ETV Bharat / city

কোরোনা নিয়ে রাজনীতি করছে শাসক দল, অভিযোগ যুব মোর্চার - BJP-র যুব মোর্চা

আজ বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে করে যুব মোর্চা ।

BJP Youth Front
BJP যুব মোর্চা
author img

By

Published : Apr 23, 2020, 9:14 PM IST



বর্ধমান, 23 এপ্রিল : আজ যুব মোর্চা সদস্যরা বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে করেন । 11 নম্বর ওয়ার্ড ও অন্যান্য এলাকায় স্প্রে করা হয় । যুব মোর্চার(বর্ধমান) কনভেনার শুভম নিয়োগি বলেন, সাধারণ মানুষের স্বার্থে এই কমসূচি নেওয়া হয়েছে। তাদের অভিযোগ, বর্ধমানে কোরোনা সংক্রমণ শুরু হওয়ার পরও পৌরসভার তরফে কোনও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি ।

তাদের আরও অভিযোগ, "মহামারীর সময় রেশন নিয়ে দুর্নীতি করছে শাসক দলের নেতা-কর্মীরা । সাধারণ মানুষের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে না খাদ্যসামগ্রী। স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা দিতেও ব্যর্থ সরকার" । শুভম নিয়োগি বলেন, "কোরোনা সংক্রমণ নিয়ে যেভাবে তথ্য গোপন করা হচ্ছে তাতেআরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে" । তাদের অভিযোগ , বর্ধমানের বাদুলিয়ায় সংক্রামিত ব্যক্তি শাসক দলের এক নেতার ঘনিষ্ট হওয়ায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন ।


তাদের বক্তব্য, এই সময় রাজনীতি না করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তারা অঙ্গীকারবদ্ধ । শুভম নিয়োগি আরও বলেন, "লকডাউন চলাকালীন বর্ধমান স্টেশন ও অন্যান্য এলাকায় খাবার বিতরণ করার পাশাপাশি সাধারণ মানুষের সুরক্ষার জন্য জীবাণুনাশক স্প্রে করার কর্মসূচি নেওয়া হয়েছে।"



বর্ধমান, 23 এপ্রিল : আজ যুব মোর্চা সদস্যরা বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে করেন । 11 নম্বর ওয়ার্ড ও অন্যান্য এলাকায় স্প্রে করা হয় । যুব মোর্চার(বর্ধমান) কনভেনার শুভম নিয়োগি বলেন, সাধারণ মানুষের স্বার্থে এই কমসূচি নেওয়া হয়েছে। তাদের অভিযোগ, বর্ধমানে কোরোনা সংক্রমণ শুরু হওয়ার পরও পৌরসভার তরফে কোনও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়নি ।

তাদের আরও অভিযোগ, "মহামারীর সময় রেশন নিয়ে দুর্নীতি করছে শাসক দলের নেতা-কর্মীরা । সাধারণ মানুষের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে না খাদ্যসামগ্রী। স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা দিতেও ব্যর্থ সরকার" । শুভম নিয়োগি বলেন, "কোরোনা সংক্রমণ নিয়ে যেভাবে তথ্য গোপন করা হচ্ছে তাতেআরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে" । তাদের অভিযোগ , বর্ধমানের বাদুলিয়ায় সংক্রামিত ব্যক্তি শাসক দলের এক নেতার ঘনিষ্ট হওয়ায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন ।


তাদের বক্তব্য, এই সময় রাজনীতি না করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তারা অঙ্গীকারবদ্ধ । শুভম নিয়োগি আরও বলেন, "লকডাউন চলাকালীন বর্ধমান স্টেশন ও অন্যান্য এলাকায় খাবার বিতরণ করার পাশাপাশি সাধারণ মানুষের সুরক্ষার জন্য জীবাণুনাশক স্প্রে করার কর্মসূচি নেওয়া হয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.