ETV Bharat / city

দুর্গাপুরে নির্মীয়মাণ বহুতল পরিদর্শনে পুলিশ ও নগরনিগমের কর্তারা - দুর্গাপুর নগরনিগম

রাস্তা থেকে সামান্য দূরেই বাণিজ্যিক ভবন নির্মাণের অনুমোদন পুলিশকে না জানিয়েই দিয়েছিল দুর্গাপুর নগরনিগম ৷ অভিযোগ এমনটাই ৷ আজ ওই ভবন পরিদর্শনে যান ট্র্যাফিক বিভাগের ACP শাশ্বতী শ্বেতা সামন্ত ৷

নির্মীয়মান বহুতলে পার্কিং বিতর্ক
নির্মীয়মান বহুতলে পার্কিং বিতর্ক
author img

By

Published : Mar 19, 2020, 4:42 PM IST

Updated : Mar 19, 2020, 9:54 PM IST

দুর্গাপুর, 19 মার্চ: বেনাচিতির আনন্দগোপাল মুখার্জি সরণিতে রাস্তা থেকে সামান্য দূরে নির্মীয়মাণ বহুতল বাণিজ্যিক ভবন তৈরি নিয়ে বিতর্ক । ট্র্যাফিকের সমস্যা হতে পারে, এই আশঙ্কায় এই বাণিজ্যিক ভবন পরিদর্শনে যান ট্র্যাফিক বিভাগের ACP শাশ্বতী শ্বেতা সামন্ত । সঙ্গে ছিলেন দুর্গাপুর নগরনিগমের কর্তারা ।

শিল্প শহর দুর্গাপুরের অন্যতম প্রাচীন বাজার বেনাচিতি ৷ এই বাজারের আনন্দগোপাল মুখার্জি সরণিতে যেখানে এক সময় অনুরাধা প্রেক্ষাগৃহ ছিল সেখানেই আজ গড়ে উঠেছে একটি বহুতল মাল্টিপ্লেক্স ৷ মাল্টিপ্লেক্সের প্রায় 90 শতাংশ তৈরি হয়ে গেছে । 2012 সালে দুর্গাপুর নগরনিগম বোর্ডের সদস্যরা মাল্টিপ্লেক্সটি তৈরির অনুমোদন দিয়েছিলেন ৷ কিন্তু মাল্টিপ্লেক্সটি রাস্তা থেকে যতটা দূরত্ব রেখে তৈরি করার কথা ছিল সেটা না করে অনেকটাই সামনের দিকে তৈরি করা হয়েছে ৷ সামনে ফাঁকা জায়গা কম ৷ ফলে পার্কিং-এর জায়গা কম ৷ এখন মূল রাস্তা থেকে মাত্র কয়েক মিটার দূরে এই মাল্টিপ্লেক্স নির্মাণের অনুমোদন কীভাবে দিল দুর্গাপুর নগরনিগম তা নিয়ে উঠেছে প্রশ্নচিহ্ন ৷ এর উত্তরে বর্তমান নগরনিগমের দুই মেয়র পারিষদ সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায় ও প্রভাত চট্টোপাধ্যায় জানান, যখন নগরনিগম ছাড়পত্র দিয়েছিল, তখন সরেজমিনে খতিয়ে দেখেনি । এখন দেখতে এসে দেখা যাচ্ছে রাস্তা থেকে খুব কম দূরত্বে এই মাল্টিপ্লেক্সটি তৈরি করা হয়েছে ৷

multistored building
এই সেই নির্মীয়মাণ বহুতল বাণিজ্যিক ভবন

তাঁরা আরও জানান, আগে মাল্টিপ্লেক্স তৈরির জন্য পুলিশের সঙ্গে আলোচনা করা হত না ৷ এবার থেকে দুর্গাপুর নগরনিগম কোনও বহুতল নির্মাণের অনুমোদন দেওয়ার সময় পুলিশের ট্র্যাফিক বিভাগের সঙ্গে আলোচনা করবে । এবার এই প্রস্তাব দেওয়া হবে । পাশাপাশি অমিতাভবাবু জানান, রাস্তা থেকে যতটা ছেড়ে ওই বহুতল নির্মাণের কথা ছিল নির্মাণকারী সংস্থা সেটা করেনি । তাই তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন ।

দুর্গাপুরে নির্মীয়মাণ বহুতল পরিদর্শনে পুলিশ ও নগরনিগমের কর্তারা

এ বিষয়ে ওই বহুতল নির্মাণকারী সংস্থার জেনেরাল ম্যানেজার মুকেশ ওয়ারেচা বলেন," আমরা দুর্গাপুর নগরনিগমের অনুমোদন নিয়েছিলাম ৷ সেই মতোই নির্মাণ কাজ এগিয়েছি ।"

দুর্গাপুর, 19 মার্চ: বেনাচিতির আনন্দগোপাল মুখার্জি সরণিতে রাস্তা থেকে সামান্য দূরে নির্মীয়মাণ বহুতল বাণিজ্যিক ভবন তৈরি নিয়ে বিতর্ক । ট্র্যাফিকের সমস্যা হতে পারে, এই আশঙ্কায় এই বাণিজ্যিক ভবন পরিদর্শনে যান ট্র্যাফিক বিভাগের ACP শাশ্বতী শ্বেতা সামন্ত । সঙ্গে ছিলেন দুর্গাপুর নগরনিগমের কর্তারা ।

শিল্প শহর দুর্গাপুরের অন্যতম প্রাচীন বাজার বেনাচিতি ৷ এই বাজারের আনন্দগোপাল মুখার্জি সরণিতে যেখানে এক সময় অনুরাধা প্রেক্ষাগৃহ ছিল সেখানেই আজ গড়ে উঠেছে একটি বহুতল মাল্টিপ্লেক্স ৷ মাল্টিপ্লেক্সের প্রায় 90 শতাংশ তৈরি হয়ে গেছে । 2012 সালে দুর্গাপুর নগরনিগম বোর্ডের সদস্যরা মাল্টিপ্লেক্সটি তৈরির অনুমোদন দিয়েছিলেন ৷ কিন্তু মাল্টিপ্লেক্সটি রাস্তা থেকে যতটা দূরত্ব রেখে তৈরি করার কথা ছিল সেটা না করে অনেকটাই সামনের দিকে তৈরি করা হয়েছে ৷ সামনে ফাঁকা জায়গা কম ৷ ফলে পার্কিং-এর জায়গা কম ৷ এখন মূল রাস্তা থেকে মাত্র কয়েক মিটার দূরে এই মাল্টিপ্লেক্স নির্মাণের অনুমোদন কীভাবে দিল দুর্গাপুর নগরনিগম তা নিয়ে উঠেছে প্রশ্নচিহ্ন ৷ এর উত্তরে বর্তমান নগরনিগমের দুই মেয়র পারিষদ সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায় ও প্রভাত চট্টোপাধ্যায় জানান, যখন নগরনিগম ছাড়পত্র দিয়েছিল, তখন সরেজমিনে খতিয়ে দেখেনি । এখন দেখতে এসে দেখা যাচ্ছে রাস্তা থেকে খুব কম দূরত্বে এই মাল্টিপ্লেক্সটি তৈরি করা হয়েছে ৷

multistored building
এই সেই নির্মীয়মাণ বহুতল বাণিজ্যিক ভবন

তাঁরা আরও জানান, আগে মাল্টিপ্লেক্স তৈরির জন্য পুলিশের সঙ্গে আলোচনা করা হত না ৷ এবার থেকে দুর্গাপুর নগরনিগম কোনও বহুতল নির্মাণের অনুমোদন দেওয়ার সময় পুলিশের ট্র্যাফিক বিভাগের সঙ্গে আলোচনা করবে । এবার এই প্রস্তাব দেওয়া হবে । পাশাপাশি অমিতাভবাবু জানান, রাস্তা থেকে যতটা ছেড়ে ওই বহুতল নির্মাণের কথা ছিল নির্মাণকারী সংস্থা সেটা করেনি । তাই তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন ।

দুর্গাপুরে নির্মীয়মাণ বহুতল পরিদর্শনে পুলিশ ও নগরনিগমের কর্তারা

এ বিষয়ে ওই বহুতল নির্মাণকারী সংস্থার জেনেরাল ম্যানেজার মুকেশ ওয়ারেচা বলেন," আমরা দুর্গাপুর নগরনিগমের অনুমোদন নিয়েছিলাম ৷ সেই মতোই নির্মাণ কাজ এগিয়েছি ।"

Last Updated : Mar 19, 2020, 9:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.