ETV Bharat / city

দুর্গাপুরে সিন্ডিকেটের দখল নিয়ে বচসা, উত্তেজনা

কার হাতে থাকবে সিন্ডিকেটের রাশ? এই নিয়ে বাদানুবাদে জড়াল দুই পক্ষ ৷ স্থানীয় সূত্রে খবর, দু'পক্ষের লোকজনই তৃণমূলের বলে পরিচিত ৷

সিন্ডিকেটের দখল নিয়ে বচসা, আহত 2
author img

By

Published : Nov 13, 2019, 12:00 PM IST

দুর্গাপুর, 13 নভেম্বর : সিন্ডিকেটের দখল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহা এলাকায় ৷ সেই সংঘাতের জেরে দুই গোষ্ঠীর দু'জন জখম হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে মোতায়েন করা হয় পুলিশ ও কমব্যাট ফোর্স ।

দুর্গাপুর পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহাতে নির্মীয়মাণ আবাসন প্রকল্পের জন্য কাঁচামাল ও কর্মী নিয়োগের বরাত নিয়ে শুরু হয় সিন্ডিকেটের লড়াই । গত রাতে তা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ হয় ৷ স্থানীয় সূত্রে খবর, এই দুই পক্ষের লোকজনই তৃণমূলের কর্মী-সমর্থক বলে এলাকায় পরিচিত ৷ পুলিশ সূত্রে খবর, সংঘর্ষে দু'জন জখম হয় ৷ নাম শ্যামল মুর্মু ও শ্যামল ব্যানার্জি ৷ পরিস্থিতি মোকাবিলায় এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ৷ নামানো হয় কমব্যাট ফোর্সও ৷

32 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মানস রায় জানান," নির্মীয়মাণ আবাসন প্রকল্পে কাঁচামাল দেওয়া এবং সেখানে কর্মী নিয়োগের রাশ কাদের হাতে থাকবে, তাই নিয়েই এই ভুল বোঝাবুঝি । দুজন জখম হয়েছে । আমি এলাকায় ছিলাম ৷ এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে ।"

দুর্গাপুর, 13 নভেম্বর : সিন্ডিকেটের দখল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহা এলাকায় ৷ সেই সংঘাতের জেরে দুই গোষ্ঠীর দু'জন জখম হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থানে মোতায়েন করা হয় পুলিশ ও কমব্যাট ফোর্স ।

দুর্গাপুর পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহাতে নির্মীয়মাণ আবাসন প্রকল্পের জন্য কাঁচামাল ও কর্মী নিয়োগের বরাত নিয়ে শুরু হয় সিন্ডিকেটের লড়াই । গত রাতে তা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ হয় ৷ স্থানীয় সূত্রে খবর, এই দুই পক্ষের লোকজনই তৃণমূলের কর্মী-সমর্থক বলে এলাকায় পরিচিত ৷ পুলিশ সূত্রে খবর, সংঘর্ষে দু'জন জখম হয় ৷ নাম শ্যামল মুর্মু ও শ্যামল ব্যানার্জি ৷ পরিস্থিতি মোকাবিলায় এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ৷ নামানো হয় কমব্যাট ফোর্সও ৷

32 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মানস রায় জানান," নির্মীয়মাণ আবাসন প্রকল্পে কাঁচামাল দেওয়া এবং সেখানে কর্মী নিয়োগের রাশ কাদের হাতে থাকবে, তাই নিয়েই এই ভুল বোঝাবুঝি । দুজন জখম হয়েছে । আমি এলাকায় ছিলাম ৷ এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে ।"

Intro:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সিন্ডিকেট দৌরাত্ম নিয়ে কড়া বার্তা দিলেও, সেই বার্তা যে এখনও শিল্পনগরী দুর্গাপুরে পৌঁছায়নি তার প্রমাণ মিলল মঙ্গলবার। সিন্ডিকেটের দখল নিয়ে তৃণমূল কংগ্রেস আশ্রিতদের সাথে আদিবাসীদের সংঘাত। সেই সংঘাতের জেরে দুইপক্ষের দুজন আহত।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী,কমব্যাট ফোর্স। দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহার ঘটনা। দুর্গাপুর পুরসভার 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহাতে নির্মীয়মান আবাসনপ্রকল্পের জন্য কাঁচামাল ও কর্মী নিয়োগের বরাত নিয়ে সিন্ডিকেটের লড়াই। পলাশডিহার বাসিন্দাদের সাথে সেখানকার আদিবাসীদের মারামারির ঘটনা ঘটল মঙ্গলবার রাতে। এই ঘটনায় দুই পক্ষের দুজন আহত হয়।আহত শ্যামল মুর্মু ও শ্যামল ব্যানার্জ্জী। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে উত্তেজনা দেখা দেয় 32 নম্বর ওয়ার্ডের পলাশডিহাতে। পরিস্থিতির মোকাবিলায় দুর্গাপুর থানার পুলিশ কে কমব্যাট ফোর্স নিয়ে এলাকায় যেতে হয়। আহত দুজনকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে।এলাকায় অশান্তি রুখতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর এসিপি (পূর্ব)আরিশ বিলালের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এবং কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে। 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মানস রায় জানান,"" নির্মীয়মান আবাসনপ্রকল্পে কাঁচামাল দেওয়া এবং সেখানে কর্মী নিয়োগের রাশ কাদের হাতে থাকবে। তাই নিয়েই এই ভুল বোঝাবুঝি। দুজন আহত হয়েছেন। আমি এলাকায় দীর্ঘক্ষন ছিলাম এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।""এই ঘটনা যে আরো বিরাট আকার ধারন করতে পারে তা কিন্তু স্পষ্ট দুইপক্ষের বাদানুবাদে।।Body:গConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.