দুর্গাপুর, 17 এপ্রিল : কোরোনা সংক্রমণে মৃত্যু হয়েছে, এমন দু'জনের মৃতদেহ দাহ করা হবে শ্মশানে ৷ এই খবর ছড়িয়ে পড়তেই শ্মশান পাহারা দিলেন একাধিক বাসিন্দা ৷ দুর্গাপুরের দামোদর লাগোয়া বীরভানপুর শ্মশান ঘাটের ঘটনা ৷ স্থানীয়দের দাবি, কোনওভাবেই ওই দু'টি মৃতদেহ এখানে দাহ করা যাবে না৷
বীরভানপুর শ্মশান লাগোয়া আশিস নগর, বীরভানপুর গ্রামে এই খবর ছড়িয়ে পড়ে ৷ এরপরেই অনেকেই ভিড় জমান বীরভানপুর শ্মশানের সামনে ৷ কোরোনয় মৃত্যু হয়েছে, তাই কোনওভাবেই ওই মৃতদেহ দু'টি এখানে দাহ করা যাবে না বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা ৷ পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷
মহকুমাশাসক অনির্বাণ কোলে জানান, "আমরা পুরো ঘটনাটি শুনেছি৷ বিষয়টা নিয়ে আমরাও খুব উদ্বিগ্ন৷ এলাকার মানুষ ও পুলিশের সঙ্গে আমরা কথা বলেছি৷ এবিষয়ে সচেতন করা হচ্ছে ৷ আমাদের জেলায় এখনও পর্যন্ত কোরোনায় কারও মৃত্যু হয়নি, সেকথা তাঁদের জানানো হয়েছে৷" এই পরিস্থিতিতে গুজব না ছড়ানোর পরামর্শও দিয়েছেন তিনি ৷