দুর্গাপুর , 4 মে : কাঁকসা ব্লকের কয়েক হাজার বাসিন্দা ডিজিটাল রেশন কার্ড পাননি । তাই রেশন সামগ্রী পাচ্ছেন না বলে অভিযোগ । তাই আজ সামাজিক দূরত্ব না মেনেই BDO অফিসের সামনে বিক্ষোভ দেখান তাঁরা।
তাঁদের অনেকের অভিযোগ, "নির্দিষ্ট রেশন দোকানে গেলে ডিলার বলছেন পঞ্চায়েত অথবা খাদ্য দপ্তরে গিয়ে লিখিয়ে নিয়ে আসুন ।আবার খাদ্য দপ্তরে গেলে বলা হচ্ছে আপনারা স্থানীয় পঞ্চায়েত থেকে লিখিয়ে আনুন।" তাই আজ সকাল থেকেই কাঁকসার BDO -র দপ্তরের সামনে বিক্ষোভ দেখান তাঁরা । খবর পেয়ে ঘটনাস্থানে আসে কাঁকসা থানার পুলিশ ।
স্থানীয়রা BDO অফিসে গিয়ে তাঁরা প্রশ্ন করেন, সরকারিভাবে ডিজিটাল কার্ড যাঁদের হাতে পৌঁছায়নি কেন তাঁদের নিয়ে আলাদা করে ভাবা হয়নি ? এক স্থানীয় বাসিন্দা বলেন, "লকডাউন চলাকালীন আমাদের মতো দরিদ্র পরিবারগুলি রেশন সামগ্রী পাওয়া থেকে যখন বঞ্চিত হচ্ছে তখন কেন ভাবছে না সরকার? স্থানীয় পঞ্চায়েত এবং স্থানীয় প্রশাসন কেন এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে না ?"