সেই গাছটিও ৷ পাশাপাশি ভেঙে পড়েছে আরও এক হাজারের বেশি গাছ ৷

আমফানের দাপটে আংশিক ভেঙে পড়ল বোটানিক্যাল গার্ডেনের বিখ্যাত বটগাছ ৷

1864 সাল বা 1867 সালের দুটি বড় সাইক্লোনও নিজের জায়গা থেকে টলাতে পারেনি এই বটগাছটিকে ৷ 1925 সালে গাছটির মূল অংশটিকে কেটে বাদ দেওয়া হলেও দিব্যি মাথা তুলে দাঁড়িয়েছিল গাছটি ৷ আয়লা বা ফণীতেও কোনও ক্ষতি হয়নি এই গাছটির ৷ তবে ছবিটা বদলে দিল আমফান ৷

সাইক্লোন আমফানে সত্যেন্দ্রনাথ বোস রোডের দিকে ভেঙে পড়ে এই প্রাচীন বটগাছটির অধিকাংশ অংশ ৷ এই বিষয়ে বোটানিকাল গার্ডেনের বিজ্ঞানী বসন্ত সিং জানান, ‘‘সুপার সাইক্লোনের দাপটে বোটানিকাল গার্ডেনের বিখ্যাত বটগাছটি ব্যাপক ক্ষতির শিকার হয়েছে । ঝুরিমূল সহ বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে ঝড়ের দাপটে । কীভাবে সেই জায়গাটি ঠিক করা যায়, সেই বিষয়ে এখন চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ । এর পাশাপাশি গার্ডেনের আরও যে ব্যাপক ক্ষতি হয়েছে, সেদিকেও নজর দেওয়া হচ্ছে ।’’

The Great Banyan Tree
উপড়ে পড়েছে আরও কয়েক হাজার গাছ ৷

আমফানের দাপটে লন্ডভন্ড হয়ে গিয়েছে একাধিক জেলা ৷ দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

Last Updated : May 23, 2020, 12:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.