দুর্গাপুর, 15 জুন : এখনও কোরোনামুক্ত নয় আমাদের রাজ্য । কিন্তু, সমানতালে সামাজিক দূরত্বকে অবজ্ঞা করার ছবি দেখা যাচ্ছে দুর্গাপুরে । তৃণমূল কংগ্রেসের পর এবার BJP-র একটি অনুষ্ঠানে দেখা গেল সামাজিক দূরত্বকে বুড়ো আঙুল দেখাতে । সামাজিক দূরত্ব মানা হচ্ছে না কেল, সেই প্রশ্ন শুনে BJP-র পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই জানান, মাস্ক পরার বা সামাজিক দূরত্ব মানার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েও কাজ হয়নি ।
কয়েকদিন আগে মন্ত্রী মলয় ঘটক, আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে দেখা গেছিল সামাজিক দূরত্বকে অবজ্ঞা করে অনুষ্ঠান করতে । তৃণমূল কংগ্রেসের সেই অনুষ্ঠান সমালোচিত হয় । এবার দুর্গাপুরের MMC টাউনশিপে দলীয় একটি অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইকে দেখা গেল ভিড়ের সাথে মিশে থাকতে ।
শনিবার MMC টাউনশিপের একটি খেলার মাঠে BJP-তে যোগদান শীর্ষক অনুষ্ঠানে রাজ্যের শাসক দলের প্রায় 330 জন কর্মী-সমর্থক BJP-তে যোগদান করেন বলে দাবি লক্ষণ ঘড়ুইয়ের । BJP-র এই অনুষ্ঠানে সিংহভাগ মানুষের মুখে মাস্ক ছিল না । ভিড়ে গাদাগাদি করেই দাঁড়িয়ে থাকতে দেখা গেল কর্মী-সমর্থকদের । যা নিয়ে প্রশ্ন তুলতেই লক্ষণ ঘোড়ুই সাফাই দিলেন, "প্রথমে ভেবেছিলাম কম মানুষ যোগদান করবেন । তারপর দেখলাম দলে দলে মানুষ এসে যোগ দিচ্ছেন BJP-তে । সবাইকে আমরা আবেদন জানিয়েছি মাস্ক পরার জন্য, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ।"