দুর্গাপুর, 26 এপ্রিল : দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের 147 নম্বর বুথের কাছে থাকা তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে । যে ঘটনায় তৃণমূলের কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে ৷ বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যান দুর্গাপুর পশ্চিম বিধানসভার তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল ৷
আরও পড়ুন : ভাতারে ভোটারদের উপর কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ
সপ্তম দফার নির্বাচনে দুর্গাপুর পশ্চিম বিধানসভার 147 নম্বর বুথের কাছে ক্যাম্প অফিস করেছিল তৃণমূল ৷ অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে সেই ক্যাম্প অফিস ভেঙে দেয় ৷ সেই সঙ্গে তৃণমূল কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে ৷ সেই সঙ্গে মহিলাদেরও গালাগালি দেওয়া হয় বলে অভিযোগ করেছে স্থানীয় তৃণমূল কর্মীরা ৷ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন ৷ অন্যদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যান দুর্গাপুর পশ্চিম বিধানসভার তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল ৷ তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রীয় বাহিনীর বিজেপির হয়ে ভোটে কাজ করছে ৷ আর তারই ফল স্বরূপ তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুর এবং কর্মীদের মারধর করা হয়েছে ৷ এর প্রতিবাদে তিনি পথ অবরোধরে হুঁশিয়ারি দিয়েছেন ৷