বর্ধমান, 22 মার্চ :ফের বোমা বিস্ফোরণ বর্ধমান শহরে ৷ ঘটনাস্থল শহরের রসিকপুর এলাকা ৷ বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম শেখ আফরোজ (7)।
স্থানীয়দের দাবি, হঠাৎ দু’টি বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ ঘটনাস্থলে গিয়ে দু’জনকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ৷ তার মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে ৷ আর একটি শিশু গুরুতর আহত ৷
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়-সহ বর্ধমান থানার বিশাল পুলিশবাহিনী ৷ শুরু হয়েছে তদন্ত ৷ এলাকাটি ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে পুলিশ । পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে ঘটনাস্থলে গোলাকার কিছু একটা পড়েছিল ৷ তা নিয়ে খেলতে গিয়েই বিস্ফোরণ ঘটে ৷ তাতেই ওই শিশুর মৃত্যু হয় ৷
আরও পড়ুন : নাকা চেকিংয়ে দশ লক্ষ টাকা উদ্ধার
সেখানে বোমা কীভাবে এল, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ ওই এলাকা বা তার আশপাশে আরও বোমা পড়ে আছে কি না, সেটাও তল্লাশি করে দেখা হচ্ছে পুলিশের তরফে ৷ বিশেষ করে নির্বাচনের সময় পূর্ব বর্ধমান জেলার সদর শহরে বোমা বিস্ফোরণ চিন্তারভাঁজ ফেলেছে জেলার পুলিশ কর্তাদের কপালে ৷