ETV Bharat / city

তৃণমূলের প্রচারে হেলিকপ্টারে এলেন প্রাক্তন ফুটবলাররা, ভাড়া দিলেন "দিদি" ! - goutam sarkar

গতকাল দুর্গাপুরে ভোট প্রচারে এলেন গৌতম সরকার, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অ্যালভিটো ডি-কুনহো, রহিম নবি সহ ১২ জন ক্রীড়া নক্ষত্র তথা প্রাক্তন ফুটবলার । এই প্রাক্তন ফুটবলাররা গতকাল দুর্গাপুর "খেলাশ্রী" প্রকল্পে আর্থিক অনুদান পাওয়া ক্লাবগুলির সমন্বয় কমিটির আহ্বানে পদযাত্রায় সামিল হলেন ।

প্রচারে এলেন গৌতম সরকার, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অ্যালভিটো ডি-কুনহো, রহিম নবি সহ ১২ জন ক্রীড়া নক্ষত্র
author img

By

Published : Apr 21, 2019, 7:50 AM IST

দুর্গাপুর, 21 এপ্রিল : লোকসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়েছে বেশ কয়েকদিন আগেই । দ্বিতীয় দফার নির্বাচন শেষ হয়েছে । অপেক্ষা বাকি পাঁচ দফার । চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে । এর মাঝে গতকাল দুর্গাপুরে ভোট প্রচারে এলেন ১২ জন ক্রীড়া নক্ষত্র তথা প্রাক্তন ফুটবলার । এসেছিলেন গৌতম সরকার, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অ্যালভিটো ডি-কুনহো, রহিম নবিরা । এই প্রাক্তন ফুটবলাররা গতকাল দুর্গাপুর "খেলাশ্রী" প্রকল্পে আর্থিক অনুদান পাওয়া ক্লাবগুলির সমন্বয় কমিটির আহ্বানে পদযাত্রায় সামিল হলেন । স্লোগান দিলেন, "দিদি তুমি দিল্লি চল, আমরা তোমার সাথে আছি ।" তবে প্রচারে আসা প্রাক্তন ফুটবলারদের হেলিকপ্টার অবতরণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা । উদ্যোক্তাদের দাবি, "খোদ দিদি এদের হেলিকপ্টার ভাড়া করে পাঠিয়েছেন ।"

"খেলাশ্রী" প্রকল্পে আর্থিক অনুদান পাওয়া ক্লাবগুলির সমন্বয় কমিটির আহ্বানে পদযাত্রা দুর্গাপুরে

এই বিষয়ে CPI(M) নেতা পঙ্কজ রায় সরকার বলেন, "হেলিকপ্টারের অনুমোদন ছিল কি না তা আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাইব ।" পাশাপাশি পঙ্কজবাবুর প্রশ্ন, এই হেলিকপ্টারের খরচ কি নির্বাচনের খরচের তালিকায় যুক্ত হবে? তিনি বলেন, "এই মিছিল অরাজনৈতিক বলে প্রচার করা হলেও খেলাশ্রী প্রকল্পের ব্যানার, TMC-র পোস্টার নিয়ে হয়েছে । তাহলে এর খরচটাও তো ধরতে হবে কমিশনকে ।" প্রায় একই অভিযোগ তোলা হয় BJP-র পক্ষ থেকেও ।

অবশ্য বিরোধীদের দাবি খারিজ করে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের জবাব, "বিরোধীরা অযথা বিরোধিতা ছেড়ে সংগঠনে মন দিক । আমাদের কাছে হেলিকপ্টার নামার বৈধ অনুমোদন ছিল ।" তিনি আরও বলেন, "ছোটো ছোটো চৌকিদার ও কমরেডবাবুরা আসুন দেখে যান হেলিকপ্টারের অনুমতি নেওয়া হয়েছে । আর এদের নিয়ে এসেছে ক্লাব সমন্বয় কমিটি । আমরা সাহায্য করেছি মাত্র ।"

দুর্গাপুর, 21 এপ্রিল : লোকসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়েছে বেশ কয়েকদিন আগেই । দ্বিতীয় দফার নির্বাচন শেষ হয়েছে । অপেক্ষা বাকি পাঁচ দফার । চতুর্থ দফায় ভোটগ্রহণ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে । এর মাঝে গতকাল দুর্গাপুরে ভোট প্রচারে এলেন ১২ জন ক্রীড়া নক্ষত্র তথা প্রাক্তন ফুটবলার । এসেছিলেন গৌতম সরকার, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অ্যালভিটো ডি-কুনহো, রহিম নবিরা । এই প্রাক্তন ফুটবলাররা গতকাল দুর্গাপুর "খেলাশ্রী" প্রকল্পে আর্থিক অনুদান পাওয়া ক্লাবগুলির সমন্বয় কমিটির আহ্বানে পদযাত্রায় সামিল হলেন । স্লোগান দিলেন, "দিদি তুমি দিল্লি চল, আমরা তোমার সাথে আছি ।" তবে প্রচারে আসা প্রাক্তন ফুটবলারদের হেলিকপ্টার অবতরণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা । উদ্যোক্তাদের দাবি, "খোদ দিদি এদের হেলিকপ্টার ভাড়া করে পাঠিয়েছেন ।"

"খেলাশ্রী" প্রকল্পে আর্থিক অনুদান পাওয়া ক্লাবগুলির সমন্বয় কমিটির আহ্বানে পদযাত্রা দুর্গাপুরে

এই বিষয়ে CPI(M) নেতা পঙ্কজ রায় সরকার বলেন, "হেলিকপ্টারের অনুমোদন ছিল কি না তা আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাইব ।" পাশাপাশি পঙ্কজবাবুর প্রশ্ন, এই হেলিকপ্টারের খরচ কি নির্বাচনের খরচের তালিকায় যুক্ত হবে? তিনি বলেন, "এই মিছিল অরাজনৈতিক বলে প্রচার করা হলেও খেলাশ্রী প্রকল্পের ব্যানার, TMC-র পোস্টার নিয়ে হয়েছে । তাহলে এর খরচটাও তো ধরতে হবে কমিশনকে ।" প্রায় একই অভিযোগ তোলা হয় BJP-র পক্ষ থেকেও ।

অবশ্য বিরোধীদের দাবি খারিজ করে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের জবাব, "বিরোধীরা অযথা বিরোধিতা ছেড়ে সংগঠনে মন দিক । আমাদের কাছে হেলিকপ্টার নামার বৈধ অনুমোদন ছিল ।" তিনি আরও বলেন, "ছোটো ছোটো চৌকিদার ও কমরেডবাবুরা আসুন দেখে যান হেলিকপ্টারের অনুমতি নেওয়া হয়েছে । আর এদের নিয়ে এসেছে ক্লাব সমন্বয় কমিটি । আমরা সাহায্য করেছি মাত্র ।"

Intro:লোকসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়েছে বেশ কয়েকদিন আগেই। এই রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন শেষ হয়েছে। অপেক্ষা বাকি চার দফার জন্য। দুর্গাপুরে আজ ভোট প্রচারে এলেন 12 জন ক্রীড়া নক্ষত্র। এরা প্রত্যেকেই দেশের প্রথিতযশা প্রাক্তন ফুটবলার । এই প্রাক্তন ফুটবলার রা আজ দুর্গাপুর ক্লাব সমন্বয় কমিটির আহবানে ""দিদি তুমি দিল্লি চলো,আমরা তোমার সাথে আছি ""-এমন স্লোগানে ভরা পদযাত্রায় সামিল হলেন। কিন্তু এই দিকপাল ফুটবলারদের হেলিকপ্টার নিয়ে দুর্গাপুরে আগমনকে ঘিরে বিতর্ক দেখা দিল। সিপিআই(এম) নেতা পঙ্কজ রায় সরকার স্পষ্ট জানালেন,"" হেলিকপ্টারের অনুমোদন ছিল কিনা তা আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাইব। ""বিজেপির পক্ষ থেকেও একই অভিযোগ জানানো হয় আমাদের কাছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জবাব ""বিরোধীদের বলুন অযথা বিরোধিতা ছেড়ে সংগঠনে মন দিক। আমাদের কাছে হেলিকপ্টার নামার বৈধ অনুমোদন ছিল""- এমনটাই দাবী তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের।

তৃণমূল কংগ্রেসের জন্য প্রচারে আজ দুর্গাপুরে, কলকাতা থেকে উড়ে এলেন ১২ জন প্রাক্তন ফুটবলার ।কলকাতা ময়দানসহ দেশের বিভিন্ন রাজ্যে নিজেদের ফুটবল প্রতিভার স্বাক্ষর রাখা গৌতম সরকার,প্রশান্ত ব্যানার্জ্জী,আলভিটো ডি-কুনহো,রহিম নবিরা আজ পদযাত্রায় সামিল হলেন দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড় থেকে প্রান্তিকা পর্যন্ত । এই পদযাত্রার আয়োজক রাজ্যসরকারের "" খেলাশ্রী""প্রকল্পে আর্থিক অনুদান পাওয়া ক্লাবগুলি।সমবেত কন্ঠে আওয়াজ উঠল” দিদি তুমি দিল্লী চল , আমরা তোমার সাথে আছি ” কিন্তু শনিবার বিকালে দুর্গাপুরের ভগত সিং ক্রীড়াঙ্গনে হেলকপ্টারে করে নামেন। আর তা নিয়েই বিতর্ক।উদ্যোক্তাদের দাবী "" খোদ দিদি এদের হেলিকপ্টার ভাড়া করে পাঠিয়েছেন।""কিন্তু এই হেলিকপ্টার নামার জন্য অনুমোদন বা এই হেলিকপ্টার এর খরচ কি নির্বাচনের খরচের তালিকায় যুক্ত হবে?এমন প্রশ্ন তোলে বিরোধী রাজনৈতিক দলগুলি।সিপিআই(এম) এর পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন "" এই কপ্টার এর নামার অনুমোদন আদৌ ছিল কিনা তা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হব আমরা।আর এই মিছিল অরাজনৈতিক বলে প্রচার করা হলেও খেলাশ্রী প্রকল্পের ব্যানার, টিএমসি র পোষ্টার নিয়ে হয়েছে।তাহলে এর খরচ টাও তো ধরতে হবে কমিশনকে।""প্রায় একই অভিযোগ তোলা হয় বিজেপি র পক্ষ থেকেও।

এদিন দুর্গাপুরের ভিড়িঙ্গি মোড় থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত ক্লাব সমন্বয়ের উদ্যোগে এই মিছিলে অংশগ্রহন করেন এই প্রাক্তন দিকপাল ফুটবলাররা । এদিন উপস্থিত ছিলেন আ্যলভিটো ডিকুনহো , রহিম নবি , প্রশান্ত ব্যানার্জী , কৃষ্ণেন্দু রায় , বিদেশ বোস , সমরেশ চৌধুরী , মানস ভট্টাচার্য ,অমিত দাস , অলোক দাস , গৌতম সরকার প্রমুখ । প্রায় ১১৫ টি ক্লাবের সদস্যরা এই পদযাত্রায় অংশ নেই। অরাজনৈতিক এই পদযাত্রায় শাসকদলের পক্ষে কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল , বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ তৃণমূল জেলা নেতৃত্বকে পদযাত্রায় পা-মেলাতে দেখা যায় ।

হেলিকপ্টার বিতর্ক নিয়ে তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা কার্যকরি সভাপতি উত্তম মুখার্জী জানান যে, "" ছোট ছোট চৌকিদার ও কমরেডবাবুরা আসুন দেখে যান হেলিকপ্টারের অনুমতি নেওয়া হয়েছে ।আর এদের নিয়ে এসেছেন ক্লাব সমন্বয় কমিটি আমরা পিছন থেকে সাহায্য করেছি মাত্র।""Body:KpiConclusion:Copy
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.