দুর্গাপুর, 26 অগাস্ট : জেলাজুড়ে চলছে মিনিবাস ধর্মঘট ৷ আর এই সুযোগে অতিরিক্ত ভাড়া হাঁকছে অটো ও টোটো চালকদের একাংশ৷ অভিযোগ নিত্যযাত্রীদের ৷
আরও পড়ুন: পশ্চিম বর্ধমানে মিনিবাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা
আজ পশ্চিম বর্ধমান জেলাজুড়ে মিনিবাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলার মিনিবাস মালিক সংগঠনগুলি ৷ ধর্মঘটে সামিল জেলার প্রায় 700টি মিনিবাস ৷ আর এই সুযোগ হাতছাড়া করেনি অটো এবং টোটো চালকদের একাংশ ৷ যাত্রীদের অভিযোগ, অতিরিক্ত ভাড়া চাইছে অটো চালকরা ৷ যে দূরত্ব যেতে মিনিবাসে ভাড়া মাত্র দশ টাকা, সেই একই দূরত্ব যেতে অটো ভাড়া চাওয়া হচ্ছে 60 টাকা ৷ আজ সপ্তাহের প্রথম দিন ৷ খোলা স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি অফিস ৷ কিন্তু ধর্মঘটের জেরে বিপাকে অফিস যাত্রী থেকে স্কুল পড়ুয়ারা ৷ পরিস্থিতির সুযোগ নিয়ে রাস্তায় নেমেছে TI নম্বর ছাড়া বেশ কয়েকটি বেআইনি টোটোও ৷
বিমল চ্যাটার্জি নামে এক যাত্রী বলেন, "হাসপাতাল যাব বলে বেরিয়েছিলাম । ফিরে যেতে হবে । আর কিছু করার নেই । অটো-টোটো প্রচুর টাকা নেবে । কী করব আর ?"
উল্লেখ্য, মিনিবাস রুটে দিন দিন অটো ও টোটোর সংখ্যা বাড়ায় যাত্রীর অভাবে ক্ষতির মুখে পড়তে হচ্ছিল বাস মালিকদের ৷ দীর্ঘদিন ধরে জেলা প্রশাসন থেকে শুরু করে মহকুমা প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি । তাই আজ জেলাজুড়ে মিনিবাস ধর্মঘটের ডাক দিয়েছে মিনিবাস মালিক সংগঠনগুলি ৷ মিনিবাস মালিক সংগঠনের বক্তব্য, এই পরিষেবার সঙ্গে জড়িত রয়েছেন অনেক পরিবহন শ্রমিক ৷ এছাড়া অটো বা টোটোর থেকে অনেক বেশি অর্থ রাজ্য সরকারকে বিভিন্ন খাতে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে । তাই প্রশাসন যদি মিনিবাস রুটে অটো এবং টোটো চলাচল বন্ধ না করে তাহলে তাদের এই পরিষেবা বন্ধ করে দিতে হবে ৷ একটি মিনিবাস মালিক সংগঠনের সম্পাদক কাজল দে বলেন, "অনেক দাবিদাওয়া নিয়ে আজ তাই প্রতীকী ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷"