ETV Bharat / city

Police Personnel Injured : বনধ সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তিতে আছাড় খেলেন পুলিশকর্মী, সত্যিই আহত নাকি প্লে-অ্যাকটিং! - video went viral as a cop in Durgapur injured during strike

বনধ সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তিতে তাদের মধ্যে এক পুলিশকর্মীর মাটিতে আছাড় খাওয়ার দৃশ্য এখন ভাইরাল ইন্টারনেটে (Video went viral as a cop in Durgapur injured during strike) ৷ ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে এক বনধ সমর্থক ওই পুলিশকর্মীর হাত টেনে ধরতেই মাটিতে পড়ে গেলেন ওই পুলিশকর্মী ৷ এরপর খোঁড়াতে খোঁড়াতে গাড়িতে উঠছেন তিনি ৷

Police Personnel Injured
বনধ সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তিতে আছাড় খেলেন পুলিশকর্মী, সত্যিই আহত নাকি প্লে-অ্যাকটিং!
author img

By

Published : Mar 28, 2022, 8:56 PM IST

দুর্গাপুর, 28 মার্চ : কেন্দ্রের বিভিন্ন শ্রমিক এবং কৃষক সংগঠনগুলির ডাকে দু'দিনব্যাপী ভারত বনধের প্রথম দিন ছিল আজ ৷ বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের গণ্ডগোলের বিক্ষিপ্ত ঘটনা রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকেই আসছিল সারাদিন ৷ কিন্তু মজার একটি ঘটনা ঘটল দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাঁকুড়া মোড়ে ৷ সিপিএমের কিছু কর্মী-সমর্থক কেন্দ্রের বিভিন্ন নীতির বিরোধিতায় রাজ্য সড়কে দাঁড়িয়ে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিক কুশপুত্তলিকা দাহ করছেন ৷ ঘটনায় হস্তক্ষেপ করতে আসেন স্থানীয় কোক ওভেন থানার পুলিশকর্মীরা ৷ বনধ সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তিতে তাদের মধ্যে এক পুলিশকর্মীর মাটিতে আছাড় খাওয়ার দৃশ্য এখন ভাইরাল ইন্টারনেটে (Video went viral as a cop in Durgapur injured during strike) ৷

ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে এক বনধ সমর্থক ওই পুলিশকর্মীর হাত টেনে ধরতেই মাটিতে পড়ে গেলেন ওই পুলিশকর্মী ৷ এরপর খোঁড়াতে খোঁড়াতে গাড়িতে উঠছেন তিনি ৷ সামান্য ঘটনায় সংশ্লিষ্ট পুলিশকর্মীর পড়ে যাওয়া এবং আহত হওয়ার ঘটনা সন্দেহের জন্ম দিয়েছে নেটাগরিকদের মনে ৷ ঘটনার উৎস অনুসন্ধানে জানা গেল পুলিশি অভিযানে এসে ওই পুলিশকর্মী গায়ে হাত তোলেন কয়েকজন বনধ সমর্থকের ৷ এরপরই তাকে ঘিরে ধরেন সমর্থকেরা ৷ এখন প্রশ্ন পিঠ বাঁচাতেই কি প্লে-অ্যাকটিংয়ের আশ্রয় নিলেন ওই পুলিশকর্মী ৷

আরও পড়ুন : জিটিএ-র নির্বাচনের ঘোষণার পর পাহাড়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু

কারণ, খালি চোখে দেখে একজনের পক্ষে বিশ্বাস করা অসম্ভব যে এই ঘটনায় কেউ আছাড় খেয়ে আহত হতে পারে ৷ যদিও কোক ওভেন থানার ওই পুলিশ অফিসারের আহত হওয়ার খবর তাঁর কাছে নেই বলে জানিয়েছেন, আসানসোল-দুর্গাপুর পুলিশের এসিপি দুর্গাপুর প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় । পুরোটাই নাটক, বলেন সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার ।

দুর্গাপুর, 28 মার্চ : কেন্দ্রের বিভিন্ন শ্রমিক এবং কৃষক সংগঠনগুলির ডাকে দু'দিনব্যাপী ভারত বনধের প্রথম দিন ছিল আজ ৷ বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের গণ্ডগোলের বিক্ষিপ্ত ঘটনা রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকেই আসছিল সারাদিন ৷ কিন্তু মজার একটি ঘটনা ঘটল দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাঁকুড়া মোড়ে ৷ সিপিএমের কিছু কর্মী-সমর্থক কেন্দ্রের বিভিন্ন নীতির বিরোধিতায় রাজ্য সড়কে দাঁড়িয়ে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিক কুশপুত্তলিকা দাহ করছেন ৷ ঘটনায় হস্তক্ষেপ করতে আসেন স্থানীয় কোক ওভেন থানার পুলিশকর্মীরা ৷ বনধ সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তিতে তাদের মধ্যে এক পুলিশকর্মীর মাটিতে আছাড় খাওয়ার দৃশ্য এখন ভাইরাল ইন্টারনেটে (Video went viral as a cop in Durgapur injured during strike) ৷

ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে এক বনধ সমর্থক ওই পুলিশকর্মীর হাত টেনে ধরতেই মাটিতে পড়ে গেলেন ওই পুলিশকর্মী ৷ এরপর খোঁড়াতে খোঁড়াতে গাড়িতে উঠছেন তিনি ৷ সামান্য ঘটনায় সংশ্লিষ্ট পুলিশকর্মীর পড়ে যাওয়া এবং আহত হওয়ার ঘটনা সন্দেহের জন্ম দিয়েছে নেটাগরিকদের মনে ৷ ঘটনার উৎস অনুসন্ধানে জানা গেল পুলিশি অভিযানে এসে ওই পুলিশকর্মী গায়ে হাত তোলেন কয়েকজন বনধ সমর্থকের ৷ এরপরই তাকে ঘিরে ধরেন সমর্থকেরা ৷ এখন প্রশ্ন পিঠ বাঁচাতেই কি প্লে-অ্যাকটিংয়ের আশ্রয় নিলেন ওই পুলিশকর্মী ৷

আরও পড়ুন : জিটিএ-র নির্বাচনের ঘোষণার পর পাহাড়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু

কারণ, খালি চোখে দেখে একজনের পক্ষে বিশ্বাস করা অসম্ভব যে এই ঘটনায় কেউ আছাড় খেয়ে আহত হতে পারে ৷ যদিও কোক ওভেন থানার ওই পুলিশ অফিসারের আহত হওয়ার খবর তাঁর কাছে নেই বলে জানিয়েছেন, আসানসোল-দুর্গাপুর পুলিশের এসিপি দুর্গাপুর প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় । পুরোটাই নাটক, বলেন সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.