দুর্গাপুর ,27 এপ্রিল : ওষুধের দোকান থেকে প্রেসক্রিপশন ছাড়া জ্বর-কাশি-সর্দির ওষুধ কিনলে নাম ঠিকানা এবং ফোন নম্বর লিখে রাখতে হবে ৷ তা জানাতে হবে দুর্গাপুর নগর নিগমেকে । এমনই নির্দেশিকা জারি করল দুর্গাপুর নগর নিগম । সোমবার বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের (BCDA)প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন নগর নিগমের পদাধিকারীরা ।
কোরোনা ভাইরাস নিয়ে সতর্কতা । এখনও পর্যন্ত দুর্গাপুর মহকুমা কোরোনা ভাইরাস মুক্ত। কিন্তু সতর্ক দুর্গাপুর নগরনিগম ।আর সেই সতর্কতার কারণেই সোমবার দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ রাখি তিওয়ারি, নগর নিগমের স্বাস্থ্য আধিকারিক ডাক্তার দেবব্রত সাহানা এবং দু'নম্বর বরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার গুরুত্বপূর্ণ বৈঠক করলেন বেঙ্গল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে। এই বৈঠকে দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে BCDA এর প্রতিনিধিদের কাছে আবেদন করা হয় যে, দুর্গাপুরের যে সমস্ত খুচরো ওষুধের দোকানগুলি রয়েছে সেখানে বহু মানুষ প্রেসক্রিপশন ছাড়াই জ্বর,সর্দি,কাশির ওষুধ কিনে খান। তাই এবার থেকে এই ধরনের রোগের উপসর্গ নিয়ে আসা মানুষদের নাম ঠিকানা এবং ফোন নম্বর দুর্গাপুর নগরনিগমেকে জানাতে হবে। প্রায় এক ঘণ্টার বৈঠকে আলোচিত হয় জীবনদায়ি সমস্ত ওষুধ পত্র জোগান দিতে হবে খুচরো ওষুধ বিক্রেতাদেরকে ।
বেশ কিছু ওষুধ বাজারে পাওয়া যাচ্ছে না বলে যে অভিযোগ উঠছে। সেই বিষয়েও আলোচনা হয় দুই পক্ষের মধ্যে। তবে Covid-19 নিয়ে সতর্ক দুর্গাপুর নগর নিগম । এবং সেই কারণেই এবার ওষুধের দোকানে প্রেসক্রিপশন ছাড়াই জ্বর,সর্দি,কাশির উপসর্গ নিয়ে ওষুধ কিনতে যাওয়া ব্যক্তির নাম ঠিকানা এবং ফোন নম্বর দুর্গাপুর নগরনিগমের কাছে জমা করতে হবে। দুর্গাপুর নগরনিগমের স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ সদস্য রাখি তিওয়ারি জানান," এতে আমরা জানতে পারব কোন কোন ওয়ার্ডে কারা কারা জ্বরে আক্রান্ত। স্বাস্থ্যকর্মীদেরকে তাঁদের বাড়ি বাড়ি পাঠিয়ে তাদের স্বাস্থ্যের খোঁজ নেওয়া যাবে। সতর্কতামূলক এই পদক্ষেপ আমরা গ্রহণ করলাম।"
কোরোনা সংক্রমণ আটকাতে দুর্গাপুর নগর নিগম তৎপর। তাই দুর্গাপুর নগর নিগমের পক্ষ থেকে এই ধরণের অভিনব সচেতনতামূলক পদক্ষেপ নেওয়া হলো। এবার থেকে প্রেসক্রিপশন ছাড়া যাঁরা জ্বর সর্দি কাশির ওষুধ কিনতে যাবেন তাঁদের বিস্তারিত ডাটা জমা হবে দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তরে। আর দুর্গাপুরের খুচরো ওষুধ বিক্রেতারা সিংহভাগই BCDA এর সদস্য। তাই এই সংগঠনের দায়িত্ব যাতে খুচরো ওষুধ বিক্রেতারা যাঁরা প্রেসক্রিপশন ছাড়া জ্বর, সর্দি ,কাশির ওষুধ কিনবেন, তাঁদের বিস্তারিত তথ্য লিখে রাখেন এবং তা দুর্গাপুর নগর নিগমের কাছে যাতে জমা হয় তা দেখভাল করবেন।