ভাতার, 21 এপ্রিল : লকডাউনের মধ্যেই চলছে চোলাই মদের কারবার। সেই খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার ভাতারের বড়বেলুন গ্রামে অভিযান চালায় আবগারি দফতর ও ভাতার থানার পুলিশ। প্রায় কয়েকশো লিটার মদ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, লকডাউনের মধ্যেই এলাকার বেশ কিছু মানুষ চোলাই মদ তৈরি করে বিক্রি করছে। ফলে অনেক বাড়ির পুরুষেরা মদ খেয়ে এসে বাড়িতে অশান্তি শুরু করে । তাই এলাকায় ঝামেলা হচ্ছে ।
আবগারি দফতরের আধিকারিক প্রকাশ রায় বলেন, বড়বেলুন গ্রামে চোলাই মদের কারবার চলছিল। সেই খবর পেয়ে মঙ্গলবার সেখানে অভিযান চালানো হয়। প্রচুর পরিমাণে চোলাই মদ উদ্ধার করা হয়।
লকডাউনে চোলাই মদের কারবার, হানা দিল পুলিশ - barbellun village
বড়বেলুন গ্রামে চোলাই মদের কারবার চলছিল। সেই খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার ভাতারের বড়বেলুন গ্রামে অভিযান চালায় আবগারি দফতর ও ভাতার থানার পুলিশ। প্রায় কয়েকশো লিটার মদ উদ্ধার করে পুলিশ।
ভাতার, 21 এপ্রিল : লকডাউনের মধ্যেই চলছে চোলাই মদের কারবার। সেই খবর পেয়ে পূর্ব বর্ধমান জেলার ভাতারের বড়বেলুন গ্রামে অভিযান চালায় আবগারি দফতর ও ভাতার থানার পুলিশ। প্রায় কয়েকশো লিটার মদ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, লকডাউনের মধ্যেই এলাকার বেশ কিছু মানুষ চোলাই মদ তৈরি করে বিক্রি করছে। ফলে অনেক বাড়ির পুরুষেরা মদ খেয়ে এসে বাড়িতে অশান্তি শুরু করে । তাই এলাকায় ঝামেলা হচ্ছে ।
আবগারি দফতরের আধিকারিক প্রকাশ রায় বলেন, বড়বেলুন গ্রামে চোলাই মদের কারবার চলছিল। সেই খবর পেয়ে মঙ্গলবার সেখানে অভিযান চালানো হয়। প্রচুর পরিমাণে চোলাই মদ উদ্ধার করা হয়।