ETV Bharat / city

Businessman House Vandalized: মোটা টাকা চাঁদা না-পেয়ে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ ক্লাব সদস্যদের বিরুদ্ধে

মোটা টাকা চাঁদা দিতে অস্বীকার ব্যবসায়ীর ৷ ভাইরাল বাড়ি ভাঙচুরের ভিডিয়ো ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ ক্লাবের অনুষ্ঠানের জন্য 15 হাজার টাকা চাঁদা স্বরূপ দাবি করেছিল ক্লাব ৷ তা 10 হাজার টাকায় রফার চেষ্টা চলছিল ৷ কিন্তু ব্যবসায়ী শেখ ইসলাম তাতে রাজি না হওয়ায় রাতের অন্ধকারে তাঁর বাড়ি ভাঙচুর হয় ৷ অভিযোগের তির ক্লাবের দিকে (Local Club Vandalized a Businessman House) ৷

Local Club Vandalized a Businessman House
Businessman House Vandalizedদ্ধে
author img

By

Published : May 4, 2022, 9:33 PM IST

Updated : May 4, 2022, 10:42 PM IST

হাওড়া, 4 মে: মোটা টাকা চাঁদা দিতে অস্বীকার ব্যবসায়ীর ৷ চাঁদা না-পেয়ে বাড়ি ভাঙচুরের অভিযোগ স্থানীয় ক্লাবের সদস্যদের বিরুদ্ধে ৷ ভাইরাল সিসিটিভি ফুটেজ ৷ থানায় অভিযোগ দায়ের ব্যবসায়ীর ৷ হাওড়ার জগৎবল্লভপুরের এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ তবে অভিযোগ অস্বীকার করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে (Local Club Vandalized a Businessman House)৷

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, একদল দুষ্কৃতী হাতে লাঠি নিয়ে পাঁচিল টপকে বাড়িতে সীমানায় প্রবেশ করে ভাঙচুর চালাচ্ছে । বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মোটর সাইকেলে লাথি মেরে ফেলে দিচ্ছে দুষ্কৃতীরা। সেই সঙ্গে বাড়ি লক্ষ্য করে ইট ছুড়তেও গিয়েছে ভিডিয়ো ফুটেজে । মঙ্গলবার রাত্রে এভাবেই একদল দুষ্কৃতী নির্বিচারে বাড়ি ভাঙচুর করে হাওড়ার জগৎবল্লভপুর এলাকার মুন্সিরহাট এলাকার ব্যবসায়ী শেখ ইসমাইলের বাড়িতে ।

মোটা টাকা চাঁদা না-পেয়ে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

আরও পড়ুন: Road Accident in Ranaghat : গাড়ি থামিয়ে চাঁদা তুলতে গিয়ে ডাম্পারের ধাক্কায় মৃত 1

অভিযোগ, 15 হাজার টাকা ক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ওই ব্যবসায়ীর থেকে । যদিও ক্লাবের দাবি মতো চাঁদা দিতে অস্বীকার করে শেখ ইসমাইল । তারপরেই মঙ্গলবার ওই তাদের বাড়িতে রাত সাড়ে দশটা নাগাদ ভাঙচুর করা শুরু করে ক্লাবের সদস্যরা ৷ তবে বাড়ি ভাঙচুরের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ক্লাব কর্তৃপক্ষ। ব্যবসায়ীর অভিযোগের পরেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ চাঁদা সংক্রান্ত বিবাদ নাকি অন্য কোনও কারণে হামলা খতিয়ে দেখছে পুলিশ ৷

হাওড়া, 4 মে: মোটা টাকা চাঁদা দিতে অস্বীকার ব্যবসায়ীর ৷ চাঁদা না-পেয়ে বাড়ি ভাঙচুরের অভিযোগ স্থানীয় ক্লাবের সদস্যদের বিরুদ্ধে ৷ ভাইরাল সিসিটিভি ফুটেজ ৷ থানায় অভিযোগ দায়ের ব্যবসায়ীর ৷ হাওড়ার জগৎবল্লভপুরের এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ তবে অভিযোগ অস্বীকার করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে (Local Club Vandalized a Businessman House)৷

ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, একদল দুষ্কৃতী হাতে লাঠি নিয়ে পাঁচিল টপকে বাড়িতে সীমানায় প্রবেশ করে ভাঙচুর চালাচ্ছে । বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি মোটর সাইকেলে লাথি মেরে ফেলে দিচ্ছে দুষ্কৃতীরা। সেই সঙ্গে বাড়ি লক্ষ্য করে ইট ছুড়তেও গিয়েছে ভিডিয়ো ফুটেজে । মঙ্গলবার রাত্রে এভাবেই একদল দুষ্কৃতী নির্বিচারে বাড়ি ভাঙচুর করে হাওড়ার জগৎবল্লভপুর এলাকার মুন্সিরহাট এলাকার ব্যবসায়ী শেখ ইসমাইলের বাড়িতে ।

মোটা টাকা চাঁদা না-পেয়ে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

আরও পড়ুন: Road Accident in Ranaghat : গাড়ি থামিয়ে চাঁদা তুলতে গিয়ে ডাম্পারের ধাক্কায় মৃত 1

অভিযোগ, 15 হাজার টাকা ক্লাবের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ওই ব্যবসায়ীর থেকে । যদিও ক্লাবের দাবি মতো চাঁদা দিতে অস্বীকার করে শেখ ইসমাইল । তারপরেই মঙ্গলবার ওই তাদের বাড়িতে রাত সাড়ে দশটা নাগাদ ভাঙচুর করা শুরু করে ক্লাবের সদস্যরা ৷ তবে বাড়ি ভাঙচুরের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ক্লাব কর্তৃপক্ষ। ব্যবসায়ীর অভিযোগের পরেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ চাঁদা সংক্রান্ত বিবাদ নাকি অন্য কোনও কারণে হামলা খতিয়ে দেখছে পুলিশ ৷

Last Updated : May 4, 2022, 10:42 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.