ETV Bharat / city

আইএনটিটিইউসি’র গোষ্ঠীকোন্দলের জেরে ভাঙচুর দুর্গাপুর ইস্পাত কারখানায়, গ্রেফতার 5

author img

By

Published : Aug 2, 2021, 2:04 PM IST

ঠিকা শ্রমিক নিয়োগকে ঘিরে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র দুই গোষ্ঠীর মধ্যে ব্য়াপক সংঘর্ষ ৷ দুর্গাপুর ইস্পাত কারখানার ঘটনায় মোট 8 জন আহত হয়েছেন ৷ 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে ৷

TMC Labour Union INTTUCs Inner Clash in Durgapur Still Plant
আইএনটিটিইউসি’র গোষ্ঠীকোন্দলের জেরে ভাঙচুর দুর্গাপুর ইস্পাত কারখানায়, গ্রেফতার 5 জন

দুর্গাপুর, 2 অগস্ট : ঠিকা শ্রমিক নিয়োগকে ঘিরে রাতভর উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায় ৷ তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঠিকা শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয় রবিবার রাতে ৷ ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি গাড়িতে ৷ ঘটনায় দু’তরফের মোট 8 জন আহত হয়েছেন ৷ অশান্তি, ভাঙচুরের অভিযোগে মোট 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে ৷ রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুর্গাপুর থানা থেকে বাহিনীর পাশাপাশি কমব্যাট ফোর্স নামাতে হয় প্রশাসনকে ৷

প্রসঙ্গত, রবিবার দুর্গাপুর ইস্পাত কারখানার তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র রাজ্য কোর কমিটির সদস্য প্রভাত চট্টোপাধ্যায়ের অনুগামীরা ঠিকা শ্রমিক নিয়োগ নিয়ে একটি স্মারকলিপি জমা দিতে যায় ওয়ারিয়া ফাঁড়িতে ৷ অভিযোগ সেই সময় তৃণমূলের শ্রমিক সংগঠনের আরেক গোষ্ঠী অর্থাৎ, পশ্চিম বর্ধমান আইএনটিটিইউসি’র সভাপতি বিশ্বনাথ পাড়িয়ালের অনুগামীরা তাঁদের উপর হামলা চালায় ৷ বাঁশ, লাঠি নিয়ে মেনগেটের সামনে প্রভাত চট্টোপাধ্যায়ের লোকজনের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ বেধড়ক মারধর করা হয় তাঁদের ৷ পাল্টা বিশ্বনাথ পাড়িয়ালের লোকজনদের উপর অপর গোষ্ঠীর লোকজন হামলা চালায় বলে অভিযোগ ৷

আইএনটিটিইউসি’র গোষ্ঠীকোন্দলের জেরে ভাঙচুর দুর্গাপুর ইস্পাত কারখানায়, গ্রেফতার 5 জন

আরও পড়ুন : পঞ্চায়েত পরিচালনা করবে কে? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত 5

ঘটনায় বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ইস্পাত কারখানায় পৌঁছায় ৷ কিন্তু, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও বাহিনী প্রয়োজন বুঝতে পেরে পুলিশের তরফে প্রশাসনিক স্তরে যোগাযোগ করে কমব্যাট ফোর্স নামানোর ব্যবস্থা করা হয় ৷ পাশাপাশি দুর্গাপুর থানা থেকে বিশাল পুলিশ বাহিনীও নামানো হয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের তরফে লাঠিচার্জ করা হয় ৷ ঘটনায় দু’তরফের মোট 8 জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর ৷ অন্যদিকে অশান্তি পাকানো এবং মারধর ও ভাঙচুরের ঘটনায় মোট 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে ৷

দুর্গাপুর, 2 অগস্ট : ঠিকা শ্রমিক নিয়োগকে ঘিরে রাতভর উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায় ৷ তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঠিকা শ্রমিক নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয় রবিবার রাতে ৷ ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি গাড়িতে ৷ ঘটনায় দু’তরফের মোট 8 জন আহত হয়েছেন ৷ অশান্তি, ভাঙচুরের অভিযোগে মোট 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে ৷ রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুর্গাপুর থানা থেকে বাহিনীর পাশাপাশি কমব্যাট ফোর্স নামাতে হয় প্রশাসনকে ৷

প্রসঙ্গত, রবিবার দুর্গাপুর ইস্পাত কারখানার তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র রাজ্য কোর কমিটির সদস্য প্রভাত চট্টোপাধ্যায়ের অনুগামীরা ঠিকা শ্রমিক নিয়োগ নিয়ে একটি স্মারকলিপি জমা দিতে যায় ওয়ারিয়া ফাঁড়িতে ৷ অভিযোগ সেই সময় তৃণমূলের শ্রমিক সংগঠনের আরেক গোষ্ঠী অর্থাৎ, পশ্চিম বর্ধমান আইএনটিটিইউসি’র সভাপতি বিশ্বনাথ পাড়িয়ালের অনুগামীরা তাঁদের উপর হামলা চালায় ৷ বাঁশ, লাঠি নিয়ে মেনগেটের সামনে প্রভাত চট্টোপাধ্যায়ের লোকজনের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ বেধড়ক মারধর করা হয় তাঁদের ৷ পাল্টা বিশ্বনাথ পাড়িয়ালের লোকজনদের উপর অপর গোষ্ঠীর লোকজন হামলা চালায় বলে অভিযোগ ৷

আইএনটিটিইউসি’র গোষ্ঠীকোন্দলের জেরে ভাঙচুর দুর্গাপুর ইস্পাত কারখানায়, গ্রেফতার 5 জন

আরও পড়ুন : পঞ্চায়েত পরিচালনা করবে কে? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত 5

ঘটনায় বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ইস্পাত কারখানায় পৌঁছায় ৷ কিন্তু, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও বাহিনী প্রয়োজন বুঝতে পেরে পুলিশের তরফে প্রশাসনিক স্তরে যোগাযোগ করে কমব্যাট ফোর্স নামানোর ব্যবস্থা করা হয় ৷ পাশাপাশি দুর্গাপুর থানা থেকে বিশাল পুলিশ বাহিনীও নামানো হয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের তরফে লাঠিচার্জ করা হয় ৷ ঘটনায় দু’তরফের মোট 8 জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর ৷ অন্যদিকে অশান্তি পাকানো এবং মারধর ও ভাঙচুরের ঘটনায় মোট 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.