ETV Bharat / city

ভাড়া 10 টাকা, অটো চালক চাইছেন 60 ! - মিনিবাস ধর্মঘটের সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া হাঁকাচ্ছে অটো চালকরা দুর্গাপুরে

যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত ভাড়া চাইছে অটো চালকরা ৷ যে দূরত্ব যেতে মিনিবাসে ভাড়া মাত্র দশ টাকা ৷ সেই একই দূরত্ব যেতে অটো ভাড়া চাওয়া হচ্ছে 60 টাকা ৷

অতিরিক্ত ভাড়া চাইছে অটো চালকরা
author img

By

Published : Aug 26, 2019, 11:26 AM IST

Updated : Aug 26, 2019, 12:17 PM IST

দুর্গাপুর, 26 অগাস্ট : জেলাজুড়ে চলছে মিনিবাস ধর্মঘট ৷ আর এই সুযোগে অতিরিক্ত ভাড়া হাঁকছে অটো ও টোটো চালকদের একাংশ৷ অভিযোগ নিত্যযাত্রীদের ৷

আরও পড়ুন: পশ্চিম বর্ধমানে মিনিবাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

আজ পশ্চিম বর্ধমান জেলাজুড়ে মিনিবাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলার মিনিবাস মালিক সংগঠনগুলি ৷ ধর্মঘটে সামিল জেলার প্রায় 700টি মিনিবাস ৷ আর এই সুযোগ হাতছাড়া করেনি অটো এবং টোটো চালকদের একাংশ ৷ যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত ভাড়া চাইছে অটো চালকরা ৷ যে দূরত্ব যেতে মিনিবাসে ভাড়া মাত্র দশ টাকা, সেই একই দূরত্ব যেতে অটো ভাড়া চাওয়া হচ্ছে 60 টাকা ৷ আজ সপ্তাহের প্রথম দিন ৷ খোলা স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি অফিস ৷ কিন্তু ধর্মঘটের জেরে বিপাকে অফিস যাত্রী থেকে স্কুল পড়ুয়ারা ৷ পরিস্থিতির সুযোগ নিয়ে রাস্তায় নেমেছে TI নম্বর ছাড়া বেশ কয়েকটি বেআইনি টোটোও ৷

ভিডিয়োয় দেখুন...

বিমল চ্যাটার্জি নামে এক যাত্রী বলেন, "হাসপাতাল যাব বলে বেরিয়েছিলাম । ফিরে যেতে হবে । আর কিছু করার নেই । অটো-টোটো প্রচুর টাকা নেবে । কী করব আর ?"

উল্লেখ্য, মিনিবাস রুটে দিন দিন অটো ও টোটোর সংখ্যা বাড়ায় যাত্রীর অভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছিল বাস মালিকদের ৷ দীর্ঘদিন ধরে জেলা প্রশাসন থেকে শুরু করে মহকুমা প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি । তাই আজ জেলাজুড়ে মিনিবাস ধর্মঘটের ডাক দিয়েছে মিনিবাস মালিক সংগঠনগুলি ৷ মিনিবাস মালিক সংগঠনের বক্তব্য, এই পরিষেবার সঙ্গে জড়িত রয়েছেন অনেক পরিবহন শ্রমিক ৷ এছাড়া অটো বা টোটোর থেকে অনেক বেশি অর্থ রাজ্য সরকারকে বিভিন্ন খাতে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে । তাই প্রশাসন যদি মিনিবাস রুটে অটো এবং টোটো চলাচল বন্ধ না করে তাহলে তাদের এই পরিষেবা বন্ধ করে দিতে হবে ৷ একটি মিনিবাস মালিক সংগঠনের সম্পাদক কাজল দে বলেন, "অনেক দাবিদাওয়া নিয়ে আজ তাই প্রতীকী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷"

দুর্গাপুর, 26 অগাস্ট : জেলাজুড়ে চলছে মিনিবাস ধর্মঘট ৷ আর এই সুযোগে অতিরিক্ত ভাড়া হাঁকছে অটো ও টোটো চালকদের একাংশ৷ অভিযোগ নিত্যযাত্রীদের ৷

আরও পড়ুন: পশ্চিম বর্ধমানে মিনিবাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

আজ পশ্চিম বর্ধমান জেলাজুড়ে মিনিবাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলার মিনিবাস মালিক সংগঠনগুলি ৷ ধর্মঘটে সামিল জেলার প্রায় 700টি মিনিবাস ৷ আর এই সুযোগ হাতছাড়া করেনি অটো এবং টোটো চালকদের একাংশ ৷ যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত ভাড়া চাইছে অটো চালকরা ৷ যে দূরত্ব যেতে মিনিবাসে ভাড়া মাত্র দশ টাকা, সেই একই দূরত্ব যেতে অটো ভাড়া চাওয়া হচ্ছে 60 টাকা ৷ আজ সপ্তাহের প্রথম দিন ৷ খোলা স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি অফিস ৷ কিন্তু ধর্মঘটের জেরে বিপাকে অফিস যাত্রী থেকে স্কুল পড়ুয়ারা ৷ পরিস্থিতির সুযোগ নিয়ে রাস্তায় নেমেছে TI নম্বর ছাড়া বেশ কয়েকটি বেআইনি টোটোও ৷

ভিডিয়োয় দেখুন...

বিমল চ্যাটার্জি নামে এক যাত্রী বলেন, "হাসপাতাল যাব বলে বেরিয়েছিলাম । ফিরে যেতে হবে । আর কিছু করার নেই । অটো-টোটো প্রচুর টাকা নেবে । কী করব আর ?"

উল্লেখ্য, মিনিবাস রুটে দিন দিন অটো ও টোটোর সংখ্যা বাড়ায় যাত্রীর অভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছিল বাস মালিকদের ৷ দীর্ঘদিন ধরে জেলা প্রশাসন থেকে শুরু করে মহকুমা প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি । তাই আজ জেলাজুড়ে মিনিবাস ধর্মঘটের ডাক দিয়েছে মিনিবাস মালিক সংগঠনগুলি ৷ মিনিবাস মালিক সংগঠনের বক্তব্য, এই পরিষেবার সঙ্গে জড়িত রয়েছেন অনেক পরিবহন শ্রমিক ৷ এছাড়া অটো বা টোটোর থেকে অনেক বেশি অর্থ রাজ্য সরকারকে বিভিন্ন খাতে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে । তাই প্রশাসন যদি মিনিবাস রুটে অটো এবং টোটো চলাচল বন্ধ না করে তাহলে তাদের এই পরিষেবা বন্ধ করে দিতে হবে ৷ একটি মিনিবাস মালিক সংগঠনের সম্পাদক কাজল দে বলেন, "অনেক দাবিদাওয়া নিয়ে আজ তাই প্রতীকী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷"

Intro:মিনিবাসের রুটে অটো ও টোটো চলার কারনে ক্ষতির মুখে পড়ে আজ পশ্চিম বর্ধমান জেলার ৭৭০ টি মিনিবাস একদিনের ধর্মঘটের ডাক দেয়।বিপাকে যাত্রীরা আর এই সুযোগে রাস্তায় নেমে পড়েছে আবার বে আইনি টি আই নাম্বারহীন টোটো। অটোগুলিও চাইছে অতিরিক্ত ভাড়া এমনটাই অভিযোগ যাত্রীদের।দুর্গাপুর মহকুমাসহ পশ্চিম বর্ধমান জেলাজুড়ে আজ মিনিবাস ধর্মঘটের জেরে ২২০ টি দুর্গাপুর মহকুমার মিনিবাস বাস বন্ধ।যাত্রীরা গন্তব্যে পৌঁছাবেন কিভাবে তাই নিয়ে দুশ্চিন্তায় পড়েন সকাল থেকেই।আজ আবার সকাল থেকেই দেখা গেল টি আই নাম্বারহীন টোটোগূলিকে।যে টোটো ধরপাকড় করে কয়েকদিন আগেই মহকুমা পরিবহন দপ্তর ও পুলিশ।টি আই নাম্বারহীন টোটো চলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। রাজ্য সরকারকে অবৈধ টোটো বন্ধের নির্দেশ দেওয়া হয়।কিন্তু আজ মিনিবাস ধর্মঘটের জেরে রাস্তায় নেমে পড়েছে সেই বে আইনি টোটোগুলিও।টোটো ও অটোগুলি যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া চাইছে বলে অভিযোগ। এই নিয়ে বেনাচিতি প্রান্তিকা তে মিনিবাস ও অটো স্ট্যান্ডে দুই পক্ষের বচসা বাঁধে।আসে পুলিশ।স্কুল,কলেজ পড়ুয়া থেকে সাধারন যাত্রীরা যেখানে মিনিবাসে ৮-১০ টাকায় নিজের গন্তব্যে যেতেন আজ সেখানে পৌঁছে দিতে অটো চালকরা ৫০-৬০ টাকা চাইছে বলে অভিযোগ এক মহিলা যাত্রীর।Body:গConclusion:হ
Last Updated : Aug 26, 2019, 12:17 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.