ETV Bharat / city

কোরোনা রুখতে আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনে মন্ত্রী

author img

By

Published : Mar 18, 2020, 12:52 PM IST

Updated : Mar 18, 2020, 2:01 PM IST

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সত্যবালা আইডি হাসপাতালে তৈরি হয়েছে আইসোলেশন ওয়ার্ড । মোট 10টি বেডযুক্ত এই হাসপাতাল আজ ঘুরে দেখেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় ।

arup-roy-visited-satyapal-id-hospital
আইসোলেশন ওয়ার্ডে মন্ত্রী

হাওড়া, 18 মার্চ: কলকাতায় প্রথম কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলার পর সতর্ক হাওড়া প্রশাসন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সত্যবালা আইডি হাসপাতালে তৈরি হয়েছে আইসোলেশন ওয়ার্ড । মোট 10টি বেড যুক্ত এই হাসপাতাল আজ ঘুরে দেখেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় । হাসপাতালে পরিকাঠামো ও চিকিৎসা ব্যবস্থা সহ একাধিক বিষয়ে আলোচনা করেন হাসপাতাল সুপারের সঙ্গে । প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা রাখা হয়েছে কিনা তা জানতে চান হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে ।

বেলেঘাটা আইডি হাসপাতালের পর দ্বিতীয় বৃহত্তম আইডি হাসপাতাল সত্যবালা আইডি হাসপাতাল ৷ মন্ত্রী অরূপ রায় পরিদর্শনের পর জানান, ‘‘সত্যবালা আইডি হাসপাতালকে পুরোপুরিভাবে প্রস্তুত রাখা হয়েছে কোরোনার চিকিৎসার জন্য । চিকিৎসকেরাও সর্বতভাবে প্রস্তুত রয়েছে রোগের মোকাবিলায় ।’’

সমবায় মন্ত্রী অরূপ রায়ের ঘুরে দেখলেন সত্যবালা আইডি হাসপাতাল

তবে সত্যবালা আইডি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলার জন্য বন্ধ করে দেয়া হয়েছে পুরুষদের ডায়ারিয়া বিভাগ । ফলে বহু রোগীকেই ফিরে যেতে হচ্ছে হাসপাতাল থেকে । যদিও এই নিয়ে মন্ত্রী অরূপ রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘কোনও রোগী চিকিৎসার অভাবে ফিরে যাবেন না । সত্যবালা আইডির বিকল্প হিসাবে প্রস্তুত রাখা হয়েছে পার্শ্ববর্তী জয়সওয়াল হাসপাতাল এবং হাওড়া জেলা হাসপাতাল । এখান থেকে ফিরিয়ে দেওয়া ডায়ারিয়া আক্রান্ত পুরুষ রোগীদের এই দুই হাসপাতালে চিকিৎসার জন্য নির্দেশ দেওয়া আছে সরকারের তরফে ।

হাওড়া, 18 মার্চ: কলকাতায় প্রথম কোরোনা আক্রান্ত রোগীর সন্ধান মেলার পর সতর্ক হাওড়া প্রশাসন । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সত্যবালা আইডি হাসপাতালে তৈরি হয়েছে আইসোলেশন ওয়ার্ড । মোট 10টি বেড যুক্ত এই হাসপাতাল আজ ঘুরে দেখেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় । হাসপাতালে পরিকাঠামো ও চিকিৎসা ব্যবস্থা সহ একাধিক বিষয়ে আলোচনা করেন হাসপাতাল সুপারের সঙ্গে । প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা রাখা হয়েছে কিনা তা জানতে চান হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে ।

বেলেঘাটা আইডি হাসপাতালের পর দ্বিতীয় বৃহত্তম আইডি হাসপাতাল সত্যবালা আইডি হাসপাতাল ৷ মন্ত্রী অরূপ রায় পরিদর্শনের পর জানান, ‘‘সত্যবালা আইডি হাসপাতালকে পুরোপুরিভাবে প্রস্তুত রাখা হয়েছে কোরোনার চিকিৎসার জন্য । চিকিৎসকেরাও সর্বতভাবে প্রস্তুত রয়েছে রোগের মোকাবিলায় ।’’

সমবায় মন্ত্রী অরূপ রায়ের ঘুরে দেখলেন সত্যবালা আইডি হাসপাতাল

তবে সত্যবালা আইডি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলার জন্য বন্ধ করে দেয়া হয়েছে পুরুষদের ডায়ারিয়া বিভাগ । ফলে বহু রোগীকেই ফিরে যেতে হচ্ছে হাসপাতাল থেকে । যদিও এই নিয়ে মন্ত্রী অরূপ রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘কোনও রোগী চিকিৎসার অভাবে ফিরে যাবেন না । সত্যবালা আইডির বিকল্প হিসাবে প্রস্তুত রাখা হয়েছে পার্শ্ববর্তী জয়সওয়াল হাসপাতাল এবং হাওড়া জেলা হাসপাতাল । এখান থেকে ফিরিয়ে দেওয়া ডায়ারিয়া আক্রান্ত পুরুষ রোগীদের এই দুই হাসপাতালে চিকিৎসার জন্য নির্দেশ দেওয়া আছে সরকারের তরফে ।

Last Updated : Mar 18, 2020, 2:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.