দুর্গাপুর, 20 এপ্রিল : দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য কর্মীদেরকে 400 টি PPE কিট দেওয়া হল।এই অনুষ্ঠানে দুর্গাপুরের একাংশের প্রতি ক্ষোভ উগরে দিলেন দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অগস্তি।
দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের উদ্যোগে দুর্গাপুর সরকারি মহকুমা হাসপাতালের স্বাস্থ্যকর্মীদেরকে সুরক্ষিত রাখার জন্য 400 টি PPE কিট প্রদান করা হয় সোমবার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি,ACP (কাঁকসা) শাশ্বতী শ্বেতা সামন্ত ,বেসরকারি হাসপাতালের চিকিৎসক ডা: অরুণাংশু গাঙ্গুলি এবং উপস্বাস্থ্য অধিকর্তা ডা: কেকা মুখোপাধ্যায় সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দুর্গাপুরের মেয়র বলেন ,"মানুষকে নানাভাবে সচেতন করার কাজ করা হচ্ছে। কিন্তু এক শ্রেণীর মানুষ যাঁরা কোনওভাবেই সচেতন নন। তাই বেলা 11 টা তো দেখা যাচ্ছে চায়ের দোকানে জমিয়ে আড্ডা মারছেন কিংবা ফলের দোকানে গাদাগাদি করে ভিড় করে ফল কিনছেন।"
ডক্টর অরুণাংশু গাঙ্গুলি তাঁর বক্তব্যে বলেন স্বাস্থ্যকর্মীরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, তাঁদের পাশে সবার দাঁড়ানো উচিত । সংবাদমাধ্যমের কর্মীরাও দারুণ কাজ করছেন। সমাজের প্রত্যেকটি খবর সাংবাদিকরা তুলে ধরছেন মানুষের সামনে। তাই আমরা সবাইকে ফেস মাস্ক এবং স্যানিটাইজার দিচ্ছি । অন্যদিকে ACP (কাঁকসা) শাশ্বতী শ্বেতা সামন্ত বলেন মানুষকে আরও সচেতন হতে হবে । আমরা সবাই মিলে চেষ্টা করলে কোরোনা মুক্ত থাকতে পারি।
মানুষকে সচেতন হওয়ার উপর গুরুত্ব দেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি। দুর্গাপুরে এখনও পর্যন্ত কোরোনাতে আক্রান্ত কারও খোঁজ মেলেনি । আরও বেশ কিছুদিন সচেতন হয়ে সরকারি নিষেধাজ্ঞা পালন করতে হবে বলেই মনে করেন দুর্গাপুরের মেয়র-সহ বিশিষ্ট জনেরা।